আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন সব টিউন পড়া শেষ তাই নিজে করতে বসলাম। এই ধরনের টিউন পূর্বে হয়ে থাকতে পারে। কারও সাথে মিলে গেলে দুঃখিত।
আসলে তেমন কিছু নয়। ধরেন, গুগলে GOOGLE-এর পরিবর্তে আপনার নাম দেখা যাচ্ছে..তাহলে কেমন হয়? আবার সেইটাতে সার্চও করতে পারবেন। শুধু url টা চেঞ্জ হবে। বিভিন্ন স্টাইলে লিখতে পারবেন।
দেখুন কিছু-
এছাড়া আরও নানা ধরনের লোগো ব্যবহার করতে পারবেন। এইজন্য এই লিংকে যান।
যেই নাম দিতে চান তা এখানে দিন-
এরপর যেই লোগো দিতে চান সেটি সিলেক্ট করে দিন-
কাজ শেষ। সাথে সাথে আপনার দেওয়া নাম অনুযায়ী পেজটি চলে আসবে। লিংকটি সেভ করে রাখতে পারেন। ঐ লিংকে গেলে প্রত্যেকবার আপনার নামসহ সার্চ ইঞ্জিনের পেজটি আসবে। চাইলে লিংকটি দিয়ে বন্ধুদের অবাক করে দিতে পারেন।
আমি Bookworm ইশতিয়াক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 964 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ৯ম শ্রেণিতে পড়ি। বগুড়ায় থাকি। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এ পড়ি। ভিন্ন সময় বিভিন্ন দিকে আগ্রহী হলেও গল্পের বই পড়া এবং সংগ্রহ করা আমার সবচেয়ে প্রিয় হবি। আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন- http://www.facebook.com/home.php?#!/ishtiak.jok
বাহ, সুন্দর…সুন্দর 😀