দেশের টাকা দেশেই রাখুন।
দেশীয় পণ্য, কিনে হই ধন্য।
এসকল মুলমন্ত্র বুকে ধারন করে দেশীয় পণ্য ব্যবহার করতে আগ্রহী হয়ে বাংলালায়ন ওয়াইম্যাক্স ইন্টারনেট পোষ্টপেইড প্যাকেজ কিনলাম গত সেপ্টেন্বর/১০ তারিখে। আমি মিটফোর্ড এলাকায় বসবাস করি। প্রথম দিকে মোটামুটি নেটওয়ার্ক ভালই পেতাম আর যে টুকু সমস্যা হত মনে করতাম সামনের দিকে নেটওয়ার্কের সমস্যা হয়তো থাকবে না , ঠিক হয়ে যাবে। কিন্তু বাংলালায়নের গ্রাহক সংখ্যা যতই বৃদ্ধি পাচ্ছে দিন দিন ততই নেটওয়ার্কের অবস্থা ততই হ ..য.. ব.. র.. ল । এই….. আছে …..এই নাই…..আমার জানামতে বাংলালায়ন ওয়াইম্যাক্স ইন্টারনেট-এর স্বত্বাধিকারী মেজর (অবঃ) মান্নান সাহেব একজন নিবেদিত প্রাণ দেশপ্রেমিক ব্যবসায়ী ।
মহোদয়,
আশা করি আপনার সরাসরি হস্তক্ষেপে বাংলালায়ন ওয়াইম্যাক্স ইন্টারনেট এর সার্ভিসের মান উত্তরাত্তর বৃদ্ধি পাবে এদিকটি খেয়াল রাখবেন যেন এই সুন্দর প্রতিষ্ঠানটির সেবার গুনগত মান ঠিক থাকে । আপনার প্রতিষ্ঠানের ভিতরে ঘাপটি মেরে থাকা বিদেশী কোন এজেন্ট দেশীয় প্রতিষ্ঠানটিকে পিছিয়ে রাখতে সক্রিয় কিনা তা ও খেয়াল রাখবেন। তা না হলে সকলে বহুজাতিক মোবাইল কোম্পানীগুলোর দিকে আর ও বেশী ঝুকে পরবে।
প্রসঙ্গক্রমে আমার একটি অভিজ্ঞতার কথা সবাইকে শেয়ার করছি । আমি ১৯৯৫ খ্রিঃ ১২ই জুলাই তারিখে বাংলাদেশের স্থল বন্দর বেনাপোলে বেড়াতে গিয়ে দেখলাম শত শত ভারতীয় পণ্যবাহী ট্রাক/লরী ওপার থেকে মালামাল বহন করে এপার থেকে এসে ট্রাক/ লরী রেখে পায়খানা প্রস্রাব, গোসল করে ওপার যাচ্ছে -চাল, ডাল, লবন ও তেল বাজার সদাই করে এনে এপারে বসে রান্না করে খাচ্ছে …এই দৃশ্য দেখে কয়েকজন ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম ভাই এটা কেন তারা স্বগর্বে উত্তর দিলেন আমাদের দেশের টাকা দেশেই থাকবে এজন্য ওপার থেকেই কিনি এপার থেকে কিছু কিনিনা । .. আর বাকীটা লিখলাম না আশা করি সবাই বুঝে নিবেন।
দেশ মা মাটিকে ভাল বাসুন দেশের টাকা দেশেই রাখুন।….আমরা এগিয়ে যেতে চাই। সবাইকে হাত বাড়াতে হবে।…..ধন্যবাদ ।
আমি Mustafa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মোঃ গোলাম মোস্তফা, ষ্টুয়ার্ড, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা। স্থায়ী নিবাস- মিমো কটেজ্ , শালগাড়ীয়া, পাবনা।
You are right brother i'm also use banglalionwimax……..!!!