Facebook এ ফটো Upload করার সহজ উপায়

সবাই কেমন আছেন । আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের Facebook  এ কি ভাবে সহজে ছবি শেয়ার করা যায় তা নিয়ে একটি সফ্টওয়্যার এর কথা বিস্তারিত আলোচনা ও শেয়ার করবো।

বি:দ্র:- আমার আগে যদি কেহ কখনও এই App নিয়ে টিউনস করে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন। কারন আমি এই সফ্টওয়্যার এর ব্যাবহার নিয়ে টিটি তে অনেক খুজেছি কিন্তু পাইনি তাই আমি ভাবলাম এটি আমি যখন পেলাম তখন এটি নিয়ে সকলের কাছে শেয়ার করা দরকার তাই বসে গেলাম।

অনেক কথা বলা হয়েছে এবার কাজের কথায় আসি ।

*প্রথমে   http://www.mediafire.com/?89o8mj9wmb9bwnm  এই ঠিকনা হতে সফ্টওয়্যার টি ডাউনলোড করে নিন।

* তার পর এটি নিচের ছবির মতো Zip ফাইলটি Extract করে নিন।

চিত্র – ১

* তার পর এখান থেকে EasyPhotoUploader_for_Facebook_setup.exe ফাইলটি ডাবল ক্লিক করে সেটাপ দিনে।

চিত্র – ২

* তার পর এখান থেকে Sported FB.exe ফাইলটি সেটাপ দিন।

চিত্র – ৩

* অতপর কিছু ছবি সিলেক্ট করে তার উপরে রাইট বাটন ক্লিক করে Send Your Photo(s) to Facebook. ক্লিক করুন। এবং প্রথমে সাইন ইন করুন।

চিত্র - ৪

*তার পর Next বাটনে ক্লিক করুন।

চিত্র - ৫

* তার পর এখান থেকে চাইলে Create A new Album অথবা যেকোন Album সিলেক্ট করে Next করুন।

চিত্র – ৬

* তার পর ছবি আপনার ফেসবুক একাইন্টে এড হয়ে যাবে।

চিত্র – ৭

* তার পর Close করুন এবং ফেসবুকে যেয়ে দেখুন ছবিটি আপনার ফেসবুকে যোগ হয়ে যাবে।

চিত্র – ৮

 চিত্র – ৯

সকলকে ধন্যবাদ।

আমার ওয়েব পেজ : http://www.deshmusic.tk

আমি ফেসবুকে: http://www.facebook.com/asaduzzamana1

Level 0

আমি আসাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks bro কাজে লাগবে apps টা.

মোবাইল দিয়ে ছবি 🙂 আপলোড হচ্ছে না।।।। কি করা যায়??????

azad khan আপনাকে ধন্যবাদ প্রথমে কমেন্ট করার জন্য।

ফয়সাল মু্ন্সী ভাই আপনর কি মোবাইল সেট? আপনার মোবাইলে যদি জাভা সার্পোট করে তবে গ্রামীন ফোন সীম দ্বার FB লিখে 5000 এ একটি ম্যাসেজ দিয়েদিন দেখবেন একটি লিংক এসছে সেখান থেকে ফেসবুক এর app নামিয়ে নিন এবং সেটা ডাউনলোড দিয়ে দিন দেখবেন আপনার সমস্যা সমাধান হয়ে যাবে।

Level 0

থ্যংকু….. শেয়ার করার জন্য।

দারুন তো…

Level 0

Valo but id hack hoe jabenato?

Tnx
🙂

সবাইকে ধন্যবাদ আর Sifat3d ভাই আমি তো চেষ্টা করেও হ্যাক করতে পারিনি তাই মনে হয় হ্যাক হবেনা । (আমি পরীক্ষা করে দেখেছি)

আসাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। বা খুব সন্দর চালিয়ে যান আমরা হেঁটে আরছি ।

কিছু বললাম না৷ download দিলাম

Level 2

thanks for it

Windows 7 এ Sported FB.exe ফাইলটা সেটাপ নিচ্ছে না, আর এটার কাজই বা কি ?!

ধন্যবাদ

রায়হান সহ সবাইকে ধন্যবাদ। কমেন্ট করার জন্য

নীলসুর ভাই আসলে এটি আমি windows 7 এ টেষ্ট করে দেখিনি তাই জানিনা তবে মনে হয় Sported FB.exe ফাইলটি লাগবে না । ধন্যবাদ বিষয়টি জানানোর জন্য । (তথ্য জানিয়েন)

thanks