জিঙ্গার বিখ্যাত গেইম গুলো (মাফিয়া ওয়ার, ফার্মভিল, সিটিভিল ইত্যাদি খেলেন নি এমন ফেইসবুক ইউজার কমই আছে। ফেইসবুকের এসব থার্ডপার্টি গেইমের কারনেও ফেইসবুক অনেক জনপ্রিয়। এই ব্যাবারে গুগল প্লাস স্পষ্টভাবেই পিছনে। যদিও তারা জিঙ্গা কোম্পানির সাথে চুক্তি করেছে, আশা করা যায় জিঙ্গার গেইমগুলো গুগল প্লাসেও দেখা যাবে শিঘ্রই।
ফেইসবুকের সাথে টুইটার খুব ভালোভাবেই সিনক্রোনাইজ করা ফলে ফেইসবুকের যেকোন পোস্ট অটোমেটিক্যালিও টুইটারেও পাব্লিশ করা যায় (টুইটার হ্যাশ ট্যাগ) কিন্তু গুগল প্লাস থেকে টুইটারে আপডেট দেয়া যায় না এখনো।
ফেইসবুক পূর্ববর্তী অন্যসব সামাজিক নেটওয়ার্কের সাথে এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার সুবিধা ছিল ছিল ফেইসবুকের জনপ্রিয়তার অন্যতম কারন। লাখ লাখ অ্যাপ্লিকেশনের এই বিশাল সম্ভারের সাথে গুগল প্লাস কিভাবে পাল্লা দেবে সেটা একটা বিরাট প্রশ্ন।
"হাইড দিস পোস্ট" অথবা "হাইড অল ফ্রম..." এই অপশনের মাধ্যমে ফেইসবুকে নির্দিষ্ট কোন ব্যাক্তি বা পেইজের সকল পোস্ট হাইড করা যায় কিন্তু গুগল প্লাসে সেটিং পরিবর্তন ছাড়া এমন কোন ব্যবস্থা নেই।
এত এত ফ্রেন্ডের জন্মদিন মনে রাখা বিরাট কঠিন কাজ। কাজটা অনেক ভাবে সহজ করে দিয়েছে ফেইসবুকের এই ফিচার। এই রিমান্ডারটি আবার চাইলে বন্ধ ও করা যায়। গুগল প্লাসে এমন কিছু নেই।
ফেইসবুকের খুবই গুরুত্বপূর্ন ফিচার এটি। ইভেন্ট তৈরী করে মানুষজন কে ইনভাইট করা যেকোন প্রোগ্রাম অর্গানাইজ করার কষ্ট অনেক কমিয়ে দিয়েছে। গুগল প্লাস এই দিক থেকে স্পষ্টতই পিছিয়ে।
বেশিদিন হয়নি এই ফিচারটি ফেইসবুকে এসেছে, কিন্তু জনপ্রিয়তা পেয়েছে আকাশ্চুম্বী। মাঝে মাঝে অবশ্য বিরক্তই লাগে এত এত প্রশ্ন দেখে! তবু এর মজা আসলেই আলাদা। দেখা যাক গুগল প্লাস এমন কিছু দেয় কিনা।
ফেইসবুকে র্যানডম ভাবে অনেক প্রোফাইল দেখা যায় এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় কিন্তু গুগল প্লাসে অলরেডী যাদের অ্যাকাউন্ট আছে তাদের খুজের পাবার কোন ব্যাবস্থা নেই প্রোফাইল লিঙ্ক ছাড়া।
মূল আর্টিকেল এখানে দেখুন
৬টি জিনিস যা গুগল প্লাস করতে পারে কিন্তু ফেইসবুক পারে না!!
সূত্রঃ সুখবর
আমি Ripendil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এইরকম খুটিয়ে খুটিয়ে চিরুনি তল্লাশি চালালেতো অনেক কিছুই পাবেন। তাছাড়া এখনও অফিশিয়াল রিলিজই হলনা তাই বলা যায়না কখন কোনটা এড করে। তাছাড়া কিছু ভিন্নতা থাকতেই হবে। নতুনত্ব না থাকলে কে সেখানে যাবে বলুন?