আপনাদের অনেক সাড়া পাওয়ায় এই টিউনটি করা হল । প্রথমে ডাউনলোড করে নিচের পদক্ষেপগুলো অনুসরন করুন ।
প্রথম পদক্ষেপ Proxy server country সিলেক্ট করুন । দ্বিতীয় পদক্ষেপ Area সিলেক্ট করুন । তৃতীয় পদক্ষেপ ip address সিলেক্ট করুন । চতুর্থ পদক্ষেপে set সিলেক্ট করুন । ।
কিন্তু ip change করার পর mozilla browser ওপেন করুন ওখানে Rapid share এর লিংক টি প্রবেশ করুন । পরে দেখুন ডাউনলোড হচ্ছে । Ip ধরে ফেললে পুনরায় অন্য Ip ব্যবহার করুন । Hide Ip Browser টি close করবেন না বরং minimize করে রাখুন ।
বিদ্রঃ কিভাবে বুঝবেন আহপি চেন্জ হয়েছে ? পন্চম পদক্ষেপে দেখুন আইপি চেন্জ হয়েছে ।
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
ভালা হইসে।