Yahoo Messenger এ চ্যাট সেভ করে রাখুন

আমরা ইন্টারনেট ব্যবহারকারীরা কম বেশী সবাই Yahoo Messenger এর সাথে পরিচিত। চ্যাট এর ক্ষেত্রে টেক্সট মেসেজিং একটি জনপ্রিয় বিনোদনের মাধ্যম। চ্যাটে টুকিটাকি অনেক কিছুই আমরা টাইপ করে থাকি। আপনি ইচ্ছা করলেই টাইপ করা মেসেজগুলো হিসটোরিতে সেভ করে রাখতে পারেন। যা পরবর্তীতে আপনি খুলে দেখতে পারবেন। এর জন্য আপনাকে আপনার Yahoo Messenger এ Sign In করতে হবে। এরপর Preferences -> Archives এ ক্লিক করুন। এরপর Do you want to save an archives for all messages you send and receive on this computer এর অধীনে Yes, save of all my messages অপশন সিলেক্ট করে Apply -> OK করুন। আপনার কাজ হয়ে গেল। এখন থেকে আপনার সমস্থ চ্যাট সেভ হয়ে যাবে। দেখতে চাইলে View Archive বাটনে ক্লিক করতে হবে

পূর্বে প্রকাশিতঃhttp://www.torrentsbd.com/showthread.php?tid=309

Level New

আমি শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 184 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমাকে ফেসবুকে পেতে http://www.facebook.com/shuvobd1020


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এত কিছু করার দরকার নাই তো।ctrl+A চাপ দিয়ে সব সিলেক্ট করুন।নোটপ্যাড এ পেস্ট করে সেভ করুন।তাহলেই তো হলো।

ভাল টিপস,
ধন্যাবাদ শেয়ার করার জন্য।