[লক্ষ্য করুন]ইন্টারনেটে টাকা আয়,কিছু সাবধানতা অবলম্বন করুন,সচেতন হোন!

ইন্টারনেটে টাকা আয় করা যায় এটা আমরা সবাই কমবেশী জানি।এখানের ব্লগাররাও প্রতিদিন এ নিয়ে কিছু না কিছু পোষ্ট দিচ্ছেন।কেউ কেউ রেফারাল লিন্কও দিচ্ছেন।
*
*
*
*
*

আমার প্রবলেম সেখানে না ,কিন্তু কথা হচ্ছে অনেকে না জেনে প্রতারক (scam) sites এ জয়েন করছে।

ইন্টারনেটে হাজার হাজার টাকা আয়ের সাইট আছে,কিন্তু সমস্যা হলো কোনটা প্রতারক আর কোনটা আসল তা আপনি বুজবেন কিভাবে।

এসব প্রতারক সাইটে শুধু সময়েরই অপচয় হয়,আয় হয় না।আমিও প্রথমে এসবে চক্কর কেটেছি।পরে গুগলে সার্চ দিয়ে কিছু সাইট সম্বন্ধে জানতে পারি যারা প্রতারক সাইটগুলোর বিরুব্ধে কাজ করে যাচ্ছে, সবাইকে সচেতন করছে।
যেমন-http://www.gptboycott.com/
http://www.reviewstream.com
http://www.nairaland.com
http://www.scam.com/

এইসব সাইটে গেলে হাজার হাজার ফ্রড সাইটের লিষ্ট পাবেন,সেই সাথে প্রতারিত ইউজারের রিভিউ সহ।
এছাড়া ভাল ও বিশ্বাসযোগ্য টাকা আয়ের ওয়েবসাইট গুলার লিন্ক রিভিউ সহ পাবেন এই ওয়েবসাইট গুলোতে।

আশা করি পোষ্টটি আপনাদের কাজে লাগবে।
first posted in my somewhereinblog>

Level 0

আমি নিশাত শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ধন্যবাদ শাহরিয়ার ভাই আপনার টিউন এর জন্য। তবে আমি এই সব সাইটে গিয়ে কিভাবে খুব সহজে আমি যে সাইটে কাজ করছি স্কাম কিনা তা বুঝার উপায় কি ভাবে আশা করি জানাবেন।

এসব সাইটে গিয়ে সার্চ বক্সে আপনি যে সাইটে কাজ করছেন তার নাম লিখে সার্চ দেন,দেখবেন যে বিভিন্নজনের লেখা রিভিউ আপনার সামনে ভেসে উঠবে।এসব রিভিউ পড়ে আপনি বুজতে পারবেন যে সাইটটি scam কিনা।

Level 0

ধন্যবাদ আপনার টিউন এর জন্য।

Level 0

ধন্যবাদ……..

হ্যা ঠিক বলেছেন সবার উচিৎ যাচাই করা। অধিকাংশই স্ক্যাম থাকে; এর লিজেন্ড হচ্ছে ডেপাকো। সবাই যাচাই করুন, পন্ডশ্রম হবেনা। আমিও তাই করি।

Thanks Brother কাজের টিউন….

ভালো টিউন করেছেন। কমবেশি সবারই কাজে আসবে।

ভাল। কিন্তু ওই সাইট গুলো ঠিক তো?