আমি টেকটিউনস থেকে অনেক কিছু শিখেছি। আমার জানা মতে টেকটিউনস হল বাংলাদেশের এক নাম্বার সাইট । আমি প্রতি দিন ৫ বার করে টেকটিউনস না আসলে ভাল রাগে না । আমি আজ দ্বিতীয় পোষ্ট করতেছি।
ছোট কাট অ্যামপ্লিফায়ারের কথা বলতে গেলেই বলতে হয় (IC CA 810) এর কথা। দারুন প্রচলিত এই.সি দিয়ে প্রচুর পরিমাণে অ্যামপ্লিবক্স প্রস্তত করা হয়। তবে অ্যামপ্লিবক্স গুলোর অধিকাংশই ৭ ওয়াট (E4) স্পিকার লোডে। কিন্তু অধিকাংশ কোম্পানির সার্কিটেই ১০ ওয়াট লেখা থাকে, সেটা হয় কারণ কোম্পানীগুলি সাধারণতৰ তাদের তৈরী অ্যামপ্লিবক্সের স্পেসিফিকেশনে মিউজিক্যাল পাওয়ার অথবা পিক্ পাওয়ারের উল্লেখ করে।
সাধারণত কিছু অ্যামপ্লিবক্সে প্রি-অ্যমপ্লিফায়ার হিসেবে কোনট্রানজিষ্টার তাকে না ফলে ভলিউম বাড়ালে শব্দ ফেটে যায়, ক্লিপিং জনিত ত্রুটিও দেখা দেয় আর শুনতে মোচটই ভার লাগে না। তবে এখানে উল্লেখিত সার্কিটে এসব ত্রুটি নেই। বাস ট্রিবিল ভলিউম ইত্যাদি কনট্রোলেরও ব্যবস্থা আছে। কিছুটা ১২ ভোল্ট (৬০০মিলি) তে কাজ করবে। দুটো চ্যানেলের জন্য আলাদা সার্কিট বানালে এটাকেই ষ্টিরিো করা সম্ভব। আই.সি ব্যবহূত অ্যামপ্লিফায়ারে আওয়াজ প্রি-অ্যামপ্লিফায়ার (BC 148A) থাকার জন্য ফাটে না। সার্কিটটি কাজ করে +১২ পাওয়ার সাপ্লাইতে (900mA)। ভাল হিট সিষ্ক প্রয়োজন এবং স্পিকার 8E ।
নিচে সার্কিটির ডায়াগ্রাম দেওয়া হল এবং সার্কিটের প্রয়োজনীয় যন্ত্রাংশ উল্লেখ করা হল
আমি জনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কঠিন
আরো সহজ করে লিখলে ভাল হত
কাজের জিনিস
ধন্যবাদ