আপনার কম্পিউটার’কে সহজেই ওয়াই-ফাই হটস্পট বানিয়ে ফেলুন আর ইচ্ছে মত আপনার ইন্টারনেট সংযোগ শেয়ার করুন।।।

প্রায় অনেকের এরকম সমস্যা হয়ে থাকে দেখা যায় বাসার একটি কম্পিউটারে ইন্টারনেট সংযোগ আছে কিন্তু অন্যান্য ডিভাইসে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। যেমন: ডেক্সটপে মডেমের মাধ্যমে ইন্টারনেট ব্যাবহার করছেন আপনি চাইলে আপনার মোবাইলে, ল্যাপটপে, ট্যাবলেটে পিসি'তে বা অন্য কম্পিউটারে সহজেই আপনার ইন্টারনেট সংযোগ ওয়াই-ফাইয়ের মাধম্যে শেয়ার করতে পারেন। এর জন্য ছোট্ট একটি পোর্টেবল টুলস্ 'MHotSpot' ব্যাবহার করতে পারেন। এটি মাত্র ৫.৭ মেগাবাইট এবং ফ্রি টুলস্।

mhotspot একটি ফ্রি্ওয়্যার টুলস্ এবং ইন্সটল করার কোন জামেলা নেই। উইন্ডোজ সেভেন এবং ভিসতা অপারেটিং সিস্টেমে এটা কাজ করবে। ভ্যাচুয়ার্ল ওয়াই-ফাই হটস্পর্ট হিসেবে কাজ করবে।

Download MHotSpot <

প্রথমে উপরের ডাউনলোড লিঙ্ক থেকে ফাইল'টি ডাউনলোড করে আপনার কম্পিউটারে রাখুন বা ডেস্কটপে সংরক্ষন করুন।

উপরের ছবির মত কন্ট্রোল প্যানেল থেকে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিং থেকে আপনার ব্যাবহার করা মডেম বা ড্রাইভার'টি সিলেক্ট করুন।

মাউসের রাইট বাটন ক্লিক করে Properties থেকে Sharing ট্যাব থেকে allow other network users to connect through this computer's internet connection এ ক্লিক করে হোম নেটওয়ার্কিং কানেকশন থেকে wireless network connection সিলেক্ট করে ok তে ক্লিক করুন।

ডেস্কটপ থেকে mHotSpot টুলস্'টি ডাবল ক্লিকের মাধ্যমে রান করুন। Setup Hotspot অপশনে ক্লিক করুন... এবার enter name এ নাম দিয়ে এন্টার এবং ৮ ডিজিটের পাসওয়ার্ড দিয়ে এটার চাপুন। এরপর Start এ ক্লিক করে দিন।

এবার taskbar থেকে এ  wireless network connection আইকনে ক্লিক করার পর Currently connected to: থেকে আপনার নেটওয়ার্ক'টি দেখতে পাবেন।

এবার আপনার মোবাইল বা অন্য কম্পিউটার/ল্যাপটপে Wi-Fi networks থেকে সার্চ দিলেই পেয়ে যাবেন তারপর পার্সওয়াড দিয়ে কানেক্টেড হয়ে যান.... আর ইন্টারনেট ব্যাবহার করতে থাকুন।।।

এছাড়া আরো জানতে ভিজিট করুন: mhotspot.com, আরো টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করতে পারেন এবং নিচের ভিডিও'টি দেখতে পারেন... http://youtu.be/Y6ABC5QmTjs

-ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ পোষ্টটি লেখার জন্য। আপনি যদি কষ্ট করে কয়েকদিন আগে এই পোষ্টটি লিখতেন তাহলে আমার আর রাউটার কিনতে হতো না। 🙁

    Oppps… ভুলতো আপনারও আছে রাউটার'টা ক'দিন পরে কিনলেই পারতেন 😉
    আগেই করতাম… সময় সময় করে করা হয়ে উঠেনি। ধন্যবাদ…

    Level 0

    ভাই একটা রাউটার এর দাম কত? ব্রডব্যন্ড লাইন দিয়ে কি ইউজ করা যাবে?

    মাসুদ ভাইয়া,
    আপনার মতামতের উত্তর দেওয়া হয়েছে আমার ব্লগে। দয়াকরে দেখে আসুন।

হায় খোঁদা, আমি তো খেয়ালই নাবিল ভাইয়া যে পোষ্টটি আপনি করেছেন! 😛

vai xp te hobe na>?

আমি আমার ডেক্সটপ থেকে এই ভােব নেটওয়াক শেয়ার করার জন্য কোন ধরনের ডিভাইস স়যোজন করার প্রয়োজন আছে কি।

    wireless কার্ড কম্পিউটারে থাকতে হবে তাহলেই ওয়্যারলেসের মাধ্যমে নেট শেয়ার করতে এবং ব্যাবহার করতে পারবেন।
    সেক্ষেত্রে: আপনার যদি উইন্ডোজ সেভেন ব্যাবহার করেন তাহলে # My computer > Properties > Device Manager > Network adapter থেকে Wireless কার্ড দেখতে পাবেন।
    উইন্ডোজ ভিস্তার জন্য: http://www.home-network-help.com/network-or-wireless-adapter-driver-status.html
    উইন্ডোজ এক্সপি'র জন্য: http://www.home-network-help.com/wireless-card-driver.html
    যদি না থাকে বাজার থেকে Wireless কার্ড কিনে ব্যাবহার করতে পারেন দাম খুব বেশী না ১০০০ টাকার মত লাগতে পারে সবোর্চ্চ।

    আমারও একই প্রশ্ন ..?!
    🙂

আমারও একই প্রশ্ন ..?!
🙂
টিউনের জন্য ধন্যবাদ |
🙂

    বর্তমানে প্রায় সব কম্পিউটারে wireless কার্ড থাকে একটু পুরনো হলে সমস্যা… উপরের কমেন্ট'টি খেয়াল করুন তারপর দেখুন আপনার কম্পিউটারে wireless কার্ড আছে কি/নেই…. ধন্যবাদ।

Level 2

Thank you Nabil bhai, onek sundor post. jader broad band internet wire connection ase tara ki mobile e share korte parbe.

    মোবাইলে ওয়াই-ফাই সুবিধা থাকলে কম্পিউটারের নেট শেয়ার করে ব্যাবহার করা যাবে।

অনেক কাজের একটি জিনিস শেয়ার করেছেন…ধন্যবাদ 🙂

আমি জিপি মডেম ব্যাবহার করি আর windows xp আমি কি ভাবে এটা ব্যাবহার করব জানাবেন?

    প্রায় সব মডেমের ইন্টারনেট শেয়ার করা যাবে। এক্সপি'তে wireless কার্ড থাকা লাগবে আপনি এরকম আরো কিছু সফটওয়্যার পাবেন Virtual Router 0.9 Beta দিয়েও চেষ্টা করতে পারেন।

Level 0

vai, ami qubee r shuttle modem use kori. ami ki ata theke share korte parbo?

    ৫ মেগাবাইটের ছোট্ট একটি সফটওয়্যার ডাউনলোড করা মনে হয় না খুব একটা সমস্যা হবে। ডাউনলোড করে সফটওয়্যার'টি চালু করে ট্রাই করেন আশা করি কাজ হবে।

    Level 0

    vai wireless card to nai , tai try korte parsi na. Ki ar kora

বাংলালায়ন এর গিগাসেট(বড় মডেম) দিয়ে কি হবে ? আমি ওয়াইফাই বিহীন ডেস্কটপ ব্যবহার করি। ওয়াইফাই কার্ড লাগানো নেই।

    হতে পারে আমি ট্রাই করিনি… আপনি চেষ্টা করে দেখতে পারেন।
    D-Link এর WIRELESS USB ADAPTER DWA-125 কিনতে পারেন যদি ওয়্যারলেস কাড না থাকে…. আমি দেড় বছর আগে আমার ডেস্কটপের জন্য কিনেছিলাম ৮০০ টাকার মত লেগেছিল।

    http://www.dlink.com/products/?pid=722

Level 0

vaia amartai eirokom dekhay——–Atheros L1 Gigabit Ethernet 10/100/1000Base-T Controller
Realtek RTL8139/810x Family Fast Ethernet NIC
er mane to amar wireless card nai tai na?????? ami broadband use kori…..ami ki ekhn wireless card lagaile broadband dia ei software chalu korte parbo????? janaben plssss

বাংলালায়ন এর গিগাসেট(বড় মডেম) দিয়ে ২টি pc এর মধ্যে কি ল্যান কানে্কশন করা সম্ভব?

আমি banglalion wimax ব্যবহার করে Connection share করতে পার্সি না, সাহায্য চাই.
আমার wirless কার্ড linksys company wusb54gc v3
windows 7 (32bit)
software run করলে কোনো response নাই.

Level 0

Khub sundor Tune hoyese-kintu XP r jonno ase ki

আরেহ! জটিল তো।

এটা দিয়ে বিস্তৃত নেটওয়ার্ক কতোটুকু হবে?

    সেটা নিভর করবে আপনার wireless কার্ডের শক্তির উপর।

আরে নাবিল আমিন ভাই যে… বেশ অনেকদিন পর দেখছি আপনাকে… ভালো লাগলো 😀

Level 0

bro ami qubee use kori. qubee dia ki hobay??

    হতে পারে আমি তো ভাই কিউবি নেট থেকে ট্রাই করি নি…. আপনি চেষ্টা করে দেখুন আশা করি কাজ হবে।

ami virtual router use kori.tobe etao chesta korbo.@all: shob dhoroner line diye eta babohar kora jabe.thanks (sorry 4 eng.cause 4m mobile)

    হুমম আপনার কম্পিউটারে ইন্টারনেট থাকলেই চলবে সোস কি সেটা মূখ্য না….

ফাটাটফাটি হয়েছে

    bhai amar pc te win 7 …kintu amar oi option ta koje passi naa ( wireless network connection ) ai option ta ashse naa ??ekhon kibabe anbu plz janbennn ..wit kortesii detail janaben..

bhai amar pc te win 7 …kintu amar oi option ta koje passi naa ( wireless network connection ) ai option ta ashse naa ??ekhon kibabe anbu plz janbennn ..wit kortesii detail janaben..

bhai amar pc te win 7 …kintu amar oi option ta koje passi naa ( wireles networke conection) ai option ta ashse naa ??ekhon kibabe anbu plz janbennn ..wit kortesii detail janaben..

bhai amar pc te win 7 …kintu amar oi option ta koje passi naa( waierless network )ai option ta ashse naa ??ekhon kibabe anbu plz janbennn ..wit kortesii detail janaben..

bhai amar pc te win 7 …kintu amar oi option ta koje passi naa ai option ta ashse naa ??ekhon kibabe anbu plz janbennn ..wit kortesii detail janaben..

    May be আপনার কম্পিউটারে wireless কার্ড নেই…. তাই দেখাচ্ছেনা 🙁
    wireless কার্ড কম্পিউটারে থাকতে হবে তাহলেই ওয়্যারলেসের মাধ্যমে নেট শেয়ার করতে এবং ব্যাবহার করতে পারবেন।
    সেক্ষেত্রে: আপনার যদি উইন্ডোজ সেভেন ব্যাবহার করেন তাহলে # My computer > Properties > Device Manager > Network adapter থেকে Wireless কার্ড দেখতে পাবেন।

      Level New

      @নাবিল আমিন: vai ami to win7 use kori.network adapter a 2 device dekaise but prblm hoilo amr to desktop.ami clone kore kinsi kintu wireless adapter er kotha bolinai,tahole ata kmne aslo?Gigabyt g41 er shate ki ata preloaded thake?ami kintu Qubee er dongle(choto) usb modem use kori.kono adapter cara ki ami moble a wifi use korte parbo?kon adapter ta kinte hobe?koto price?aktu help koren…please vai..

Ad-Hoc দিয়ে ট্রাই করিনি….. 🙁

http://www.home-network-help.com/ad-hoc-wireless-network.html

আমার কিউবিতে wireless card দেখাচ্ছে তাদের মডেমের নাম তাহলে ডেস্কটপে কি কাজ হবে আর কিছু লাগবে না?

connectify আর এটার পার্থক্য কি? একই জিনিস নাকি?

    টুলস্'টি ডাউনলোড করে পরীক্ষা করে নিতে পারেন কাজ হতেও পারে।
    আপনি mhotspot.com এই সাইট'টি একটু ভাল করে ভিজিট করুন, সমস্যা থাকলে তাদের সাথে মেইলে যোগাযোগ করতে পারেন।
    ধন্যবাদ

ভাই, সালাম, আমার ডেস্কটপে কম্পিউটার আছে বাংলালায়ন এর গিগাসেট(বড় মডেম) দিয়ে ল্যান কার্ড কানেকশন চলে।
তারপর ওয়্যারলেস কার্ড কিনতে হবে আর রাঊটার কিনতে হবে। আমার ১টা ডেস্কটপে কম্পিউটার ও ১টা ল্যাপটপ দিয়ে
বাংলালায়ন এর গিগাসেট(বড় মডেম) দিয়ে কিভাবে শেয়ার করা যায়। ল্যাপটপ ওয়াইফাই দিয়ে রাউটার কিনতে হবে আর
ডেস্কটপে কম্পিউটার ওয়্যারলেস কার্ড কিনতে হবে।

    আপনার ই-মেইলে মেইল পাঠিয়েছি আশা করি কাজে আসবে।

পুরাই চরমমমমমমমজজজজজজজজজজজজজজজজজজজজজজজ !!!!!!!!!!!!!!! 😆

Windows 7 bevohar kori,Laptop a. Somossa holo control panel a network & Internet setting name kono option pacci na.(Apnar 3rd screen).Kon doroner problem akto jodi bolen.ullekko software download korai agroh aro bere gese.Jodi help korten!!

Level 0

onk cheshta kkorlam but parlam na.amr laptop e built in lan card ase.. mobile er wifi ta kisutei connect hoy na….sudhu authenticating lekha uthte thake..bt connect hoyna

    যথা সম্ভব আপনার সেটআপে সমস্যা আছে… পুনরায় চেষ্টা করে দেখুন অথবা virtualrouter.codeplex.com দিয়ে চেষ্টা করে দেখুন।।।

Level 0

vaia v.router cannot b opened lekha uthe. ..device and printers>add device>searching device bt kno device khuje payna…..bt amr mobile er wifi te pc ta show kore…..

vie ami vista use kori …but connect korte partecina .. network adapters a … broadcom 802.11b/g WLAN
pai pailam …
Sharing ট্যাব থেকে allow other network users to connect through this computer's internet connection এ ক্লিক করে হোম নেটওয়ার্কিং কানেকশন থেকে wireless network connection সিলেক্ট করে ok korlam but … mobile nokia E63
AMAR INTERNET LINE – ADSL

Level 0

vaijan virtual router dia kaj hoise….prvt e na jaia tana 1hour try koira thik korlam..nw khb e khushi lagtese……apnake oshhhhonkhoooooooooooooo dhonnnnnnobad…thanx thanx 4 the beautiful share

MANY MANY THANKS VAI…………..

অনেকদিন পর আপনার একটি অসাধারন টিউন পেলাম এবং টিউনে কমেন্ট করতে পেরে নিজের কাছে অনেক ভাল লাগছে।
অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি টিউন উপহার দেয়ার জন্য।

Level 0

vai mobile majhe majhe connection ta dakhaia obtainning ip address lekha uthee…bt connect hoy na..kan aita hoitese bujhtesina…plzzz solution chai…

i have do it on my laptop.everything is ok, but i cant connect with internet,
becoz it shows no internet access in the virtual wifi.can u plz solve my problem.

Level 0

সালাম নিবেন। আপনার পোস্ট টি প্রিয় তে রেখেছিলাম।অনেক দিন পর দেখলাম। আমি xp ব্যাবহার করি। এটা কাজ হচ্ছে না। xp তে কাজ করে এমন একটি সফটওয়্যার দিবেন প্লিজ। কৃতজ্ঞ থাকব।

Level 0

আমি বাংলা-লাইয়ন (Banglalion) ax226 usb মডেলের মডেম ইউস করি (অর্থাৎ বর্তমানে ৯০০ টাকা দিয়ে যে মডেম টা পাওয়া যায়) আমি কি এই Software ব্যাবহার করে wifi চালাতে পারব? যদি পক্রিয়াটা জানেন ,তাহলে আমাকে জানালে আমার অনেক বড় এটা উপকার হবে । 🙂 আর কেও কি (Banglalion) ax226 usb মডেলের মডেম এই পদ্ধতিতে ব্যাবহার করতে পেরেছেন? আমি Windows 7 ব্যাবহার করি ।আপনাদের মুল্যবান সাহয্যের অপেক্ষায় রইলাম ।

মোবাইল থেকে সার্চ দিলে No WiFi found লেখা দেয় 🙁 সব ঠিকঠাক-ই তো করলাম

“Connectify” softwere aita install koren 100% kaj korbay………

আপনি কি ওয়ি ফাই রউতার এর কথা বলসেন নাকি ওয়ি ফাই রিচিভের এর কথা বলসেন বুজতাসি না

Level 0

ভাই সবই করলাম কিন্তু পিসি-২ এ ইন্টারনেট কানেকশন এক্সেস হচ্ছেনা 🙁 এক থেকে থিকি নেট ওয়াইফাই এ শেয়ার করে দিসি পিসি-১ এ ইন্টারনেট এক্সেস দেখালেও পিসি-২ এ হচ্ছেনা। আইপি কি পিসি-২ এ দেয়া লাগবে আর নাহয় আর কি অপশন চেঞ্জ করা লাগবে প্লিজ হেল্প করেন।

এইরকম অবস্থায় আছে পিসি-১ এর বর্তমান অবস্থা।
http://mhotspot.com/images/network%20and%20sharing.png

Level 0

ভাইয়া ওয়্যারলেস কার্ডের দাম কত?

Level 0

ভাইয়া ওয়্যারলেস কার্ডের দাম কত? আমাকে একটু জানাবেন কি?

Level 0

baia kun mother borde ase plz janaben

ভাইয়া, অস্থির একটা পোস্ট দিয়েছেন । অনেক অনেক অনেক ধন্যবাদ 😀
আমি এই পধতিতে সফল হলাম 🙂