অবশেষে গুগল প্লাসে উন্মুক্ত হল গেমস! প্লাস এর নামে নাক শিটকানোদের মাথায় হাত, আসছে আরো অনেক কিছু!

অনেকদিন থেকেই গুগল প্লাস এ গেইম খেলার ব্যাপারটা আসি আসি করছিল। ফেইসবুকের সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে ফেইসবুকের সুবিধাগুলো প্রবর্তন করা ছাড়া কোন গতি নেই সে কথা বুঝতে পেরেই গুগল বিখ্যাত গেইম নির্মাতা কোম্পানি জিঙ্গার সাথে চুক্তি করে কিছু দিন আগে। অবশেষে আজ থেকে জিঙ্গার অনেকগুলো গেইম গুগল প্লাসে চালু হল। তবে একটা কিন্তু আছে, গুগল সবাইকে অপেক্ষা করাতে পছন্দ করে, তাই তাদের আগমনের মতই গেইমের বাটনটিও সবার জন্য চালু হয় নি। আস্তে আস্তে অনেকে পেতে শুরু করেছেন।

চলুন দেখি আলাদা কি আছে গুগল প্লাস এর এই গেইমে। ফেইসবুকের একটি বিরক্তিকর ব্যাপার হল, বন্ধু বান্ধব গেইম খেলে আর তার খবর দিয়ে ভরে যায় পুরো নিউজ ফিড। অনেকের বিরক্তির কারন এটি, আর নোটিফিকেশন এর ঝামেলা তো আছেই। গুগল কিন্তু এসব ঝামেলা মুক্ত। কারন এখানে আলাদা একটি গেইম বাটন যুক্ত হয়েছে, যখন আপনার গেইম খেলতে ইচ্ছা হবে এই বাটনে চাপ দিবেন, এই পেইজ টি তখন আপনার খেলা এবন আপনার বন্ধু বান্ধব দের খেলা গেইমগুলোর সব আপডেট আপনাকে দেখাবে। এই পেইজে বসেই আপনি যে গেইম খেলতে ইচ্ছা হয় খেলবে। সুতরাং আপনার মেইন স্ট্রিম পেইজ টি থাকবে ঝকঝকা! যারা গেইম খেলতে চান, যখন খেলতে চান খেলবেন সম্পূর্ন আলাদা দুনিয়ায়, খেলার যায়গা তো আলাদা থাকাই ভাল তাই নয় কি?!

কি কি গেইম থাকছে?

দেখুন লিস্টঃ

এখানেই শেষ নয়, খুব শিঘ্রই ফেইসবুকের ফ্যান পেইজ এর মত গুগল প্লাস এ বিজনেস পেইজ খোলা যাবে, তখন হয়ত টেকটিউনের ও একটা গুগল প্লাস পেইজ দেখতে পাব। আর সেলিব্রিটিদের জন্য আসছে আলাদা সেলিব্রিটি পেইজ যেটি ভেরিফাই করবে গুগল নিজে!

মূল আর্টিকেল
সূত্রঃ সুখবর২৪.কম

Level 0

আমি Ripendil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

চমৎকার। দেখি খেলতে পারি কিনা।

    Level 0

    পারবেন, সবুর করেন।

chomotkar!! g+ joy hoo

গুগল প্লাসের এমনিই ভক্ত। আরও ভক্তি বাড়িয়ে দিলেন। ধন্যবাদ।

Level 0

afsos ekhono ekkhan invitation jogar korte parlam na:(
[email protected]

এখনও ঠিক বুঝতে পারছি না যে Google+ আদৌ Facebook-এর সাথে পারবে কি না, তবে চাই Google+ এগিয়ে যাক…

আজ google plusa এ গেম বাটন এড হইছে । খারাপ না 🙂

Level 3

কোন ভাই কি আছেন আমাকে একটা Google+ invitation পাঠাবেন???? আমার ইমেইল হচ্ছে [email protected]

কোন ভাই কি আছেন আমাকে একটা Google+ invitation পাঠাবেন???? আমার ইমেইল হচ্ছে [email protected]

Level 0

মেইল চেক করুন।

plz send me a invitation [email protected]