দীর্ঘদিন সোসাল নেটওয়ার্কিং জগতে রাজত্ব করার পর এই প্রথম বড়সড় ধাক্কা খেয়েছে ফেইসবুক কেননা এবার তাকে প্রতিদ্বন্দীতা করতে হচ্ছে ওয়েব জগতের জায়ান্ট গুগল ইন করপোরেশনের নতুন সামাজিক যোগাযোগ প্লাটফরম গুগল প্লাস এর সাথে। গুগল মাত্র ২ সপ্তাহেই ১০ মিলিয়ন ইউজার বাগিয়ে নিয়ে প্রমান করেছে তারা আলাদা। বিশেষ করে প্রাইভেসি সেটিং এর ব্যাপারে গুগল সার্কেল এগিয়ে আছে ফেইসবুকের সাধারন প্রাইভেসি সেটিং থেকে। এছাড়া ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া, স্ক্যাম, ছবি ট্যাগ করা এবং দূর্বোধ্য প্রাইভেসি সেটিং নিয়ে অনেকেই অসন্তুষ্ট ছিলেন। এবার তাই ফেসবুকে নতুন কিছু যোগ করার ঘোষনা দিয়েছেন মার্ক জুকারবার্গ।
কি কি আসছেঃ
# নতুন প্রাইভেসি সেটিং-
*এর আওতায় থাকবে বিশেষ একটি ড্রপ ডাউন মেনু। প্রতিটি পোস্ট (টেক্সট অথবা ছবি বা লিঙ্ক) এর সাথেই এই বাটন টি যুক্ত থাকবে যার মাধ্যমে নির্দিষ্ট করে দেয়া যাবে এই পোস্ট টি কারা কারা দেখতে পারবে আর কারা দেখবে না। এমনকি পোস্ট শেয়ার হয়ে যাবার পরেও এই সেটিং পরিবর্তন করা যাবে। বর্তমান "everyone" টার্মটির বদলে "public" টার্মটি প্রচলিত হবে।
* স্পেশাল বাটন যার মাধ্যমে আপনার প্রোফাইলটি অন্য কেউ কিভাবে দেখছে সেটি দেখতে পাবেন। যেমন আপনার গার্লফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ড বা অফিসের বস কিংবা আত্নীয় আপনার প্রোফাইলে কোন কোন অংশ দেখতে পারছে সেটি নিজেই এই বাটনের সাহায্যে দেখে নিতে পারবেন।
*ডি-ট্যাগিং এবং রিমুভ রিকোয়েস্ট- আপনাকে কোন পোস্টে ট্যাগ করে হলে আপনি তা রিমুভ করতে পারবেন এছাড়াও কোন নির্দিষ্ট ছবি বা টেক্সট বা লিঙ্ক রিমুভ করে দেয়ার জন্য আপনি পোস্টদাতা কে রিকোয়েস্ট করতে পারবেন।
* পরিবর্তিত ট্যাগিং সিস্টেম- এখন যেমন শুধুমাত্র আপনার ফ্রেন্ডলিস্ট এ থাকা ফেইসবুক উইজার কে কোন ছবিতে ট্যাগ করতে পারেন, নতুন ফিচার আসার পর যেকোন ফেইসবুক ইউজারকেই আপনি ট্যাগ করতে পারবেন। তবে ট্যাগ করার পর যাকে ট্যাগ করেছেন তার কাছে একটি রিকোয়েস্ট যাবে, তিনি অ্যাপ্রুভ করলেই ট্যাগ সম্পূর্ন হবে। এছাড়াও আপনি নির্দিষ্ট করে দিতে পারবেন কারা আপনাকে ট্যাগ করতে পারবে আর কারা পারবে না।
*লোকেশন-- ফেইসবুক ঘোষনা দিয়েছে ইউজার এর কাছ থেকে আর বেশী তথ্য সংগ্রহ করার। তার সূত্র ধরেই ফেইসবুক আপনার লোকেশন ট্যাক করবে। এবং কোন পোস্ট এর সাথে আপনি কোথা থেকে এই পোস্ট করেছেন সেটা শেয়ার করা যাবে। এছাড়া বিভিন্ন ছবিতে আপনি ছবির স্থানের নাম ফেইসবুক লোকেশন থেকে ট্যাগ করতে পারবেন।
এই ফিচারগুলো সম্ভবত আগামীকাল বৃহস্পতিবারেই উন্মুক্ত হবে। এমনটিই জানিয়েছেন ফেইসবুকের ভাইস প্রেসিডেন্ট অফ প্রোডাক্ট ক্রিস কক্স।
উল্লেখ্য এই ফিচারগুলো বেশির ভাগই গুগল প্লাসে আছে। ব্যাপারটি কপি পেস্ট হল কিনা না দেখে বলা যাচ্ছে না এখনো। 🙂
সূত্রঃ সুখবর২৪.কম
আমি Ripendil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কে জানে অদূর ভবিষ্যতে কে রাজত্ব করে! তবে প্রতিদ্বন্দিতা থাকায় দু কোম্পানীই তদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবে। আর এতে আর কেউ না হোক ইউজাররা লাভবান হবে।