আরেকটি সাইট! আবারও এসএমএস পাঠান ফ্রিইইই…..!!

অনেকদিন হল টেকটিউন্সে কোনো টিউন করা হয় না। ব্যস্ত থাকায় এতদিন করা হয়নি। তাই আজ ছোট্ট একটি পোস্টের মধ্য দিয়ে আবার শুরু করলাম। 🙂

অনেক চিন্তা ভাবনা করে টিউনটা করছি কারণ এই বিষয়ের উপর আগে কখনও টিউন করিনি শুধু দেখেছি এবং জানি এই ধরনের টিউন বেশ ইন্টারেস্টিং সকলের কাছে ... 😉

যায়হোক, ফ্রি এসএমএস সবাই পাঠাতে চায়। টেকটউন্সে এই নিয়ে কম টিউনও হয়নি। কিন্তু সমস্যা হল, সেগুলোর বেশির ভাই সাইটই কিছুদিন চলার পর বন্ধ হয়ে যায়। তবে দুই একটি সাইট টিউনারদের কাছ থেকে পেয়েছি যা থেকে প্রতিদিনই কোনো সমস্যা ছাড়া এসএমএস পাঠাতে পারি। যেমন-

  • http://www.freesmscraze.com :  ফ্রি এসএমএস পাঠালে এখান থেকেই বেশি পাঠাই। শুরু থেকেই সচল এই সইটটিতে এসএমএস পাঠিয়ে আজ পর্যন্ত ব্যর্থ হতে হয়নি এবং প্রত্যেকটি এসএমএসই ঠিকঠাকভাবে যায়। এখান থেকে বাংলাদেশে এসএমএস পাঠাতে এখানে ক্লীক করুন।
  • http://www.websmsonline.com : এটাও মোটামুটি ভালো একটা সাইট। শুরু থেকেই সচল দেখে আসছি।

তবে বেশিরভাগ সাইটের বিরক্তিকর ব্যাপার হল তাদের অ্যাড এবং লিমিটেড অক্ষরের এসএমএস পাঠানো। সামান্য লিখতেই আর কিছু লেখা যায় না। আসুন, এই দুইটি সমস্যার মধ্যে একটির হাত থেকে মুক্তি পাই।

আমার টিউন আজ যেটা নিয়ে সেই সাইটটি হল- http://uthsms.net .  বিরক্তিকর অ্যাড যদিও যায় কিন্তু এটা অন্যান্যগুলো থেকে এটি ব্যতিক্রম কারণ এখানে character এর কোনো লিমিট নাই। বড়সড় মেসেজও পাঠাতে পারবেন 🙂 । অস্বাভাবিক বড় হলেও এসএমএস যায় ঠিকই তবে ভাগ ভাগ হয়ে। প্রথমে লিংকটিতে  যেয়ে কান্ট্রি সিলেক্ট করুন-

নম্বর দেয়ার পর ইচ্ছামত মেসেজ বক্সে মেসেজ লিখুন এবং তারপর সেন্ড করুন। প্রায় সাথে সাথে মেসেজটি পৌছে যায়।

ও, হ্যা...এখান থেকে কিন্তু আপনি কলও করতে পারবেন দিনে দুইবার :P। কল করতে এখানে ক্লীক করুন-

এখানেও আগের মত দেশ সিলেক্ট করে নম্বর দিয়ে  সোজাভাবেই কল দিতে পারবেন-

কিন্তু কল করা আর না করা এখানে একই কথা। কারণ বাংলাদেশে সর্ব্বোচ্চ মাত্র ১৬ সেকেন্ড লিমিটেড  ফ্রি কলের জন্য। তবে কাউকে অচেনা নাম্বার থেকে মিসকল দিয়ে ভড়কে দিতে এটি ব্যবহার করতে পারেন। 😀

যায়হোক,এই সাইটের এসএমএস এর বৈশিষ্ট্যটাই আসল। মন খুলে এসএমএস পাঠাতে পারবেন। তো দেরি না করে পাঠাতে থাকুন বড় দৈর্ঘ্যের এসএমএস ফ্রি...

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের টিউনে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

__________________

Level 0

আমি Bookworm ইশতিয়াক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 964 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ৯ম শ্রেণিতে পড়ি। বগুড়ায় থাকি। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এ পড়ি। ভিন্ন সময় বিভিন্ন দিকে আগ্রহী হলেও গল্পের বই পড়া এবং সংগ্রহ করা আমার সবচেয়ে প্রিয় হবি। আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন- http://www.facebook.com/home.php?#!/ishtiak.jok


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

achha 16sec shes hoye gele ki amar notun kore call deya jabe???

ধন্যবাদ শেয়ার করার জন্যে
ফ্রী SMS করার আরও একটি সহজ উপায়
step1: go http://www.itforpc.blogspot.com/
step2: click “free SMS here” left side on the page
step3: select your country
step4: type ur number on “From box [ ex: 88017xxxxxx ]
step5: type a number on “Number box” where u send sms [ ex: 017xxxxx ]
step6: type your message on “Message box” then press “send sms”

ধন্যবাদ । প্রিয়তে নিলাম ।

Level 0

@rajkonna: Sms ‍এর আগের টিউনের link টা দেন।

অনেক অনেক ধন্যবাদ টিউনটি করার জন্য । :mrgreen:

টেকটিউনসের সকল টিউনার ও ভিসিটরগন সুন্দরবনকে এস.এম.এস এর
মাধ্যমে ভোট দেওয়া থেকে বিরত থাকুন । কারন জানতে নিচে দেখুন
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে এস,এম,এস ব্যাবসা ও এর পুরো ধান্দাবজী
https://www.techtunes.io/news/tune-id/80694/

aikhan Thake Sms template paben http://sms.a2zbd.net

Level 0

চমত্‍কার উপস্থাপনা ।অসাধারন লাগল ।
by the amar problem ta keu solv korte paren kina try koren plz
অনেক চেষ্টা করেও nero দিয়ে ডিভিডি ভিডিও মুডে রাইট করতে পারিনি ।কেউ বলতে পারেন কিভাবে ডিভিডি ডিস্ক ভিডিও ডিস্ক বানাবো যেগুলো যেকোন ডিভিডি player এ চালনো যায় ?সহজ কথায় যে মুভি গুলো বাজারে ডিভিডিতে(vob ফাইল আকারে থাকে)পাওয়া যায় আমি ঐ গুলো বানাতে চাচ্ছি

Level 0

ধন্যবাদ… আরে ভাই আপনাকে ইতো খুজছে বাংলাদেশ…।

খুব ভাল হয়েছে এ ঈদে ভালই কাজে লাগবে–.-.-.-.-.-.-.-.-.-.-.-.

Level 0

আসলেই দরকারি একটা বিষয় নিয়ে লিখেছেন, ইশতিয়াক ভাইকে ধন্যবাদ, SEO & Comp নিয়ে আরও একটি সাইট

Level 0

@ইশতিয়াক ভাই… আপনাকে অনেক ধন্যবাদ। আমি খুব ভালো ভাবেই SMS পাঠিয়েছি। সবচেয় বড় কথা হল এই সাইট থেকে SMS দিলে সাথে সাথে send হয়।
*এইটাই আমার প্রথম comment।এইমাত্র registration করে join করলাম কিন্তু Techtunes এ আছি অনেক দিন যাবত …… 🙂

    @abc123: সফলভাবে SMS পাঠিয়েছেন শুনে ভালো লাগল 😀
    আশা করি এখন থেকে নিয়মিত কমেন্ট করবেন 🙂