কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্র রহমতে সবাই ভাল। আজ আমি ছাত্র/ছাত্রী বন্ধুদের জন্য একটি সাইট নিয়ে টিউন করবো ।অনেক শিক্ষার্থী আছে পড়ালেখা শেষ করার পর বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুত থাকে।তাদের জন্যই এ সাইট। এখানে আপনি এমসিকিউ পরীক্ষা দিতে পারবেন এবং ফলাফল জানা যাবে।ভুল উত্তরের জন্য পরীক্ষার অনুরুপ নম্বর কাটা যাবে।সাইট টি আমাদের সবার পরিচিত প্রথম আলো পএিকা। চলুন দেখেনি কি ভাবে পরীক্ষা দিতে হয় ।
পরীক্ষায় অংশ নেওয়ার নিয়ম ও পরীক্ষাথীর প্রয়োজনীয় তথ্য দেখে নিনঃ
প্রথমে আপনাকে এখানে গিয়ে ইমেল আইডি দিয়ে রেজিষ্টশন করতে হবে।
রেজিষ্টশন সম্পন হলে আপনার ইমেলে লিংক সহ একটি মেইল পাঠাবে লিংকে ক্লিক করলে একাউন্ট একট্রিব হয়ে যাবে।
এবার ইমেল আইডি ও পাসওয়াড দিয়ে লগিন করুন।
এখন বিসিএস প্রিলিমিনার প্রস্ততি সিলেক্ট করুন এবং ‘নিজেকে পরীক্ষা করুন’ বাটনে ক্লিক করুন।
এ পেজে সময় দেখতে পাবেন ৩ ঘন্টা সময়।এখানে ৬ টি বিষয় আছে যে কোন একটি সিলেক্ট করুন ভালো করে প্রশ্ন গুলো পড়ুন সঠিক উওরে টিক চিহ্ন দিন।
এখন একেবারে নিচে দুইটি সংখ্যার যোগফল কত একটি বক্স দেখবেন সেখানে যোগফল বসিয়ে দিন এবং ফলাফল দেখুন এ ক্লিক করুন।
এখন আপনার পরীক্ষার পাপ্ত নাম্বর দেখুন ভুল উওর দিয়ে থাকলে সঠিক উওর ও দেখতে পাবেন।
তাহলে আর দেরি না করে এখুনই পরীক্ষা দিন ।কত নাম্বার পান জানাবেন।অন্তরের অন্তস্থল হতে সবার জন্য শুভ কামনা রইল।ধন্যবাদ………..
আমি rasel japan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 983 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার প্রযুক্তি বিষয়ে আনেক আগ্রহ। আমাকে পেতে ইমেল করুন [email protected] ফেসবুক ওয়েবসাইট
রাসেল ভাইকে এমন সুন্দর একটা বিষয় উপহার দেয়ার জন্য ধন্যবাদ । এখনই ট্রাই করি …