গুগল অনেক আগ থেকে তাদের অনুবাদ প্রোগ্রামে বাংলা থেকে ইংরেজী বা ইংরেজী থেকে বাংলাতে অনুবাদ করার সুবিদা যোগ করার কথা বললেও যোগ করনি। ভাষা ব্যবহারের দিক দিয়ে বাংলা ভাষার স্থান চতুর্থ। এ সত্ত্যেও গুগল কেন বাংলা ভাষা তাদের অনুবাদ প্রোগ্রামে যুক্ত করে নাই তা জিজ্ঞেস করলে বলত ইন্টারনেটে বাংলা ব্যবহার, বাংলা সার্চ, ইত্যাদি নাকি কম হয় এবং তারা তাদের ব্যাবসায়িক কারনেই করে নাই।সাইফুল্ল্যা সাম্য ভাইয়ের ফেসবুক স্ট্যাটাসে দেখলাম Google Translate দ্বারা বাংলা অনুবাদ করা যায়, দেখে অনেক খুশি হলাম।ঐ দিনই টেকটুইটস এ শেয়ার করলাম। কিন্তু টেকটিউন্সের মাইগ্রেশনের জন্য আপনাদের সাথে শেয়ার করতে দেরি হয়ে গেল।
কোন কিছু অনুবাদ করার জন্য ভিজিট করুন http://translate.google.com/
যেমন এখন গুগল ও জানে "জাকির একটি ভালো ছেলে"। 🙂 তাই সে এখন এটাকে যে কোন ভাষায় অনুবাদ করতে পারবে। ইংরেজীতে করলে দাড়ায়ঃ
কি সুন্দরে ইংরেজীতে ট্রান্সলেট করে দিচ্ছে। 🙂
আপনি যদি চান ইংরেজী থেকে বাংলা করতে তাহলে Google Translate থেকে Auto detect To Bengali নির্বাচন করুন। এবার বক্সে কি অনুবাদ করবেন তা লিখুন। অটোম্যেটিক ভাবেই অনুবাদ হয়ে যাবে।
Google Translate এখন ৫০ টি ভাষা সাপোর্ট করে। এবার বাংলা ভাষা থেকে নিচের লিস্টের যেকোন ভাষায় বা এ ভাষা গুলো থেকে ভাংলা ভাষায় অনুবাদ করতে পারবেন।
আহ! কি মজা!!
টেকটিউন্স এখন আগের থেকে অনেক দ্রুত লোড হচ্ছে। ব্রাউজ করতে মজাই পাচ্ছি। ধন্যবাদ টেকটিউন্স।
আর আপনাদের সবাইকে প্রযুক্তির ব্লগ টেকটুইটস এ আমন্ত্রন।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
এটি একটি গুগলের চমৎকার উদ্যোগ। অবশেষে আমাদের স্বীকৃতি পাওয়া গেল। এটা এখনো অনেক অপরিণিত তাই অনেককেই দেখলাম Google Translate নিয়ে ফান করছে। মজা করার দিন শেষ, এবার কাজে হাত দেওয়ার পালা। সবার সম্মিলিত প্রয়াসে এই শিশু Google Translate Bangla Alpha কে অনেক পরিণত করতে হবে। এটা আমাদের দায়িত্ব। এবং কিভাবে এই কাজটা আমরা সবাই মিলে করতে পারি সেটার একটা আলাদা পোস্ট আশা করছি।
আপনাকে ধন্যবাদ বিষয়টা শেয়ার করার জন্য।