গুগলের নতুন সোসাল নেটওয়ার্ক গুগল প্লাস সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশী আলোচিত টপিক গুলোর মধ্যে একটি। যদিও এটি এখনো ট্রায়াল ভার্সনে আছে তবু ইতিমধ্যে এর ব্যবহারকারীর সংখ্যা অনেক বেড়ে গেছে। গুগল প্লাসে সবচেয়ে বেশী বার ফলো করা হয়েছে ফেইসবুকের মালিক মার্ক জুকারবার্গ কে, তার ফলোয়ারের সংখ্যা ৯৯ হাজারের বেশী!
গুগল প্লাস ব্যাবহারকারীদের জন্য আরেকটি সুখব্র নিয়ে আসলাম। আপনারা এখন চাইলে সহজেই আপনার ফেইসবুক আপডেট দেখতে পারবেন গুগল প্লাস থেকেই, এ জন্য যা যা করতে হবে----
প্রথম ধাপঃ
এই লিঙ্কে যান এবং Get Google+Facebook বাটনে ক্লিক করুন
দ্বিতীয় ধাপঃ
নতুন একটি আসবে যা Google+Facebook extension ইন্সটল করতে বলবে। Click Continue.
তৃতীয় ধাপঃ
আপনার গুগল প্লাস পেইজ এ এবার নতুন একটি ফেইসবুক বাটন দেখতে পাবেন। বাটনটিতে ক্লিক করে কানেক্ট উইথ ফেইসবুক চাপ দিন।
চতুর্থ ধাপঃ
পারমিশন অ্যালাউ করুন।
কাজ শেষ, এবার গুগল প্লাস থেজে ফেইসবুকে স্ট্যাটাস আপডেট দিন, কমেন্ট করুন!
সূত্রঃ সুখবর
আমি Ripendil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার গুগল প্লাস নাই।আবেদন করেছিলাম।এটা এখনো পরীক্ষামুলক।তাই এখন ব্যবহার করেও মজা পাবেন না।যেদিন এটা পুরাপুরি মুক্ত হবে সেদিন ব্যবহার করবো।মজার তথ্য দেয়ার জন্য ধন্যবাদ।