আমি টেকটিউনস,বিজ্ঞান প্রযুক্তি, টেকটুইটস, টিউনারপেজ সহ আরও বেশ কয়েকটা সাইতে ব্লগিং ও ভিজিট করেছি এবং দেখেছি অনেক লেখকের ব্যবহার। আসলে এই লিখাটিতে ও মন্তব্যে "চোর" কথাটা অনেক বার এসেছে তাই নয় বরং চোরদের সর্দার ও বলা হয়েছে। কিন্তু যারা লিখেছেন/বলেছেন তারা কি জানেন নিতিমালা বলে একটা বিষয় আছে? সেখানে লেখা আছে উস্কানিমূলক কোন কোথা বার্তা চলবে না। কোন লেখক বা পাঠক কি নীতিমালা পড়েন?
এখন যদি আমি অন্য কোন সাইট থেকে কপি করে টিউনারপেজ কয়েকটা পোস্ট করি তাহলে আপনারায় বলুন যে সেটা কি টিউনারপেজ এর দোষ ছিল না আমার?
লেখকের উদ্যেসে বলছি যে আপনার কি কোন মন বলে কিছু আছে? আমি জানি রাগে এই ধরনের কথা অনেক লেখা/বলা যায়। (যেমনঃ আমি কিছুদিন আগে বাংলালিংক মোবাইল অপারেটর কে বিশেষ একটা মেইল করেছিলাম) তাই বলে কি আপনি টেকটিউনস কে দোষ দিবেন? দোষ তো ছিল টিউনারের আপনি কেমন করে ভেবে নিলেন যে টেকটিউনস চুরির বিদ্যা শিখায়? ভাইজান শোনেন টেকটিউনস এর নিতিমালায় পরিষ্কার বাংলা ভাষায় লেখা আছে যে অনুমোদন বিহীন কোন পোস্ট টেকটিউনস এ প্রকাশ করা যাবে না। যদি এখন একজন লেখক তার মজার জন্য কপি পেস্ট করেই থাকে তাহলে এখানে টেকটিউনস এ দোষ কোথায়? তাহলে আপনার কথা হিসেবে টেকটিউনস কে প্রতিটা পোস্ট প্রকাশ করার আগে দেখে নিতে হবে যে এই লেখাটি এর আগে কোথাও প্রকাশ হয়েছে কি না? আপনি সেখানে রিপোর্ট ও নিন্দা করতেন এবং আপনার আসল লেখার লিংক দিয়ে বলতেন এটা কেমন ধরনের কাজ হল? এটা সম্পূর্ন সেই লেখকের দোষ ছিল। আসলে চুরি টেকটিউনস করে নি করেছে অন্য কেউ। বর্তমানে নীতিমালা অনুযায়ী সেই লেখক কে স্থায়ী ভাবে স্থগিত করা হয়েছে।
ভাইজান আসলে আপনি কোন কিছু বিবেচনা না করেই এই পোস্টটি করেছেন। আপনার বিবেক কে প্রশ্ন করুণ আপনি এটা ঠিক করেছেন নাকি ভুল করেছেন?
এটি টিউনারপেজ এর একটি পোষ্টে মন্তব্য জমা দিয়েছি। কিন্তু তারা আমার মন্তব্য এ মিনিটের জন্যেও রাখেনি ব্যপার টা বুঝুন কি অবস্থায় দাড়াই? আচ্ছা আমি কি খুব খারাপ কথা লিখেছি? টেকটিউনস কোনদিন কপি পেস্ট করে নি করেছে নবাগত লেখকগন এখানে টেকটিউনস কে কেন আজেবাজে ভাবে তুলে ধরল সেই সেই ওয়েব সাইট এর লেখক?
এখন যদি একজন লেখক একটা নতুন আইডি বানিয়ে সে অন্য একটা সাইটে এ তার লেখা কপি করে প্রকাশ করলেন এবং সে আবার টেকটিউনস এই সেই লেখার একটা স্ক্রিনশট দিয়ে তার অভিযোগ ও সেই সাইট সম্পর্কে আজেবাজে কথা লিখল সেটা কি ওই সাইটের দোষ ছিল না সেই লেখকের? টেকটিউনস এর নীতিমালা অনুযায়ী সেই পোস্টটি মনে হয় ২ মিনিট ও থাকবে না। কারন টেকটিউনস এর নীতিমালায় পরিষ্কার লেখা আছে যে ১.২১ অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য টিউনে ব্যবহার করা যাবে না।
আজ আমার এক বন্ধু আমাকে এসে বলছে যে টিউনারপেজ নাকি একটা পোস্ট হয়েছে সেখানে টেকটিউনস সম্বন্ধে অনেক বাজে কথা লেখা হয়েছে। এই কথাটি শুনে আমার মাথার ১৫-২০ তার এক সাথেই ছিরে গেলো! আমি ভাবলাম এতো বড় একটি বাংলা সাইট এর সম্বন্ধে এই ধরনের কথাবার্তা? এর মধ্যেই অবশ্যয় কিন্তু আছে তাই ওপেন করলাম টিউনারপেজ দেখলাম কি অবস্থা! ছোট্ট একটা ব্যপার নিয়ে অনেক বড় কথা। তাই সেখানে মন্তব্য লিখতে লিখতে অনেক কথা মনে হল এই জন্যই এই পোস্ট টি লিখা হল।
আমি যেহেতু একজন অনেক ছোট বালক সবে মাত্র টেকনোলজি ভুবনে এসেছি তাই এই ব্যপারে আমার জ্ঞান কম তার পরেও একটা কথা সবার উদ্যেসে বলছি যে পরের আইডিয়া, কপি পেস্ট করা কোন সময় ঠিক কাজ মনে করবেন না! তবে আপনি তার কাছে আইডিয়া ও অনুমতি চান তাহলে সে আপনাকে অবশই স্বাগত জানাবেন।
আমি জীবনের প্রথম বাংলা লিখতে শিখে প্রথমেই টেকটিউনস এর সাথে পরিচয় হয়েছি এবং আমি সেই থেকে অন্যান্য ব্লগ গুলকেও অনুসরণ করেছি। কিছুদিন আগে দেখলাম টেকটিউনস এর পুরো আইডিয়া থেকেই বানানো হল টিউনারপেজ নামক একটা ওয়েব সাইট । সাধারণ লেখক বা পাঠক নীতিমালা কিছু না বুঝেই আজে বাজে পোস্ট ও মন্তব্য লিখে চলেছেন। টিউনারপেজ একটা পোস্ট পড়লাম যেখানে টেকটিউনস কে বাজে ভাবে উপস্থাপন করা হয়েছে। শুধু তাই নই টেকটিউনস এডমিন (যোগাযোগ) সম্বন্ধেও লিখেছেন। আজকাল যে কেউ কোন কিছু লিখতে পারলেই মনে হয় আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে। তারা কি নীতিমালা পড়ে? নাকি পড়ে না? নীতিমালা না পড়ার কারনেই তারা এই ধরনের ধরনের ভুল করছে। আসলে তারা পরিষ্কার করে বুঝতে চেষ্টা করে না যে আসলে কোন ওয়েব সাইট দোষ না প্রশাসকের দোষ নাকি লেখকের দোষ। শুধু শুধু প্রশাসক এর দোষ দিলে হবে? নীতিমালা রক্ষা করতে তারা সব কিছুই করতে সক্ষম সেটাও নিতিমালায় লেখা আছে।
আমি নতুন লেখক ও পাঠকগন কে অনুরোধ করছি যে আপনার কোন নেগেটিভ পোস্ট বা মন্তব্য করার আগে নিজেকে একবার প্রশ্ন করে নিবেন যে আসলে আপনি ঠিক করছেন না ভুল করছেন। আর আপনারা বিশেষ করে কপি পেস্ট থেকে বিরত থাকবেন। যদি নিজে কিছু লিখেন তাহলে আপনারা Gamer-sofiq এর মত অবস্থা থেকে বেচে যাবেন ও বাংলা ব্লগ সাইট গুলো সম্মান রক্ষা করবেন। যদি নিজে কিছু কষ্ট করে লিখেন তাহলে দেখবেন আপনার অনেক বেশিই আনন্দ লাগবে।
আসলে আমি কাউকে আঘাত করার জন্য এই পোস্টটি লিখি নাই যদি কারোও কোন আপত্তি থাকে তাহলে আমাকে জানান আমি পোস্ট মুছে দেব।
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই অপ্রিয় হলেও কথা গুলো সত্যি। টিউনার পেজ আমার বেস কিছু কমেন্ট ছিল কিন্তু অগুলো ওরা পাবলিশ করে নাই বিশেষ করে ঐ দুইটা লেখা মাহবূবে খোঁদা আর টেক টিউন কে Challenge শিরোনামেরঢণয়বাড। অনেক গুছিয়ে লিখছেন।
যাক আপনার টিউনটা নতুনদের অনেক কাজে দেবে। ধন্যবাদ।