বাংলালায়ন নেটওয়ার্ক সমাচার

দেশীয় পণ্য ব্যবহার করুন,

দেশের টাকা দেশেই রাখুন।

দেশীয় পণ্য, কিনে হই ধন্য।

এসকল মুলমন্ত্র বুকে ধারন করে দেশীয় পণ্য ব্যবহার করতে আগ্রহী হয়ে বাংলালায়ন ওয়াইম্যাক্স ইন্টারনেট পোষ্টপেইড প্যাকেজ কিনলাম গত সেপ্টেন্বর/১০ তারিখে। আমি মিটফোর্ড এলাকায় বসবাস করি। প্রথম দিকে মোটামুটি নেটওয়ার্ক ভালই পেতাম আর যে টুকু সমস্যা হত মনে করতাম সামনের দিকে নেটওয়ার্কের সমস্যা হয়তো থাকবে না , ঠিক হয়ে যাবে। কিন্তু বাংলালায়নের গ্রাহক সংখ্যা যতই বৃদ্ধি পাচ্ছে দিন দিন ততই নেটওয়ার্কের অবস্থা ততই হ ..য.. ব.. র.. ল  ।  এই….. আছে …..এই নাই…..আমার জানামতে বাংলালায়ন ওয়াইম্যাক্স ইন্টারনেট-এর স্বত্বাধিকারী মেজর (অবঃ)  মান্নান সাহেব একজন নিবেদিত প্রাণ দেশপ্রেমিক ব্যবসায়ী ।

মহোদয়,

আশা করি আপনার সরাসরি হস্তক্ষেপে বাংলালায়ন ওয়াইম্যাক্স ইন্টারনেট এর সার্ভিসের মান উত্তরাত্তর বৃদ্ধি পাবে এদিকটি খেয়াল রাখবেন যেন এই সুন্দর প্রতিষ্ঠানটির সেবার গুনগত মান ঠিক থাকে । আপনার প্রতিষ্ঠানের ভিতরে ঘাপটি মেরে থাকা বিদেশী কোন এজেন্ট দেশীয় প্রতিষ্ঠানটিকে পিছিয়ে রাখতে সক্রিয় কিনা তা ও খেয়াল রাখবেন।  তা না হলে সকলে বহুজাতিক মোবাইল কোম্পানীগুলোর দিকে আর ও বেশী ঝুকে পরবে।

প্রসঙ্গক্রমে আমার একটি অভিজ্ঞতার কথা সবাইকে শেয়ার করছি । আমি ১৯৯৫ খ্রিঃ ১২ই জুলাই তারিখে বাংলাদেশের স্থল বন্দর বেনাপোলে বেড়াতে গিয়ে দেখলাম শত শত ভারতীয় পণ্যবাহী ট্রাক/লরী ওপার থেকে মালামাল বহন করে এপার থেকে এসে ট্রাক/ লরী রেখে পায়খানা প্রস্রাব, গোসল করে ওপার যাচ্ছে -চাল, ডাল, লবন ও তেল বাজার সদাই করে এনে এপারে বসে রান্না করে খাচ্ছে …এই দৃশ্য দেখে কয়েকজন ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম ভাই এটা কেন তারা স্বগর্বে উত্তর দিলেন আমাদের দেশের টাকা দেশেই থাকবে এজন্য ওপার থেকেই কিনি এপার থেকে কিছু কিনিনা । .. আর বাকীটা লিখলাম না আশা করি সবাই বুঝে নিবেন।

দেশ মা মাটিকে ভাল বাসুন দেশের টাকা দেশেই রাখুন।….আমরা এগিয়ে যেতে চাই। সবাইকে হাত বাড়াতে হবে।…..ধন্যবাদ ।

Level 0

আমি Mustafa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মোঃ গোলাম মোস্তফা, ষ্টুয়ার্ড, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা। স্থায়ী নিবাস- মিমো কটেজ্ , শালগাড়ীয়া, পাবনা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

You are right brother i'm also use banglalionwimax……..!!!

''কিন্তু বাংলালায়নের গ্রাহক সংখ্যা যতই বৃদ্ধি পাচ্ছে দিন দিন ততই নেটওয়ার্কের অবস্থা ততই হ ..য.. ব.. র.. ল । এই….. আছে …..এই নাই…..''
এর সাথে আমি একমত হতে পারলাম না। কারন গত এক বছর হল আমিও মিটফোর্ড এলাকায় ব্যবহার করছি। এর মাঝে শুধুমাত্র গত সপ্তাহে ৩দিন নেটওয়ার্ক একটু ঝামেলা করেছে, তাও সেটা আরমানীটোলাতে ওদের টাওয়ারে কাজ করার জন্য। আমার মনে হয় আপনি USB মোডেম ব্যবহার করেন। USB সমস্যা করবেই। আপনি ইনডোর ইউনিট ব্যবহার করে দেখেন। কোনো প্রবলেম নাই

Level 0

আপনি ঠিক বলেছেন ।

Level 0

খালেদ ভাই, আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ । মিটফোর্ড এলাকার একজন আমাকে জানিয়েছেন তিনি ও বাংলালায়ন ব্যবহার করেন তবে তিনি ৫ তলা বাসায় বসবাস করেন তার নেটওয়ার্ক কভারেজ ভাল । আমার কথা আমি নিচতলায় বসবাস করি আমার সরোজমিনে প্রাপ্তির কথা আপনাদের শেয়ার করেছি। আর – ইউ,এস,বি মডেম ব্যবহার করলে নেটওয়ার্কের সমস্যা হবে কেন ? বাংলাদেশের ৯৮ ভাগ অপারেটরাই তো ইউ,এস,বি মডেম সরবরাহ করে থাকেন। কারণ ইউ,এস,বি মডেম ছোট হালকা যা সহজেই পকেটে বহন করে ব্যবহার করা যায় । আর ইনডোর মডেম বড় এটা চালাতে আলাদা বৈদ্যতিক ডিসি এডাপটার লাগে যা বহন করে রীতিমত বিব্রতকর। বয়ে বেড়ানোর জন্য আলাদা ব্যগ প্রয়োজন হয়। কারন আমাদের দেশেতো শার্টের ঐ মাপের বড় পকেট নেই। তাছাড়া এই যানজটের শহরে দৈনন্দিন চলাচল করা খুবই কষ্টকর । সেই জন্য আমরা সার্বজনীন সুবিধা চাই । মনে রাখবেন এটা আমাদের ভোক্তা অধিকার!

বাংলাবিলাইয়ের মত ফালতু নেটওয়ার্ক আর নি। নেট স্প্রীড সবসময় ০ kbps থাকে। কিউবি এর থেকে অনেক ভাল

    Level 0

    হা হা হা 😀
    যেখানে নেটওয়ার্ক নেই সেখানে তো স্পীড ০ থাকবে এটাই স্বাভাবিক, নাকি ? আমিও তো বাংলালায়ন ব্যাবহার করি, আমার ডাউনলোড স্পীডতো সবসময় ৫৫-৭৮ কেবিপিএস থাকে ! আর কিউবির কথা বলেন ? নেটওয়ার্ক বলেন আর কাস্টমার বলেন দুই দিক দিয়েই বাংলালায়ন কিউবির থেকে অনেক অনেক গুন উপরে । কিছু বুঝলেন ???
    "হাঁসের বাচ্চা জন্মের সাথে সাথেই সাঁতার কাটতে পারে, তবে মানুষের বাচ্চা কেন পারবে না ?"-এখন আপনি যদি এরকম কথা বলেন, তবে আমার আর কিছু বলার নেই ।

    Level 0

    Farhan Abid ভাই দয়া করে ভাল ভাবে comment করবেন।কারন banglalion এবং qubee দুটিই আমি ব্যবহার করছি কোনটাই খারাপ না।এবং banglalion কে বাংলাবিলাই বলার মানে বুঝলাম না।comment করতে চাইলে ভদ্র ভাবে করবেন।আর আমি আপনাকে অপমান করার জন্য বলি নাই টেকির জন্য বলেছি।আমি টেকি এবং তার পাঠকদেরকে অন্য চোখে দেখি।আসা করি বুঝতে পারছেন?ঢৃড়তা ক্ষমা করবেন।

বাংলালায়ন এর সাথে আছি, থাকব … 🙂 ইনশাল্লাহ আরও এগিয়ে যাবে বাংলালায়ন ।

Level 0

i like this post.

বাংলালায়ন কেমন তা আমি জানিনা তবে কিউবি ব্যবহার করে বড়ই আনন্দ পাইতেছি। আমি মিরপুর এলাকায় ব্যবহার করি।

Level 2

Amar Elakay Bangla lion net nai. Ami Aage gp use kortam. Kintu Gp Diye Blogspot.com Site Gulote maser 10/15 din visit kora jayna. tai now robo use kori. Amar jana mote EDGE Robi is best

Level 0

খালি কমেন্ট করার জন্য লগ ইন করলাম। বাংলালায়ন দেশের কোম্পানী হলে কি হবে………… এটি আমার মত গরীবের টিনশেডের বাসায় আসে না!!!! এটি আসে ফ্লাট বাসায়!!! অথচ কিউবি আমার বাসায় এসে এত ভাল সার্ভিস দিচ্ছে!!! দেশের টাকা দেশে রাখব মানলাম………এখন যদি দেশের জিনিস আমার টিনশেডের ঘরে না আসে তাহলে ত আমি ফ্লাটে যেতে পারব না!!!! বাংলাদেশের কত % মানুষ ফ্লাটে থাকে যে তারা বাংলালায়ন ইউজ করবে!!! তাই কিউবি ভাল। বাংলালায়ন যদি তার সেবা বাড়াতে পারে তাহলে অবশ্যই নিব। কিন্তু সেবা যে ভাল দিবে সেই এগিয়ে থাকবে, হোক না বিদেশী কি দেশী!!!!

    Level 0

    ঠিক কথা কইছেন । ভাই আমি আপনার কথার সাথে একমত। আমার গ্রামের বাড়িও টিনশেডের ঘর। ওইখানে কিউবি নেটওয়ার্ক পায় না, থুক্কু পায় না বললে ভুল, অত্র বিভাগে এখন পর্যন্ত নেটওয়ার্ক যাইতেই পারে নাই। 😛
    গেলে হয়ত ফ্ল্যাট বাসায় নেট পাওয়া যাইত !
    তাই আমি বাংলালায়ন ব্যাবহার করি, এবং সবসময় আপলোড আর ডাউনলোড স্পীড নিয়া খুব খুশীতেই আছি । 😀

    আমার বাসায় কিন্তু দুইটার একটাও আসে নাই। তাতে কোন সমস্যাও নাই। 😉

সবই দেশী তা আপনি নিবেন? বাংলালায়ন ছয় মাস ধরে চেষ্টা করে যাচ্ছে দেশী প্রোগ্রামার দিয়ে তাদের ইউএসবি মডেমকে লিনাক্স কার্নেলে সাপোর্ট করানোর কোড বের করতে। আজও সেটার উন্নতি হয়নি। বাংলাদেশে কি ওয়াইম্যাক্স ডিভাইস বানানো সম্ভব? ভাই দেশের টাকা দেশে আছে সত্য, তবে সেগুলা মুষ্টিমেয় কিছু লোকের কাছে। এই চায়না ডিভাইস গুলার দাম এখন ৮০০/৯০০ টাকা, তারা সেটাই প্রথম দিকে ৩০০০ টাকায় বিক্রি করেছে। কত যে সমস্যা! আর উপায় না থাকলে কি করবেন? বিটিসিএল এর লাইন নিবেন? বিদ্যুতের সমস্যা আছে জানেনই। আর বহুজাতিক মোবাইল কোম্পানীগুলোর দিকে আর ও বেশী ঝুকে পরা অতি স্বাভাবিক। টেলিটকের কি অবস্থা দেখেন। তারচেয়ে এয়ারটেল যদি ৩৪৫ টাকায় সারা মাস ১২০০ মিনিট আর ১২০০ এসএমএস দেয়, রবি যদি ৩০ কেবিপিএস এ ৩০ গিগা ইন্টারনেট ব্যবহার করতে দেয়, জিপি যদি ক্লিয়ার কথা+নেটওয়ার্ক দেয়, তাহলে মানুষ কিসের দুঃখে টেলিটকের জিপিআরএস ব্যবহার করবেন?

আসলে ভাই আমরা বন্দী হয়ে গেছি। মুক্ত হওয়া দরকার। যতদিন না আমাদের দেশের চালকেরা সচেতন হবে ততদিন আমাদের মুক্তি নেই। কিছু মনে নিবেন না আশা রাখি 🙂

    সহমত

    ভাই ভালই লিখছেন আমি একমত তবে এক্তা কথার উত্তর দেন প্লিস আমাদের দেশে gp/aktel.banglalink স্পীড পাই ২৫/২০ অথবা ১৫ Kbps
    বাংলালিওন 1mb ta sec a কত kbps পাই বলবেন কি ? আমাদের যেমন ১৫/২০/২৫ পাই banglalionwimax কত পাই প্লিস বলুন ঃ)

    Level New

    সহমত মিনহাজুল হক শাওন ভাইয়ার সাথে 🙂

    Level 0

    শাওন ভাই হাছা কথা কইছেন। আপনার কথার লগে পুরাই একমত 🙂

    "এই চায়না ডিভাইস গুলার দাম এখন ৮০০/৯০০ টাকা, তারা সেটাই প্রথম দিকে ৩০০০ টাকায় বিক্রি করেছে" @শাওন
    — এটা এক ধরনের মার্কেটিং পলিসি। এটা আপনাকে মানতেই হবে। আর প্রথম দিকে ৩০০০ টাকায় বিক্রি করার কারণেই এখন ৮০০/৯০০ টাকায় দিতে পারছে।

    shawon vai kobe j linux support pabo????

    "বাংলালায়ন ছয় মাস ধরে চেষ্টা করে যাচ্ছে দেশী প্রোগ্রামার দিয়ে তাদের ইউএসবি মডেমকে লিনাক্স কার্নেলে সাপোর্ট করানোর কোড বের করতে" -কথাটা সত্যি নাকি? 🙄

    রবি ৩০ কেবিপিএস এ ৩০ গিগা ইন্টারনেট ব্যবহার করতে দেয় কোন প্যাকেজে? 🙄

    সহমত…

Level 0

qubee হল সবার থেকে BOSS জিনিস…………..

আমি ৩মাস ধরে ইউজ করছি, কোন সমস্যা নেই……আমার দেখাদেখি আমার আরো ৫-৬জন বন্ধু বাংলালায়ন নেয়, ওরাও কোন ঝামেলা ছাড়াই ব্যবহার করছে……উল্টা এক বন্ধু বাংলালায়ন না কিনে কিউবি নেয়, এরপর এখন কিউবি এত ঝামেলা দেয় বসে বসে শুধু মাথার চুল ছেড়ে……… 😛

ভাই গত ০৮-০৯ মাস বাংলালায়ন ইউজ করছি। কোন সমস্যা হচ্ছে না। প্রথম প্রথম সিগনাল পেতে সমস্যা হলেও এখন আর কোন সমস্যা নাই। আপনার সাথে একমত না ব্রাদার। আর কিউবির চেয়ে বাংলালায়ন অনেক গুন ভাল আমার মতে।

..আমি কিউবি ব্যাবহার করেছিলাম গত প্রায় ২ বছর ধরে, প্রথম ৮/৯ মাস খুব ভালো ছিল। কিন্তু দিগুন স্পীড এর অফার টা দেয়ার পর থেকে কিউবি কে আর চিনতে পারছিনা। এই কিউবি সেই কিউবি না, হতে পারে না। 1 Mbps connection ব্যাবহার করে যদি 15-25 KBps download speed পাই তবে কেমন লাগে বলেন তো? ওদের শুধু টেকনিক্যাল প্রবলেম থাকে সবসময়। অবশেষে বাংলালায়ন নিলাম, এখন খুব ভালো লাগছে। স্পীড টা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় না। দেখা যাক কতদিন ভালো থাকে।

তবে একটা কথা বলতেই হবে যে, যারা ল্যাপটপ ব্যাবহার করে এবং outdoor-এ connected থাকতে হয় তাদের জন্যই usb dongle টা ভালো। Home user-দের জন্য Indoor Unit টা সবচেয়ে ভালো কাজ করে।

    Level 0

    হা হা হা আপনার ২ আর ৩ নাম্বার লাইন দুইটা পইরা খুব মজা লাগল 😀

Level 0

শাওন,রাসেল,মুয়ীদ,ফয়সাল,নোমান ও ড্রীম ওয়ার্কার আপনাদের সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ । যে কোন কিছু সমৃদ্ধ হয় তার চুলচেড়া বিচার বিশ্লেষনের মাধ্যমে । যে সব এলাকায় বাংলালায়নের নেটওয়ার্ক কভারেজ ভাল আছে সেটার কথা বলছি না। আমি সার্বিক ভাবে বাংলালায়নের নেটওয়ার্ক কভারেজের উন্নয়নের কথা বলছি। শুধু চাই ঐ প্রতিষ্ঠানটির কর্ণধারের দেশপ্রেম ও স্বদইচ্ছা।

যে জাই বলেন না কেন আমাদের চুয়াডাঙ্গাতেই ভাল স্পীড তাও আবার Aktel/Robi dekhun
http://bdupload.com/image-A82F_4E22B887.jpg
http://bdupload.com/image-F39E_4E22B887.jpg
http://bdupload.com/image-A24B_4E22B887.jpg
http://bdupload.com/image-13A8_4E22B887.jpg
http://bdupload.com/image-29A3_4E22B887.jpg
http://bdupload.com/image-9F3C_4E22B887.jpg

হা হা হা হা !!!!!!!!!!!!!!!!!!

    Level 0

    আপনার কথা সত্য মনে হচ্ছে ।কারন আমি রবি প্রথম ইউজ করছি মোবাইলে।১০টাকাই ১০ MB ১০দিন । ইদানিং স্পীড বেশী মনে হচ্ছে ।যাই হোক বাংলালায়নের অপেক্ষায় ছিলাম ।হয়ত আর কয়েক দিনের মধ্যে কুষ্টিয়াতে উদ্বোধন হবে ।খুব মজা লাগছে ।

ভাই আমিও দেশের টাকা দেশে রাখার জন্য বাংলালিংক, ওয়ারিদ সিম বন্ধ করে টেলিটক নেই। তবে ভালো আছি। আমাদের সবার দেশের প্রতি সচেতন হওয়া প্রয়োজন। আর আমাদের দেশীয় কোম্পানিগুলোর উচিত সেবার মান বাড়ানো যাতে সবাই ব্যবহার করতে পারে। কিন্তু সব সমস্যার একসমস্যা দুর্নীতি। টেলিটক তাদের সেবার মান বাড়াক এই কামনা করি। আর ইন্টারনেটের জন্য বাংলালায়নই ভালো। ভালো স্পিড পাওয়া যায় আমাদের এলাকাতে। সাবাইকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

    Level New

    ফয়সাল ভাইয়া যখন টেলিটক Market এ আসে তখন ৩৫০০ টাকা দিয়ে সিম কিনি। ১ বছর Use করি। যারা আমাকে যারা Call করতো তাদের বেশী ভাগ বলতো আমার মোবাইল বেশী ভাগ সময় বন্ধ থাকে। পরে Banglalink সিম Use করি। বতর্মানে Banglalink PCO এবং Airtel Postpaid Use করি। আমার বাবা টেলিটক সিম ব্যবহার করে। আর আমার বাবার বেশী আমাদের Land Phone আসে তাদের কথা বাবার মোবাইল বন্ধ থাকে। (বাবার মোবাইল 24 Hours On থাকে 😛 )

    Level 0

    ধন্যবাদ
    আপনার মন্তব্য আমার খুব ভাল লাগল, কিন্তু টেলিটক যেদিন বাংলালায়ন বা ওয়ালটন এর মত বঃ)অন্ততো তার ৫০% সার্ভিস দিতে পারবে, সেদিন থেকে আবার টেলিটক ব্যাবহার শুরু করব। 🙂

Level 0

যেখানে নেটওয়ার্ক নেই সেখানে তো স্পীড ০ থাকবে এটাই স্বাভাবিক, নাকি ? আমিও তো বাংলালায়ন ব্যাবহার করি, আমার ডাউনলোড স্পীডতো সবসময় 60-70 kbps থাকে ! আর কিউবির কথা বলেন ? নেটওয়ার্ক বলেন আর কাস্টমার বলেন দুই দিক দিয়েই বাংলালায়ন কিউবির থেকে অনেক অনেক গুন উপরে !!

ভাইয়েরা আপনারা বাংলালায়ন, কিউবি, জিপি, রবি যাই বলেন না কানো আসল কথা হলো কার বাসায় কোনটার নেটওয়ার্ক বেশি ভালো পায় |এই তো কিছুদিন হল সবাই বলছে রবির নেট খুব ভালো |আমি তাই দেখে আমার ২৭ কেবি ডাউনলোড স্পীডের জিপি ছেড়ে রবি নিলাম | স্পীড একবার ৪০/৫০ কেবি ওঠে তো সেকেন্ডের মধ্যে ৯/১০ কেবি | আমার তো মাথায় হাত |পরের মাসে আবার জিপি নিলাম |অলটাইম ২৭ কেবি |নেট লাইন নেবার আগে সবচাইতে ভালো হয় নিজের বাসায় সবরকম সার্ভিস টেস্ট করে নেয়া|দরকার হলে কারো কাছ থেকে ২ মিনিটের জন্য ধার করলেন|
😉
আর যতদিন না ৩জি আসছে ততদিন পর্যন্ত এছাড়া অন্য কোনো উপায় নাই |
🙂

Level 0

মুস্তফা এবং সকল টিউনার ভাইদের বলছি আপনাদের যদি কোন সমস্যা হয়ে যায় তাহলে বাংলা লাইওন হতলিনে এ ফোন দেন না কেন তাদের নাম্বার ০১১৯৮৯৮৯৮৯৮ কল দিলে সকাল ৯ ০০ টার আগে দিবেন তাহলেই ওয়েট করতে হবে না … আমি ১ বছর ইউজ করসি কোন প্রব্লেম পাইনাই ….. হটলাইন এ আভিজোগ করলে তারা গুরুত্তের সাথে আপনার প্রব্লেম শলভ করবেন … ইউএসবি মডেম একটু প্রব্লেম করতে পারে … ইনডর মডেম কোন প্রব্লেম করে না আর সাথে ওয়াইফাই তো আছেই … আমি রংপুর এ গিয়েছিলাম সহরের মাঝে সবাই বাংলালিওন ইউএসবি মডেম ইউস করে ভালই চলছে … আর নিচ তলায় একটু নেটওয়ার্ক কম পাবে … ০১১৯৮৯৮৯৮৯৮ > press 2 > press 2 > customar care manager ……… i call them for any type of problem ……… জাদের নেটওয়ার্ক প্রব্লেম তারা জানাই সলভ হয়ে যাবে আসাকরি

Level 0

এই দৃশ্য দেখে কয়েকজন ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম ভাই এটা কেন? তারা স্বগর্বে উত্তর দিলেন আমাদের দেশের টাকা দেশেই থাকবে এজন্য ওপার থেকেই কিনি এপার থেকে কিছু কিনিনা

ভাই সত্য বলেছেন। আমরা পারিতো দেশটাকেই বিকরি করে দেই। শুধু টাকা দিলেই হল। ছেলেমেয়েদের বিদেশে বিয়ে দিবে। ভবিশশতে এ দেশ থেকে একবারেই চলে যাবে।

আমাদের মত গরিবদের জন্য WiMax এর চিন্তা না করাই ভালো ……যারা চান্দে থাকে তারা নেটওয়ার্ক পায় আর যারা বস্তিতে থাকে …… (কান্দন আহে) …