আইপি ক্লাস কি?
টিসিপি/আইপি নেটওর্য়াকে প্রতিটি হোস্টকে একটি নম্বর দিয়ে নির্দেশ করা হয়। এই নম্বরেই হলো আইপি যা ৩২ বিটের হয়ে থাকে ।এই ৩২ বিট, ৮ বিট করে ৪টি ভাগে ভাগ করা থাকে ।
ক্লাস-এ
নেট | হোস্ট | হোস্ট | হোস্ট |
৮ বিট | ৮ বিট | ৮ বিট | ৮ বিট |
শুরু : ০০০০০০০০=০
শেষ : ০১০০০০০০=১২৭
যেসব আইপি এড্রেসের প্রথম বিট শুন্য(০) সেগুলো ক্লাস এ এর অর্ন্তগত। এধরনের আইপি এর ক্ষেত্রে প্রথম ৮ বিট নেটওয়ার্ক আইডি আর বাকি ২৪ বিট হোস্ট আইডি।
ক্লাস-বি
নেট | নেট | হোস্ট | হোস্ট |
৮ বিট | ৮ বিট | ৮ বিট | ৮ বিট |
শুরু : ১০০০০০০০=১২৮
শেষ : ১০১১১১১১=১৯১
এই ক্লাসের আইপি এড্রেসের প্রথম দুইটি বিটের মান হবে ১০। এধরনের আইপি এর ক্ষেত্রে প্রথম ১৬ বিট নেটওয়ার্ক আইডি আর বাকি ১৬ বিট হোস্ট আইডি।
ক্লাস-সি
নেট | নেট | নেট | হোস্ট |
৮ বিট | ৮ বিট | ৮ বিট | ৮ বিট |
শুরু : ১১০০০০০০=১৯২
শেষ : ১১০১১১১১=২২৩
এই ক্লাসের আইপি এড্রেসের প্রথম তিনটি বিটের মান হবে ১১০। এধরনের আইপি এর ক্ষেত্রে প্রথম ২৪ বিট নেটওয়ার্ক আইডি আর বাকি ৮ বিট হোস্ট আইডি।
ক্লাস-ডি
এটি একটি বিশেষ ধরনের ক্লাস যাকে বলা হয় মাল্টিকাস্ট নেটওয়ার্ক। কোন হোস্ট নেটওয়ার্কের সকল রাউটারকে খুজে পাওয়ার জন্য এধরনের আইপি ব্যবহিত হয়। এই ক্লাস ২২৪ থেকে ২৩৯ পযর্ন্ত।
ক্লাস-ই
এই ক্লাসের আইপি গুলো সাধারণত বৈজ্ঞানিকগবেষনা কাজে ব্যবহিত হয়ে থাকে। এই ক্লাস ২৪০ থেকে ২৫৫ পযর্ন্ত।
একটি বিশেষ তথ্য:
আইপি এড্রেস কিন্তু ২ ধরনের হযে থাকে ।
১) প্রাইভেট আইপি
২) পাবলিক আইপি
প্রাইভেট আইপি এর রেঞ্জ হলো
ক্লাস এ এর ক্ষেত্রে-১০.০.০.১ থেকে ১০.২৫৫.২৫৫.২৫৪
ক্লাস বি এর ক্ষেত্রে-১৭২.১৬.০.১ থেকে ১৭২.৩১.২৫৫.২৫৪
ক্লাস সি এর ক্ষেত্রে-১৯২.১৬৮.০.১ থেকে ১৯২.১৬৮.২৫৫.২৫৪
এছাড়া বাকি আইপি গুলো হলো পাবলিক আইপি।
পরবর্তী টিউন>>>সাবনেটিং
আমি তিতাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তিতাস একটি নদীর নাম ............
এতদিন কোথায় ছিলেন…CCNA এর আরও টিউন চাই…আর ভাই…আইপি ক্লাস এ আর একটা জিনিস এড করে দেওয়া উচিৎ সেটা হল…SPECIAL IPV4 ADDRESS(SUCH AS Network & Broadcast address, Default Route, Loopback, Link-Local Address, Test-Net address)…যে IP গুলো আমরা ইউস করতে পারিনা…
টিউন করার জন্য ধন্য বাদ…