গুগল প্লাসে আপনি ছোট ছোট সার্কেল তৈরী করে অথবা সার্কেল তৈরী ছাড়াই যেকোন মানুষকে ট্যাগ করে নির্দিষ্ট কোন ছবি না পোস্ট বা লিঙ্ক শেয়ার করতে পারেন যা সেই মানুষ বা সার্কেল ছাড়া আর কেউ দেখবে না। ফেইবুকেও কাজটি করা যায় তবে সেটি গুগল প্লাসের ড্রাগ এন্ড ড্রপ এর মত এত সহজ নয়। তাছাড়া ফেইবুকে আপনাকে বার বার সেটিংস পরিবর্তন করতে হবে পোস্ট শেয়ারিং কাস্টমাইজেশনের জন্য কিন্তু গুগল প্লাসে এসব ঝামেলা নেই, শুধু নাম বা সার্কেল অ্যাড করুন আর শেয়ার করুন, নির্বাচিত লোকজন ছাড়া আর কেউ দেখতে পাবে না!
শোনা যাচ্ছে এই সপ্তাহেই ফেইসবুক স্কাইপির সাহায্য নিয়ে ভিডিও চ্যাটের ব্যবস্থা করবে। ততখন পর্যন্ত গুগল প্লাস তার হ্যাংআউট অপশনের মাধ্যমে ফেইবুকের চেয়ে এগিয়ে আছে।
হ্যাংআউট অপশনের মাধ্যমে আপনি যাদের ইনভাইট করেছেন তাদের নিয়ে একসাথে ইউটিউবের ভিডিও দেখতে পারবেন গুগল প্লাসে!
গুগল স্পার্কস নামের অপশনটিতে আপনি আপনার পছন্দের যেকোন বিষয় যেমন মুভি, গান, গাড়ি, কম্পিউটার অথবা যেকোন লিঙ্ক যেমন সামহোয়্যারইনব্লগ, টেকটিউনস, সুখবর... অ্যাড করে দিতে পারেন, ফলে এসব যায়গা থেকে নতুন সব নিউগ এবং আপডেট আপনি পাবেন স্পার্কস অপশনটির ভিতরে। ফেইসবুকের পেইগ লাইকের মত এটি আপনার হোমপেজের সৌন্দর্য্য নষ্ট করবে না অথবা কষ্ট করে খুজে নিতে হবে না।
পিকাসা ওয়েব অ্যালবামের মাধ্যমে আপনি পাচ্ছে ২০৪৮*২০৪৮ পিক্সেল পর্যন্ত ছবি আপলোডের ক্ষেত্রে আনলিমিটেড স্টোরেজ। এছাড়া গুগল খুব শীঘ্রই একটি মোবাইল অ্যাপ্লিকেশন ছাড়বে যার মাধ্যমে আপনার তোলা ছবি গুলো সাথে সাথে আপ্লোড হয়ে যাবে গুগল প্লাসে তবে শেয়ার হবে না, পরবর্তিতে আপনি ইচ্ছামত শেয়ার করতে পারবেন।
কেউ কি কখনো ফেইসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করেছেন? ডিঅ্যাকটিভেট করার পরেও অ্যাকাউন্টটি পুরোপুরী ফেইসবুক থেকে মুছে যায় না, তখনো আপনার বন্ধুরা আপনাকে ট্যাগ করতে বা ইনভাইট করতে পারবে। তাছাড়া অপশনটি খুজে পাওয়াও কষ্টকর। গুগল এক্ষেত্রে খুব সহজেই আপনাকে বের হয়ে যাওয়ার সুযোগ দেবে এবং ফেইবুকের মত গুগল থেকেও আপনি আপনার সব ছবি, ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।
আরো বিস্তারিত এখানে দেখুন ।
৮টি ফিচার যা ফেইসবুকের আছে কিন্তু গুগল প্লাসে নেই
সূত্রঃ সুখবর
আমি Ripendil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গুগল প্লাস এর একটা আইডি কেই দেয় না। খালি আপডেট দেয়। মাথা পুরা নষ্ট।