কিউবি থেকে সাবধান।আমি আজ ২ মাস যাবৎ কিউবি লাইন ব্যবহার করছি, এত বাজে সার্ভিস দিয়ে কিভাবে যে মানুষ ব্যবসা করে তা আমার বোধগম্য নয়। বর্তমান প্রযুক্তির এই সময় ইন্টারনেট লাইন যে কতটা গুরম্নত্বপূর্ন তা এই টেক টিউনসের ইউজাররা বেশী বলতে পারবে। এক বেলা না খেয়ে থাকা যায় কিন' একদিন ইন্টারনেট কানেকশন ছাড়া থাকা সম্ভব নয়। আর সেই কনেকশনের জন্য আমাদের নির্ভর করতে হয় ব্রডব্যন্ড বা ওয়াইমেক্সের উপর। এর মধ্যে ওয়াইমেক্স সবচেয়ে আধুনিক ও সহজ। আমাদের দেশে ওয়াইমেক্স এর প্রোভাইডার দু’টি কোম্পানী কিউবি ও বাংলা লায়ন। এর মধ্যে সবচেয়ে বাজে সার্ভিস দিচ্ছে কিউবি যা মোবাইল কানেকশনের চেয়েও খারাপ। আমি ৫১২ স্পিডের লাইন ব্যবহার করে এর স্পিড পাই ০.৪৫-১৪০ কেপিবিএস এবার অবস'া বোঝেন। আরও আছে আপনি অভিযোগ করবেন, পারবেন সাত-সমুদ্র পারি দিয়ে। আপনার তথ্য নিবে মিষ্টি কন্ঠে ব্যবস'া গ্রহণ করবে প্রতিশ্রম্নতিও পাবেন কিন' মাগার ৩/৪ দিন পার হবে তাদের ব্যবস'ার কিছুই নেয়া হবে না্। আবার ফোন করম্নন মিষ্টি কন্ঠের জন্য অনৱতঃ, কারণ তাদের মাসিক বিল তো অগ্রিম নিয়েই নিয়েছে আপনি ব্যাবহার না করলে আপনার টাকা আর ফেরৎ পাচ্ছেন না। তাই একমাস অনৱতঃ এই সার্ভিটা পাবেন মিথ্যা আশ্বাস। যারা ইন্টারনেট ব্যবহার করবেন তারা অনৱতঃ আমার মতো সমস্যায় ভুগতে না হয় এর জন্য আর্টিকেলটি লিখতে বাধ্য হলাম। কারণ এই কিউবি ব্যবহার করে যে সমস্যায় ভুগতেছি তা যেন আপনাদের ৰেত্রে না হয়, মনভুলান কথা ও মিষ্টি বিজ্ঞাপনে আমার মতো প্রলুব্ধ হবেন না। আমার কয়েকটি বন্ধু আছে, যারা কিউবির মাইনক্যা চিপায় আইটকা গ্যছে। তাদের কিছু জনের মনৱব্য ওভার ডাউনলোড করে বিল না দিয়ে সটকে পড়া কিন' তরও কোন জো নেই। যেহেতু ২ এমবি স্পিডের কথা থাকলে সেৰেত্রেও স্পিড অনেক কম থাকে কানেকশন মাঝে মাঝেই পাওয়াই যায় না। তাই এখন বলতে হয় মাইনক্যা চিপায় খাইছি ধরা কিউবির গ্যাড়া কলে। ধন্যবাদ সবাইকে দুঃখের কথা পড়ার জন্য। কিউবিতে আক্রানৱ হলে শেয়ার করম্নন। এতে সচেতনাতা বৃদ্ধি পাবে। হয় তারা ভাল সেবা দিয়ে ব্যবসা করবে নতুবা অচিরেই সটকে পড়বে। মানুষ সেবা চায় মিষ্টি কথা নয়।
আমি Shataj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ok