Google Translate দ্বারা সহজেই বাংলা থেকে ইংরেজী বা ইংরেজী থেকে বাংলাতে অনুবাদ করুন

গুগল অনেক আগ থেকে তাদের অনুবাদ প্রোগ্রামে বাংলা থেকে ইংরেজী বা ইংরেজী থেকে বাংলাতে অনুবাদ করার সুবিদা যোগ করার কথা বললেও যোগ করনি। ভাষা ব্যবহারের দিক দিয়ে বাংলা ভাষার স্থান চতুর্থ। এ সত্ত্যেও গুগল কেন বাংলা ভাষা তাদের অনুবাদ প্রোগ্রামে যুক্ত করে নাই তা জিজ্ঞেস করলে বলত ইন্টারনেটে বাংলা ব্যবহার, বাংলা সার্চ, ইত্যাদি নাকি কম হয় এবং তারা তাদের ব্যাবসায়িক কারনেই করে নাই।সাইফুল্ল্যা সাম্য ভাইয়ের ফেসবুক স্ট্যাটাসে দেখলাম Google Translate দ্বারা বাংলা অনুবাদ করা যায়, দেখে অনেক খুশি হলাম।ঐ দিনই টেকটুইটস এ শেয়ার করলাম। কিন্তু টেকটিউন্সের মাইগ্রেশনের জন্য আপনাদের সাথে শেয়ার করতে দেরি হয়ে গেল।

কোন কিছু অনুবাদ করার জন্য ভিজিট করুন http://translate.google.com/

যেমন এখন গুগল ও জানে "জাকির একটি ভালো ছেলে"। 🙂  তাই সে এখন এটাকে যে কোন ভাষায় অনুবাদ করতে পারবে। ইংরেজীতে করলে দাড়ায়ঃ

কি সুন্দরে ইংরেজীতে ট্রান্সলেট করে দিচ্ছে। 🙂

আপনি যদি চান ইংরেজী থেকে বাংলা করতে তাহলে Google Translate থেকে Auto detect To  Bengali  নির্বাচন করুন। এবার বক্সে কি অনুবাদ করবেন তা লিখুন। অটোম্যেটিক ভাবেই অনুবাদ হয়ে যাবে।

Google Translate এখন ৫০ টি ভাষা সাপোর্ট করে। এবার বাংলা ভাষা থেকে নিচের লিস্টের যেকোন ভাষায় বা এ ভাষা গুলো থেকে ভাংলা ভাষায় অনুবাদ করতে পারবেন।

আহ! কি মজা!!

টেকটিউন্স এখন আগের থেকে অনেক দ্রুত লোড হচ্ছে। ব্রাউজ করতে মজাই পাচ্ছি। ধন্যবাদ টেকটিউন্স।

আর আপনাদের সবাইকে প্রযুক্তির ব্লগ টেকটুইটস এ আমন্ত্রন।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটি একটি গুগলের চমৎকার উদ্যোগ। অবশেষে আমাদের স্বীকৃতি পাওয়া গেল। এটা এখনো অনেক অপরিণিত তাই অনেককেই দেখলাম Google Translate নিয়ে ফান করছে। মজা করার দিন শেষ, এবার কাজে হাত দেওয়ার পালা। সবার সম্মিলিত প্রয়াসে এই শিশু Google Translate Bangla Alpha কে অনেক পরিণত করতে হবে। এটা আমাদের দায়িত্ব। এবং কিভাবে এই কাজটা আমরা সবাই মিলে করতে পারি সেটার একটা আলাদা পোস্ট আশা করছি।

আপনাকে ধন্যবাদ বিষয়টা শেয়ার করার জন্য।

বাংলা টু ইংলিশে ছোট বাচ্চাদের মত অনেক ভুল করে যা অনেক মজার!
কিন্তু ইংলিশ টু বাংলায় কোন ভুল করতে দেখিনি 🙁

শেয়ার করার জন্য ধন্যবাদ

সবে তো আলফা ভার্সন অতি শীঘ্রয়ই ঠিক হয়ে যাবে সব।
ধন্যবাদ জাকির ভাই শেয়ার করার জন্য।

ভাই দেখেন Google Translate এইটা কি Translate করছেঃ
Arafat Rahman Coco, the youngest son of BNP chairperson Khaleda Zia, has been convicted of money laundering and jailed for six years and fined Tk 190.41 million.

আরাফাত রহমান নারিকেল, বিএনপি সভাপতি খালেদা জিয়া এর কনিষ্ঠ পুত্র, টাকা laundering আছে এবং অপরাধী নিহত হয়েছে ছয় বছর এবং টাকা 190,41 মিলিয়ন জরিমানা.
ব্যাপক মজা পাইছি ।

    Level 0

    হাহাহাহা।দেখে খুব মজা পেলাম।

    Level 0

    প্রথম পর্যায়ে আছে।তাই এমন হচ্ছে।আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।

Level 3

কয়দিন যারা গুগল ট্রান্সলেটর নিয়ে গুতাগুতি করেছেন তারা নিশ্চই দেখেছেন কি সব আজব ট্রান্সলেশন ফলাফল আসছে। এ নিয়ে ব্লগেও অনেক মজা হচ্ছে। অনুবাদের মান নিয়ে অনেকেই শঙ্কিত। আসলে ভয় পাবার কিছু নেই। বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাবার দায়িত্ব আমাদেরই। আমরাই পারি এই শিশু ট্রান্সলেটর টিকে বাংলা ভাষা শেখাতে। আমরা যদি এই শিশুটিকে ভুলভাল হাবিজাবি শেখায় তাহলে তাহলে এটি ভুলভালই শিখবে। আপনারা অনুগ্রহ করে, এই ট্রান্সলেটর কে কোন শব্দের ভুল মানে শেখাবেন না। আনেক তো মজা হল এইবার কিছু কাজের কাজ করুন।

কিভাবে ট্রান্সলেশনের মান বাড়ানো যায়?
১। যদি খেয়াল করেন কোন শব্দার্থ এপ্রোপিয়েট না, তাহলে সাধারণত তার অল্টারনেটিভ ফলাফলও সাথে পাওয়া যায়। শব্দের উপর মাউস রেখে ক্লিক করলে অল্টানেটিভ ফলাফল দেখা যায়। যদি দেখেন আপনার কাংখিত ফলাফল সেখানে নেই তাহলে নতুন কাংখিত শব্দটি যোগ করে দিন। গুগল এভাবেই শিখতে থাকবে একটি শব্দের বিভিন্ন রূপ।
২। যদি দেখেন শব্দ-বিন্যাসে ভুল আছে। তাহলে, কি-বোর্ড এর shift বাটন চেপে ধরে মাউস দিয়ে 'drag and drop' পদ্ধতিতে শব্দকে কাংখিত জায়গায় বসিয়ে দিন। ব্যাস, গুগল বাংলা ভাষার শব্দ-বিন্যাস আসলে কিভাবে কাজ করে শিখতে থাকবে।

P.S. দেখা যাচ্ছে অনেকে মজা করার জন্য বিভিন্ন শব্দের ভুল মানে ইনপুট দিচ্ছেন। অনুগ্রহ করে এইটা করবেন না।
এ বিষয়ে ব্লগের এই লেখাটি থেকে বিষয়গুলি উদ্ধৃতি করেছি। http://www.somewhereinblog.net/blog/milu_buet/29400989#c6594167
তাছাড়া http://www.bigganprojukti.com/post-id/18695/comment-page-1#comment-12982 লেখাটিও মানসম্মত। গুগল শুরু করেছে। এখন এর মানোন্নয়নের দায়িত্ব পড়েছে আমাদের উপর। আমরা আশা করব যে, বিশ্বের সব প্রান্ত হতে সহযোগিতা করা। এখানে শুধু যে, ইংরেজী টু বাংলা তা নয়। বাংলার সাথে ইংরেজী ছাড়াও এখন অন্যান্য ভাষার মানোন্নয়ন করতে হবে।

দারুন দারুন দারুন

আপনার এই টিউন পেয়ে অনেক উপকার হল। অনেক ধন্নবাদ।

Level 0

Ha Vai Ameo Apnader Sathe Akmot. Google Amader Bangla Vasha Take Ontorvukto Koreche Aeta Amder E Dayitto Vashatake R O Agiye Nauar. R Vul Meaning Dea Fun Korle Amader E Loss. Akdin Ae Baby Translator Amader Hatae Boro Hobe Abong Shokol Bangla Vashide Help Korbe. Thanks Vai Apnake Share Korar Jonno 🙂

গুগলকে ধন্যবাদ

Level 3

ওয়াপ সাইট কিভাবে বাংলায় ট্রান্সলেট করব