আমি Opera ব্যবহার করি। ইতিমধ্যে কয়েকবার আমার কম্পিউটার সেট আপ দিয়েছি। ফলে আমার Opera browser-এ bookmark করা সাইট গুলোর ঠিকানা হারিয়ে গেছে। এখন আমার প্রশ্ন হল Opera browser-এ যে সকল সাইটের ঠিকানা bookmark করা হয়, সেগুলো কি system Drive-এর কোথাও save থাকে? ।অথবা অন্য কোন পদ্ধতি আছে কি যার মাধ্যমে bookmark-এর ঠিকানা গুলো save করে রাখা যায়। জানালে কৃতজ্ঞ থাকব।
আমি তুষার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি চাইলে synchronize করতে পারেন।
আপনার হার্ডডিস্কে সেইভ করতে চাইলে Bookmark—-save—–export opera bookmarks দিয়ে সেইভ করুন।
আবার যখন লাগবে ওই জায়গায় গিয়ে Import opera bookmarks