২ স্টেপ ভেরিফিকেশন সেবার সাথে অনেকেই পরিচিত। কারন ফেইসবুকেও এই সেবাটি আছে। গুগলে ফেইসবুকের আগে থেকে এটা থাকলেও লিস্টে বাংলাদেশের নাম না থাকায় আমরা তা করতে পারিনি। কিন্তু তাই বলে কি হয়েছে গুগল লিস্টে নাম না রাখলে আমরাই তা যোগ করে নিব। তার আগে চলুন জেনে নেই এটা কী।
এটা আপনার একাউন্ট নিরাপত্তার জন্য বাড়তি সতর্কতা। সাধারন নিওমে আপনার গুগল একাউন্ট এক্সেস করার জন্য ইউজারনেম এবং পাসওয়ার্ডই যথেষ্ট। কিন্তু এই সেবাটি চালু থাকলে প্রত্যেকবার লগিন করার পর আপনার মোবাইলে একটি এসএমএস বা কল(যেটা আপনার ইচ্ছা) আসবে। তাতে একটা কোড দেয়া হবে। আপনি একাউন্ট এক্সেস করতে হলে সেই কোডটি এন্ট্রি করাতে হবে। তাহলেই আপনি প্রবেশ করতে পারবে। সুতরাং সাইবার ক্যাফে বা অন্যের কম্পিউটার যেখানে কি লগারের মাধ্যমে আপনার পাসওয়ার্ড চুরি হতে পারে সেখানে এ ধরনের নিরাপত্তা নেয়া উচিত। বিশেষ করে সেটা যদি হয় গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট।আরও জানতে দেখুনঃ http://www.google.com/support/accounts/bin/static.py?page=guide.cs&guide=1056283&topic=1056284
তাহলে শুরু করা যাক,
ফায়ারফক্স-এ ফায়ারবাগ ইন্সটল করে নিন। গুগলে লগিন করুন।
গুগলে লগড ইন থাকা অবস্থায় ডানদিকে উপরের কোনায় আপনার নামে বা ইমেইল অ্যাড্রেসে ক্লিক করুন। সেখান থেকে Account settings ক্লিক করুন।
এখন আপনি আপনার Account পেজ এ আছেন। সেখানে Personal Settings থেকে Using 2-step verification ক্লিক করুন।
পরবর্তী পেজ এ Set up 2-step verification এ ক্লিক করুন।
এবার আসল কাজ । একটা ড্রপ-ডাউন লিস্ট থাকবে। সেখানে Text message (SMS) or voice call সিলেক্ট করুন। তাহলে আরও কিছু অপশন দেখা যাবে। এখানে আপনার মোবাইল নাম্বার সেট করতে হবে। একটা ড্রপ ডাউন লিস্ট আসবে যেটা দেশের লিস্ট আর একটা টেক্সটবক্স মোবাই নাম্বার দেয়ার জন্য। এই দেশের লিস্টে বাংলাদেশ না থাকায় আমরা এই সেবাটি ব্যবহার করতে পারিনা। ড্রপ ডাউন লিস্টটির উপর রাইট ক্লিক করুন এবং ইন্সপেক্ট এলিমেন্ট এ ক্লিক করুন। তাহলে ফায়ারবাগ উইন্ডো ওপেন হবে।
সেখানে নিচের মত একটা ব্লক লাইন দেখতে পারবেন। এবার Edit এ ক্লিক করুন। দ্বিতীয় লাইনে নিচের কোডটুকু পেস্ট করুনঃ
<option value="BD">Bangladesh</option>
তাহলেই লিস্টে বাংলাদেশের নাম দেখা যাবে।
এবার বাংলাদেশ সিলেক্ট করা রেখে আপনার ফোন নাম্বার দিন। উল্টা-পাল্টা কান্ট্রিকোড দেখাবে, সেটা ব্যাপার না। আপনি আপনার নাম্বার কান্ট্রিকোড ছাড়াই লিখুন যেমনঃ 01xxxxxxxxx । Send codes by এ আপনি এসএমএস এর মাধ্যমে নাকি কল এর মাধ্যমে কোডগুলো পেতে চান সেটা সিলেক্ট করুন। ভয়েস ম্যাসেজের অপশন সিলেক্ট করলে আপনি ল্যান্ড লাইনকেও কাজে লাগাতা পারবেন। এবার সেন্ড কোড এ ক্লিক করলে আপনার কাছে কল বা এসএমএস আসবে সেটা গ্রহন করে যে কোডটা পেয়েছেন তা Code ফিল্ডে প্রবেশ করিয়ে Verify চাপুন। তাহলে আপনার ফোনে এটা সেট হয়ে যাবে। এবার নেক্সট চেপে পরবর্তী পেজ এ যাওয়া যাক।
আপনার ফোনের জন্য কোড সেট আপ করলেন। কিন্তু ফোন হারিয়ে গেলে কি করবেন। এ পেজ এ সেটাই বলা হয়েছে। এবার ফোন আপনার সাথে না থাকলে বা হারিয়ে গেলে কি করতে হবে সেটাই সেটিং করব। এ পেজ এ নেক্সট ক্লিক করুন। কিছু কোড আসবে। যা আপনি যেকোন সময় ইউজ করতে পারবেন। তবে প্রত্যেকটা কোড একবার। আপনি যেকোন সময় রিজেনারেট করে নতুন ১০ টি কড পেতে পারেন। এগুলো সংরক্ষন করুন। সম্ভব হলে প্রিন্ট করুন। Yes, I have a copy of my backup verification codes. এ টিক চিহ্ন দিয়ে নেক্সট চাপুন।
এ পেজ এ আপনি একটি ব্যাকাপ ফোন যুক্ত করতে পারবেন। ৩ নাম্বার স্টেপ ফলো করে একটি ব্যাকাপ ফোন অ্যাড করুন। এবং নেক্সট চাপুন।
ব্যাস আপনি এখন তৈরী। Turn on 2-step verification এ ক্লিক করুন। তাহলে হয়ে গেল ২ স্টেপ ভেরিফিকেশন অন।
ব্যবহার তেমন কিছুই না। আপনি লগ ইন করবেন। একটা কল বা এসএমএস যেটা আপনি আগে সিলেক্ট করেছেন সেট আপনার মোবাইলে যাবে। একটা কোড পাবেন। কোডটা এই পেজে দিবেন তাহলেই হবে। তাছাড়া এখানে একটা গুরুত্বপূর্ণ লিঙ্ক আছে "Other ways to get a verification code" এটাতে ক্লিক করলে আপনি বেকাপ কোড বা ফোন ব্যবহার করার অপশন পাবেন।
সকাল ১০ টা থেকে এই টিউনের জন্য কাজ করছি। দয়া করে ভাল লাগলে/কাজে লাগলে যানাবেন। একজননেরও যদি ভাল লাগে তাহলে মনে হবে আমার কষ্ট স্বার্থক হয়েছে।
আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
১০০^১০০ ধন্যবাদ ভাই