USSD Option for GP Modem

যারা গ্রামীনফোন ইন্টারনেট মডেম ব্যবহার করছেন তাদেরকে প্রায়ই সীম খুলে মোবাইলের মাধ্যমে ইউজেস ও ব্যালান্স জানতে হয়। এটা একটা বিরক্তিকর ব্যাপার। নতুন ও পুরাতন উভয় মডেমের ক্ষেত্রে এই সমস্যা সমাধান করা সম্ভব। নতুন ও পুরাতন উভয় মডেমের জন্য সফটওয়্যারদুটি দেওয়া আছে। মডেল অনুসারে ইন্সটল করুন। ইন্সটলের সময় মডেম বন্ধ রাখুন। কম্পিউটার রিস্টার্ট দিন। মডেম ইন্টারফেসে আপনার কাঙ্খিত USSD অপশন পেয়ে যাবেন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

[বি.দ্র.- রিপোষ্ট হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।]

Level 0

আমি Manas Mandal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটাতো অনেক পুরানো! তার পরও যারা জানেন না তাদের উপকারে আসতে পারে

এই নিয়ে তো টিউন করা আছে।টিউন করার আগে চেক করে নেবেন আগে করা আছে কিনা ।

হুম! কাজে লাগবে…..

আমি এরকম কিছু খুঁজছিলাম। আজকে পেয়ে গেলাম। ধন্যবাদ।

আমি এরকম কিছু খুঁজছিলাম। ধন্যবাদ।

খুব উপকার হল ভাই। আপনাকে আনেক ধন্যবাদ।

Level 0

তাহলো তো আমার টাই ভালো , 'vodafone md905' দিনে কতোবার ঢুকছি, ইইজেস, ব্যন্ডউইথ, স্পীড,ফোন ডায়ালার, মোটামাটি সকল অপশনই আছে !!

ধন্যবাদ

অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

আমি এতদিন ইন্টারনেট usage কত হয়েছে এবং কত mb বাকি আছে তা জানার জন্য মডেম connected রেখেই মেসেজ অপশন থেকে info লিখে 5000 এ send করতাম। এটাও বেশ useful.

আবারো আপনাকে ধন্যবাদ।

Level 0

কাজে লগবে। ধন্যবাদ !

Level 0

গ্রামীণফোনের নতুন ZTE মোডেমের জন্য USSR এক্টিভেটর চাই।

ভাই নতুন কিছু থাকলে দেন…

ধন্যবাদ ভাই এটা জানার প্রয়োজন ছিল

ধন্যবাদ ভাই যারা জানেন না তাদের উপকারে আসবে।
GrameenPhone এর S0NY ERICSSON MD300 মডেম এর জন্য USSD প্লাগইন টি চাই। কেউ দিলে খুব উপকার হতো।
জাপানে এটি ৯০০০/- কিন্তু GrameenPhone customer care থেকে নিতে আমাকে গুনতে হয়েছে ১২০০০/- টাকা । সব দিক থেকে শুধু টাকা হাতাবার ধান্দা 🙁

আমার কাছে এটা ছিল,তার পরও যাদের নেই তাদের জন্য খুব দরকারি।

আমার mF 100. এইতা নাই তো?