সামাজিক যোগাযোগ সেবা গুগল প্লাসে বন্ধুদের আমন্ত্রণ জানানোর জন্য নতুন সুবিধা চালু হয়েছে। ই-মেইলের পাশাপাশি ‘ইনভাইটেশন লিংক’ শেয়ার করেও এখন থেকে বন্ধুদের গুগল প্লাসে যোগদানের আমন্ত্রণ জানানো যাবে।
গুগল প্লাসের প্রকৌশলী বালাজি শ্রীনিবাসন জানান, একজন ব্যবহারকারীর পক্ষে তাঁর সব বন্ধুর ই-মেইল ঠিকানা জানা সম্ভব নয়। এ কারণে অনেকেই বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারছিলেন না। ফলে এ বিষয়টিকে আমরা আরো সহজ করেছি। ওয়েবসাইট, ফোরাম ও ইনস্ট্যান্ট মেসেজিংয়ের মাধ্যমে লিংক পাঠিয়েও এখন বন্ধুদের আমন্ত্রণ জানানো যাবে।
আমন্ত্রণের লিংক পাঠানোর জন্য গুগল প্লাসের হোমপেইজ থেকে ‘ইনভাইট ফ্রেন্ডস’-এ ক্লিক করতে হবে। এরপর বন্ধুদের ই-মেইল ঠিকানা লেখার বক্সের নিচেই আমন্ত্রণের লিংকটি পাওয়া যাবে। তবে যাঁরা এখনো গুগল প্লাসে যোগ দিতে পারেননি তাঁরা
http://bit.ly/gplusinvitekk -এ গিয়ে আমন্ত্রণ সংগ্রহ করতে পারবেন।
সূত্রঃ সুখবর২৪.কম
link kaj kara na