গুগলকে কি ছাগল মনে করেন? যাহারা মনে করেন তাহারাই…(?)

কিছু কিছু মানুষ আজকাল গুগলকে ছাগল ভাবতে শুরু করছে। তাদের ধারনা তারা এমন সব ট্রিকস বের করছে যা গুগল ধরতেই পারবে না। কিন্তু কথা হল গুগলের ডেভলপাররা কি এতই কাঁচা যে বাংলাদেশী পোলাপান তাদের ছাগল বানাবে। যদি কেউ তা মনে করেন তবে তাহারাই ওই প্রানীটির সমতুল্য। যাই হোক কিছু মানুষ গুগলকে কিভাবে বোকা বানাতে চায় আর গুগল তা অতিসহজেই কিভাবে ধরে ফেলে তা নিয়েই কিছু বলব।

অনেকেরই একটা প্রবনতা আছে যখন একটা সাইট খুবই জনপ্রিয় হয় তখন সেটির বিভিন্ন কনটেন্ট কপি করে নিজের সাইটে ঢুকানো। যারা এ কাজটি করে তারা ভাবে কেউ তাদের ধরতে পারবে না। তারা নতুন ইন্টারনেট ইউজার বলে তাদের ধারন এরকম। কিন্তু বাস্তবিক কি তাই? কখনোই নয়। কারন বিভিন্ন সার্চ ইঞ্জিনে পেজ সাবমিট করা লাগে কিন্তু গুগল এরকমই একখান চিজ আপনে যেইখানেই সাইট বানান না কেন সাবমিট না করলেও গুগল ঠিকই সাইট এবং তার প্রত্যেকটা পেজ কে ইনডেক্স করে ফেলে। ওয়েব সাইট অন্য যে কেউ ভিজিট করার আগেই এবং অনলাইনে ছাড়ামাত্রই গুগল তা ধরে ফেলে। যে কোন আইপিতেই ভিজিট হোক না কেন তা গুগলকে অতিক্রম করেই করেই যেতে হবে। আর যখনই এরকম সাইট অনলাইনে আসে বা অন্য কেউ ভিজিট করে গুগল সাথেই সাথেই ওই কপি পেষ্ট সাইটটিকে স্প্যাম লিস্টেড করে ফেলে। নিচের ছবিটির মাধ্যমে এটি আরো সহজে বোঝা যায়।

spamcopyadsense

এরপরেরটি হল এডসেন্স নিয়ে অনেকেই মনে করেন এডসেন্স এ একটা একউন্ট খুলবেন তারপর সাইবার ক্যাফে বা অন্য কোন জায়গায় গিয়ে খালি ক্লিক আর ধরেই নেন সামনের বছর হয়তো বিল গেটসের জায়গায় তার নাম শোভা পাবে। আবার এতটা বোকা না হলেও কেউ কেউ ভাবেন যে তার ভার্সিটি বা অফিসে ৬০-৭০ টি কম্পিউটার আছে একেকদিন একেকটায় বসে এডে ক্লিক করবেন আর মাস শেষে ডলার গুনবেন।

কিন্তু যারা বিশ্বের শতকোটি মানুষকে সার্ভিস দিচ্ছে সেই গুগলের ডেভলপাররা কিন্তু অনেক আগেই এসব নতুন ইউজার দের ওইসব ট্রিকস জানেন এবং ধরার পদ্ধতিও তাদের কাছে আছে। আমাদের কাছে হয়তো ৬০-৭০ টি কম্পিউটার অনেক কিছু কিন্তু শত কোটি কম্পিউটারকে সার্ভিস দেয়া গুগলের কাছে তা যৎসামান্য এবং এসব ধরাতো তাদের কাছে কোন ব্যাপারই না।

হাসান ভাইয়ের একটা কথা মনে পড়ল তিনি বলেছিলেন আপনি যদি গুগলকে ঠকানোর জন্য ১০ ট্রিকস বের করে থাকেন তবে গুগল তার অনেক আগেই আপনার ওইসব ট্রিকস ধরার জন্য ১০০০ টা পদ্ধতি করে রেখেছে।  তাই আমার মতে গুগলকে বোকা না বানিয়ে তাদের নিয়ম পদ্ধতি মেনে চলাই বুদ্ধিমানের কাজ।

টিউনটির সুত্রঃ http://www.earnbd24.co.cc

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks Shakil Bhai, Good Information

I don’t find any bengali interface to write comment but why ? Anyone help me please….

    সাজ্জাদ ভাই আসলে সাইট ডেভলপ এর কাজ চলায় মাঝে মধ্যে কিছু সমস্যা হচ্ছে।

সাজ্জাদ ভাই- আসলে সাইট ডেভলপ এর কাজ চলায় মাঝে মধ্যে কিছু সমস্যা হচ্ছে।

google is best. …………………………………….

Level 0

ভালো লাগলো। ধন্যবাদ

Level New

শাকিল ভাই আপনিত দেখতেছি ছাগলের লেজে নারিকেল এর ছইছাবড়া বেদেদিলেন।

মহিউদ্দিন ভাইয়ের কথা ঠিক বুঝলাম না।

যাহারা গুগোলকে যাহারা ছাগল মনে করেন মনে করেন তাহারাই…(?)
এক্কেবারে খাঁটি কথা ! 🙂

Level New

একটু ঘোরিয়ে চিন্তা করলেই আমার কথা বুঝতে পারবেন। আর না বুঝলে ইনসাআল্লাহ আমি বুঝিয়ে দেব পরবর্তি মন্তব্যের মাধ্যমে। এখন কথা হচ্ছে আমি একটি টিউন করতে চেয়েছিলাম কিন্তু কি ভাবে করতে পারি তা বুঝতে পাতেছিনা।

Level 0

হাউ ফানি

ধোকা দিয়ে কেন সঠিক পথেই টাকা রোজগারের চেষ্টা করা উচিত। …..

শাকিল ভাই আমি আপনাকে মেইল করেছি সমস্যর জন্য। আর আপনি তার উত্তরটা এখনো দিলেন না। মনে হয় ইনবক্স টাই খোলেন নাই। যাই হোক এ্যডেসন্স এ ৪০ ডলার এর কাছাকাছি হয়েছ সমস্য হল ট্যাক্স ইনফরমেশন চােচ্ছ । িক করতে পারি। তাড়াতাড়ি সাহােয্য করুন।

o amar vai!! 1st a sorry boltc!! english lekhar jnno!! amr avro te pblm! sory vai!!
.
vai amar shb ok ase!! amar per day 15+ USD ashe!! protidin gor a 3000 visit! ajk ekhon o baje vor 4 ta!! adsense er systm californiar time!! so nw sekhan 2:57 PM Sunday, June 05, 2011 …….. mane 6 june start hbe kal 1PM a!! er e moddhe amr page view
Page impressions Clicks Page CTR Page eCPM [?] Estimated earnings
2,776………….. …..16……………0.58% ………………$2.19………………..$6.09
ekhon amar main proshno holo!! ekhane kon bepar ta amk kheyal rakhte hbe amr adsense disable na howar jnno!! and thik thak vabe paymnt pawar jonno??? amar ek boro vai bolsen!! CTR ta kheayal rakhte hbe!!! CTR 1.00% er beshi howa jabe na!!! plzzz amk eta bolen!! amar CTR koto rakha ta safety? r amk r ki dekha lagbe ekhane??? plzz janaben!!!!
gmail : [email protected]