দীর্ঘ বিরতির পর আবার টিউন লইয়া ফিরি আইলাম। সবাইরে মোর টিউনে স্বাগতম।
সবারলাগি আইজকা ফেইচবুক লইয়া এক্ষান টিউন কইরবার লাগছি। ইন্টারনেট ব্যাবহারকারীদের মধ্যে ফেইচবুক ব্যাবহার করেননা এরাম পাবলিক টর্চ লাইট দিয়া খুইযাও সহজে পাওন যাইবনা। ফেইচবুক ইউজারদের মধ্যে আবার অনেক বেটা/মহিলার ফেইনপেজ আচে। এরাম ফেনপেইজ গুলায় দিন দিন মেম্বার বারতেছে। কোন বেটার ফেনপেইজে মেম্বার কম কারোটায় মেম্বার বেশি। কারো ফেনপেইজে কিউবি ওয়াইমেক্সের গতিতে মেম্বার বারতাছে কারোটায় কচ্ছপের গতিতে মেম্বার বারতেছে। আইজকা আফনাগো লাগি ফেইচবুকের সেরা ১০ টি ফ্যান পেজ দেখাইতেছি।
আমার কিছু টিউন :
১. ইয়াম্মি!! ইয়াম্মি!! পৃথিবীর সেরা ১০ টি সুস্বাদু পিৎজা। জিভে জল এনে দিবে
২. পৃথিবীর কিছু দামি মোবাইল ফোন। দেখলেই লোভ লেগে যাবে
৩. ফ্রি এস।এম এস পাঠিয়ে মজা করুন বন্ধুদের সাথে
আমি Farhan Abid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 143 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আফনের একখান কতা পইড়া ফেট হাসতে হাসতে পেট ফাইটটা গেছে ইন্টারনে ব্যবহার করেনা এরম পাবলিক টর্চ লাইট লযয়া খুইজাও পাওয়া যাইতনা । পেট হিলানির লাইগা টাহা দেন নাইলে কেইস কইরা দিমু । পুলিসে আইয়া আফনেরে বাইন্দা লইয়া যাইব ।