পছন্দ হয় নাকি ডিজাইনটা? যদিও মাইক্রোসফট এ ব্যাপারে মুখ খুলতে নারাজ তবু ইন্টারফেস দেখে এটাকে সোসাল নেটওয়ার্কিং প্রোজেক্ট ছাড়া আর কিছু ভাবা যাচ্ছে না।
Socl.com
এই নামের একটি সাইটে কিছুক্ষনের জন্য "দূঘর্টনাবশত" এই ছবিটি প্রকাশিত হয়। ছবিটি বর্তমানে মুছে দিয়ে মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছে এই সাইটটি তাদের ইন্টারনাল ডিজাইনেত একটি অংশ যেখানে দুর্ঘটনাবশত ছবিটি এসেছে। উল্লেখ্য Socl এর সাথে Social এর মিল পাওয়া যায় কিনা দেখুন!
মূল আর্টিকেল এখানে দেখুন
সূত্রঃ সুখবর
আমি Ripendil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইয়া দুটো টিউন আলাদা না করে একসাথে করতে পারতেন তো , শুধু শুধু নিজের টিউনের সংখ্যা বাড়াইলেন !!!!!!!!!!!!!!!!!!
আর জটিল খবরটি শেয়ার করার জন্য ধন্যবাদ 😉