সিসিএন এ অভিযান :: নেটওয়ার্কিং এ ক্যারিয়ার করতে আগ্রহী, শুধু তাদের জন্য – নেটওয়ার্ক পরিচিতি [অভিযান-০৩]

সিসিএনএ অভিযান

ওএসআই মডেল

ওএসআই মডেল কি?

কম্পিউটার ও অন্যান্য নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে যোগাযোগ কীভাবে গড়ে উঠবে তা নির্দেশ করে ওএসআই মডেল।

ওএসআই মডেলকে সাতটি লেয়ার বা স্তরে ভাগ ভাগ করা হয়। এর স্তরসমূহ হলো :

  • এপ্লিকেশন
  • প্রেজেন্টেশন
  • সেশন
  • ট্রান্সপোর্ট
  • নেটওয়ার্ক
  • ডাটালিংক
  • ফিজিক্যাল

এপ্লিকেশন লেয়ার :

এটি হলো ওএসআই মডেলের সপ্তম লেয়ার। এপ্লিকেশন লেয়ার ইউজার ইন্টারফেস প্রদান করে এবং নেটওয়ার্ক ডাটা প্রসেস করে।এপ্লিকেশন লেয়ার যে কাজ গুলো করে থাকে রিসোর্স শেয়ারিং, রিমোট ফাইল একসেস, ডিরেক্টরী সার্ভিস ইত্যাদি। এপ্লিকেশন লেয়ারের কিছু প্রটোকল এর পোর্ট এড্রেস দেওয়া হলো

প্রটোকলএফটিপিটিএফটিপিটেলনেটডিএইচসিপিডিএনএসপপআইম্যাপএসএমটিপিএইচটিটিপি
পোর্ট এড্রেস২০/২১৬৯২৩৬৭/৬৮৫৩১১০১৪৩২৫৮০

প্রেজেন্টেশন লেয়ার :

এই লেয়ার নেটওয়ার্ক সার্ভিসের জন্য ডাটা ট্রান্সলেটর হিসেবে কাজ করে। এই লেয়ার যে কাজ গুলো করে থাকে ডাটা কনভার্শন,ডাটা কমপ্রেশন, ডিক্রিপশন ইত্যাদি। এই লেয়ারে ব্যবহিত ডাটা ফরম্যাট গুলো হলো .জেপিজি, .এমপিইজি ইত্যাদি।

সেশন লেয়ার :

সেশন লেয়ারের কাজ হলো উৎস এবং গন্তব্য ডিভাইসের মধ্যে সংযোগ গড়ে তোলা , সেই সংযোগ কন্ট্রোল করে এবং প্রয়োজন শেষে সংযোগ বিচ্ছিন্ন করা। ডাটা পাঠানোর জন্য ৩ ধরনের কন্ট্রোল ব্যবহার করা হয় ।

সিম্পলেক্স : সিম্পলেক্স এ ডাটা একদিকে প্রবাহিত হয়।

হাফ ডুপ্লেক্স :  হাফ ডুপ্লেক্স পদ্ধতিতে একদিকের ডাটা প্রবাহ শেষ হলে অন্যদিকের ডাটা অন্য দিকের ডাটা প্রবাহিত হয়ে থাকে।

ফুল ডুপ্লেক্স : ফুল ডুপ্লেক্স পদ্ধতিতে একইসাথে উভয়দিকে ডাটা প্রবাহিত হতে পারে।

ট্রান্সপোর্ট লেয়ার :

ওএসআই মডেলের চতুর্থ লেয়ার ট্রান্সপোর্ট লেয়ার । এই লেয়ারের কাজ হলো সেশন লেয়ারের কাছ থেকে পাওয়া পাওয়া ডাটা নির্ভরযোগ্যভাবে অন্য ডিভাইসে পৌছানো নিশ্চিত করে। এই লেয়ারে ডাটা পৌছানোর জন্য দু’ধরনের ট্রান্সমিশন ব্যবহার করে:

কানেকশন ওরিয়েন্টেড

কানেকশন ওরিয়েন্টেড এ ডাটা পাঠানোর আগে প্রেরক গ্রাহক এর সাথে একটি একুনলেজ সিগন্যাল এর মাধ্যাম কানেকশন তৈরি করে থাকে। ইহা টিসিটি এর ক্ষেত্রে ঘটে থাকে।

কানেকশনলেস

কানেকশনলেস ওরিয়েন্টেড এ ডাটা পাঠানোর আগে প্রেরক গ্রাহক এর সাথে কোন একুনলেজ সিগন্যাল এর মাধ্যাম কানেকশন তৈরি করে থাকে না। ইহা ইউডিপি এর ক্ষেত্রে ঘটে থাকে।

নেটওয়ার্ক লেয়ার :

নেটওয়ার্ক লেয়ারের কাজ হলো এড্রেসিং ও প্যাকেট ডেলিভারি। এই লেয়ারে ডাটা প্যাকেটে নেটওয়ার্ক এড্রেস যোগ করে এনক্যাপসুলেশনের মাধ্যমে।এই লেয়ারে রাউটার ব্যবহিত হয়ে থাকে এবং রাউটিং টেবিল তৈরি করে থাকে।

ডাটালিংক লেয়ার :

এটি হলো ওএসআই মডেলের ২য় লেয়ার। ডাটালিংক লেয়ারের কাজ হলো ফিজিক্যাল লেয়ারের মাধ্যমে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডাটাগ্রামকে ক্রটিমুক্তভাবে প্রেরণ করা। এই লেয়ার দুটি ডিভাইসের মধ্যে লজিক্যাল লিংক তৈরি করে।  এই লেয়ারে ডাটাকে ফ্রেম এ পরির্বতন করে।

ফিজিক্যাল লেয়ার :

ওএসআই মডেলের সর্ব নীচের লেয়ার হলো ফিজিক্যাল লেয়ার । এই লেয়ার ঠিক করে কোন পদ্ধতিতে এক ডিভাইসের সাথে আরেক ডিভাইসে সিগন্যাল ট্রান্সমিট হবে, ইলেকট্রিক সিগন্যাগ বা ডাটা বিট ফরম্যাট কি হবে ইত্যাদি। এই লেয়ারে ডাটা বিট টু বিট ট্রান্সফার হয়ে থাকে। এই লেয়ারে ব্যবহিত ডিভাইস গুলো হলো হাব, সুইজ ইত্যাদি।

___________________________________________________________________________________________________________

Level 2

আমি তিতাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিতাস একটি নদীর নাম ............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গুড জব। লিখতে থাকুন। এই লেখায় কমেন্ট করার জন্য টিটিতে প্রায় এক বছর পরে লগইন করলাম

    ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, টিউন করায় উৎসাহিত করার জন্য ।

gr8 job, keep it up bro.

boss darun.baki class gula khub taratari publish karen.amar khub kaje lagse.thanks

ভাল হচ্ছে।চালিয়ে যান, সাথে আছি।

Level 0

Oh ho…..very good…

Level New

ধারুন হয়েছে, প্রিয়তে রাখলাম। চালিয়ে যান।

Level New

CCNA এর কোর্স করতে কত দিন লাগতে পারে, এবং কথায় করলে ভাল হবে জানালে খুশি হব। আর আপনার CCNA এর ওপর কতগুলো টিটি হতে পারে জানাবেন? আমার CCNA কোর্সটা করতে হবে তাই।

Level New

ভাই আপনি IBAIS University থেকে কি কোর্স করেছেন, না BUBT থেকে কোর্স করেছেন? আপনার সবগুলো CCNA এর ওপর টিটি গুলো ইমেইল করতে পারবেন আমার মেইল ([email protected]) এ?

Level 0

আমার এই বিষয় এর উপর জানার ইচ্ছা আছে। সামনে দিকে এগিয়ে চলুন। ভাল টিপস । জানি না নেটওয়ার্কিং এর বিষয় আপনার কাছ থেকে শিখতে পারব কি না। এই বিষয় শিখতে হলে কি ধরনের যোগ্যতা থাকা চাই। ধন্যবাদ।

    ইচ্ছা থাকলে অতি তাড়াতাড়িই শিখতে পারবেন। আপনি গুগুল এর সাহায্য নিতে পারেন।

লিখতে থাকুন।

ভালো লিখেছেন 🙂
চালিয়ে যান………

Level 0

খুব ভালো লেখা চালান

বস;
সিসিএনএ কোথায় করলে ভাল হয়;জানাবেন।
সিসিএনএ সিকুরিটি ও এক্সপ্লোরেশন এর মধ্যে তফাত জানাবেন…
আপনার উত্তরে আশায়

    আমার আগের পোস্ট গুলো একটু কস্ট করে দেখেন।

সিসিএনএ কোথায় করলে ভাল হয়;জানাবেন।

আহ আক্ষেপ আমি যদি নেটওয়ার্কিং জগত টায় প্রবেশ করতে পারতাম
শুধু নিজের চেষ্টায় অফিস নেটওয়ার্কিংটা শিখতে পারলাম আর বেশিদুর এগুতে পারিনি তুবুও আপনাদের মত লিড়ারদের টিউন থেতে শিকতে চেষ্টা করছি যদিও সাফল্য পাবকিনা জানিনা,

Vai khub valo hoasa.

ধন্যবাদ, অসাধারণ একটি টিউন