এখনও অনেকে পুরানো গ্রামীনফোন ইন্টারনেট মডেম ব্যবহার করছেন। পুরানো গ্রামীনফোন ইন্টারনেট মডেমের সীমাবদ্ধতা হলএতে গ্রামীনফোন সীমকার্ড ভিন্ন অন্য সীমকার্ড কাজ করে না। অন্য সীমকার্ড দিলে আন-লক কোড চায়। এবং ১০ বার এর বেশী সুযোগ দেয় না। আমি এমন একটি সফটওয়্যার দেব যার মাধ্যমে খুব সহজেই আপনি মডেমটি আন-লক করতে পারবেন এবং যেকোন অপারেটরের সীমকার্ড ব্যবহার করতে পারবেন। সফটওয়্যারটি ইন্সটলের প্রয়োজন নাই। সফটওয়্যারটি চালু করুন। Imei-বক্সে মডেমের পিছন পাশে লেখা Imei-নাম্বারটি বসান, Unlock-বাটনে ক্লিক করুন। নিচের বক্সে আপনি আন-লক কোডটি পেয়ে যাবেন। এখন মডেমটি অন্য অপারেটরের সীমকার্ড দিয়ে চালু করুন। প্রাপ্ত কোডটি প্রবেশ করুন। আপনার মডেমটি আনলক হয়ে যাবে। নিশ্চিন্তে ব্যবহার করুন যেকোন অপারেটরের সীমকার্ড। [ডাউনলোড]
(বি:দ্র:- ভিন্ন অপারেটরের জন্য ভিন্ন সেটিং-এর প্রয়োজন। Grameenphone Internet > Tools > Options > Profile Management > New > প্রয়োজনীয় সেটিং)
আমি Manas Mandal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার টিউন কি ভাল খারপ হয়েছে আমি বুঝতে পারলাম না