সিসিএন এ অভিযান :: নেটওয়ার্কিং এ ক্যারিয়ার করতে আগ্রহী, শুধু তাদের জন্য – আইপি ক্লাস [অভিযান-০৪]

সিসিএনএ অভিযান

আইপি ক্লাস কি?

টিসিপি/আইপি নেটওর্য়াকে প্রতিটি হোস্টকে একটি নম্বর দিয়ে নির্দেশ করা হয়। এই নম্বরেই হলো আইপি যা ৩২ বিটের হয়ে থাকে ।এই ৩২ বিট, ৮ বিট করে ৪টি ভাগে ভাগ করা থাকে ।

ক্লাস-এ

নেটহোস্টহোস্টহোস্ট
৮ বিট৮ বিট৮ বিট৮ বিট

শুরু : ০০০০০০০০=০

শেষ : ০১০০০০০০=১২৭

যেসব আইপি এড্রেসের প্রথম বিট শুন্য(০) সেগুলো ক্লাস এ এর অর্ন্তগত। এধরনের আইপি এর ক্ষেত্রে প্রথম ৮ বিট নেটওয়ার্ক আইডি আর বাকি ২৪ বিট হোস্ট আইডি।

ক্লাস-বি

নেটনেটহোস্টহোস্ট
৮ বিট৮ বিট৮ বিট৮ বিট

শুরু : ১০০০০০০০=১২৮

শেষ : ১০১১১১১১=১৯১

এই ক্লাসের আইপি এড্রেসের প্রথম দুইটি বিটের মান হবে ১০। এধরনের আইপি এর ক্ষেত্রে প্রথম ১৬ বিট নেটওয়ার্ক আইডি আর বাকি ১৬ বিট হোস্ট আইডি।

ক্লাস-সি

নেটনেটনেটহোস্ট
৮ বিট৮ বিট৮ বিট৮ বিট

শুরু : ১১০০০০০০=১৯২

শেষ : ১১০১১১১১=২২৩

এই ক্লাসের আইপি এড্রেসের প্রথম তিনটি বিটের মান হবে ১১০। এধরনের আইপি এর ক্ষেত্রে প্রথম ২৪ বিট নেটওয়ার্ক আইডি আর বাকি ৮ বিট হোস্ট আইডি।

ক্লাস-ডি

এটি একটি বিশেষ ধরনের ক্লাস যাকে বলা হয় মাল্টিকাস্ট নেটওয়ার্ক। কোন হোস্ট নেটওয়ার্কের সকল রাউটারকে খু‍জে পাওয়ার জন্য এধরনের আইপি ব্যবহিত হয়। এই ক্লাস ২২৪ থেকে ২৩৯ পযর্ন্ত।

ক্লাস-ই

এই ক্লাসের আইপি গুলো সাধারণত বৈজ্ঞানিকগবেষনা কাজে ব্যবহিত হয়ে থাকে। এই ক্লাস ২৪০ থেকে ২৫৫ পযর্ন্ত।

একটি বিশেষ তথ্য:

আইপি এড্রেস কিন্তু ২ ধরনের হযে থাকে ।

১) প্রাইভেট আইপি

২) পাবলিক আইপি

প্রাইভেট আইপি এর রেঞ্জ হলো

ক্লাস এ এর ক্ষেত্রে-১০.০.০.১ থেকে ১০.২৫৫.২৫৫.২৫৪

ক্লাস বি এর ক্ষেত্রে-১৭২.১৬.০.১ থেকে ১৭২.৩১.২৫৫.২৫৪

ক্লাস সি এর ক্ষেত্রে-১৯২.১৬৮.০.১ থেকে ১৯২.১৬৮.২৫৫.২৫৪

এছাড়া বাকি আইপি গুলো হলো পাবলিক আইপি।

পরবর্তী টিউন>>>সাবনেটিং

Level 2

আমি তিতাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিতাস একটি নদীর নাম ............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এতদিন কোথায় ছিলেন…CCNA এর আরও টিউন চাই…আর ভাই…আইপি ক্লাস এ আর একটা জিনিস এড করে দেওয়া উচিৎ সেটা হল…SPECIAL IPV4 ADDRESS(SUCH AS Network & Broadcast address, Default Route, Loopback, Link-Local Address, Test-Net address)…যে IP গুলো আমরা ইউস করতে পারিনা…

টিউন করার জন্য ধন্য বাদ…

    সরি ভাই। পরীক্ষা ছিল তাই নিয়মিত লিখতে পারি নাই। এগুলো নিয়ে আইপি সাবনেটিং এ আলোচনা করব বলে ভাবছিলাম।

    ওকে ভাই সেই আশায় রইলাম…

Level 0

তিতাস ভাই,আমি নিউ তিউনার। আমি আমার BSEEE complete করেছি । Recently,1 have got a job as a Web designer in V2L, although I dont have any idea about this. One of my best frnds suggested me to do a CCNA course as well. So, I'm totally confused what can I do ri8 now? আমি কি web designing এর পাশাপাশি CCNA করে ফেলব? নাকি কি করব? কিছুই বুঝতে পারছিনা.আমি আমার career নিয়ে totally confused. আর কার কাছে ভালো suggestion পাওয়া যায় তাও বুঝছিনা. ভালো 1টা suggestion দেন plz.
বিঃ দ্রঃ এখানে এমন অপ্রাসঙ্গিক কথা লিখলাম বলে কিছু মনে করবেন না.actually I'm totally confused!!!!
ধন্যবাদ।

    আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি খুব টেনশনে আছেন। এত টেনশন করার কি আছে বলুন, যা হবার তাই হবে। আপনি যেহেতু ওয়েব ডেবলপমেন্ট এ জব করছেন। আমার মনে হয় এ মূহূর্তে সিসিএনএ না করে আপনি ওয়েব ডেবলপমেন্ট এর কোন কোর্স করতে পারেন(যেমন- পিএইচপি, জুমলা, ফ্লাশ ইত্যাদি)। তারপর সময় সুযোগ বুঝে সিসিএনএ করতে পারেন। আপনার জন্য শুভ কামনা রইল।

    Level 0

    আসলেই আমি খুব টেনশনে আছি। R course করার কথা বলছেন? course তো company থেকেই করাবে।আমার টেনশন আসলে অন্য জায়গায়. পড়ালেখা করলাম EEE(Electrica & Electronics)এ r job করব CSE এর.কেমন জানি শোনায় না?তাই টেনশন হচ্ছে ।r join এখনও করিনাই.2nd July joining date.কিছু মনে না করলে ভালো 1টাsugesstion দেবেন plz.
    বিঃদ্রঃ আমার related sideএ try করেছি। bt মেয়ে মানুষ অত tough job করতে পারবনা বলে আমার related field এ job ও হচ্ছেনা। r বেকার বসে থাকতেও মন চায়না। কি করতে পারি চিন্তা করে জানালে বেশ উপকৃত হব।
    ধন্যবাদ reply করার জন্য।

আমার মনে হয় এক দুই মাস ওয়েবের কাজ করলেই বুঝতে পারবে কি করতে হবে?
আর ভাই আপনার মেইল আইডি টা দেন

ধন্যবাদ

Level 0

Vai amake ektu help korban tahole amar onek valo hoi
amar problem to holo j ami ekta dlink DP-300u print server kinesi kinto configure korte parsina. jodi paren vai tahole amar onek upokar hobe……..

Level 0

Titas vai amake ektu help korun opoder command dekhe.

Level 0

Titas vai…. Server configure niya jodi kicu diten….valo hoito…..

কি সার্ভার? লিনাক্স এর না উইন্ডোজ এর ( মেইল ,ওয়েব, এফটিপি টাইপের )। র্নিদিষ্ট করে বলেন দেখি কিছু করতে পারি কি না…….

valo hoasa. Thank you.

Level 0

আইপি ক্লাস এ শেষ : ০১০০০০০০=১২৭? এটা কি ভুল নয়? এভাবে হবে কি ০১১১১১১১=১২৭?
ধন্যবাদ টিউনটির জন্য।