আজকাল সব লেখক ও বাংলা ব্লগ গুলোর অবস্থা এই রকম কেন? এই ঝামেলা কতদিন থাকেবে?

আমি টেকটিউনস,বিজ্ঞান প্রযুক্তি, টেকটুইটস, টিউনারপেজ সহ আরও বেশ কয়েকটা সাইতে ব্লগিং ও ভিজিট করেছি এবং দেখেছি অনেক লেখকের ব্যবহার। আসলে এই লিখাটিতে ও মন্তব্যে "চোর" কথাটা অনেক বার এসেছে তাই নয় বরং  চোরদের সর্দার ও বলা হয়েছে। কিন্তু যারা লিখেছেন/বলেছেন তারা কি জানেন নিতিমালা বলে একটা বিষয় আছে? সেখানে লেখা আছে উস্কানিমূলক কোন কোথা বার্তা চলবে না। কোন লেখক বা পাঠক কি নীতিমালা পড়েন?

এখন যদি আমি অন্য কোন সাইট থেকে কপি করে টিউনারপেজ কয়েকটা পোস্ট করি তাহলে আপনারায় বলুন যে সেটা কি টিউনারপেজ এর দোষ ছিল না আমার?

লেখকের উদ্যেসে বলছি যে আপনার কি কোন মন বলে কিছু আছে? আমি জানি রাগে এই ধরনের কথা অনেক লেখা/বলা যায়। (যেমনঃ আমি কিছুদিন আগে বাংলালিংক মোবাইল অপারেটর কে বিশেষ একটা মেইল করেছিলাম) তাই বলে কি আপনি টেকটিউনস কে দোষ দিবেন? দোষ তো ছিল টিউনারের আপনি কেমন করে ভেবে নিলেন যে টেকটিউনস চুরির বিদ্যা শিখায়? ভাইজান শোনেন টেকটিউনস এর নিতিমালায় পরিষ্কার বাংলা ভাষায় লেখা আছে যে অনুমোদন বিহীন কোন পোস্ট টেকটিউনস এ প্রকাশ করা যাবে না। যদি এখন একজন লেখক তার মজার জন্য কপি পেস্ট করেই থাকে তাহলে এখানে টেকটিউনস এ দোষ কোথায়? তাহলে আপনার কথা হিসেবে টেকটিউনস কে প্রতিটা পোস্ট প্রকাশ করার আগে দেখে নিতে হবে যে এই লেখাটি এর আগে কোথাও প্রকাশ হয়েছে কি না? আপনি সেখানে রিপোর্ট ও নিন্দা করতেন এবং আপনার আসল লেখার লিংক দিয়ে বলতেন এটা কেমন ধরনের কাজ হল? এটা সম্পূর্ন সেই লেখকের দোষ ছিল। আসলে চুরি টেকটিউনস করে নি করেছে অন্য কেউ। বর্তমানে নীতিমালা অনুযায়ী সেই লেখক কে স্থায়ী ভাবে স্থগিত করা হয়েছে।

ভাইজান আসলে আপনি কোন কিছু বিবেচনা না করেই এই পোস্টটি করেছেন। আপনার বিবেক কে প্রশ্ন করুণ আপনি এটা ঠিক করেছেন নাকি ভুল করেছেন?

এটি টিউনারপেজ এর একটি পোষ্টে মন্তব্য জমা দিয়েছি। কিন্তু তারা আমার মন্তব্য এ মিনিটের জন্যেও রাখেনি ব্যপার টা বুঝুন কি অবস্থায় দাড়াই? আচ্ছা আমি কি খুব খারাপ কথা লিখেছি?  টেকটিউনস কোনদিন কপি পেস্ট করে নি করেছে নবাগত লেখকগন এখানে টেকটিউনস কে কেন আজেবাজে ভাবে তুলে ধরল সেই সেই ওয়েব সাইট এর লেখক?

এখন যদি একজন লেখক একটা নতুন আইডি বানিয়ে সে অন্য একটা সাইটে এ তার লেখা কপি করে প্রকাশ করলেন এবং সে আবার টেকটিউনস এই সেই লেখার একটা স্ক্রিনশট দিয়ে তার অভিযোগ ও সেই সাইট সম্পর্কে আজেবাজে কথা লিখল সেটা কি ওই সাইটের দোষ ছিল না সেই লেখকের? টেকটিউনস এর নীতিমালা অনুযায়ী সেই পোস্টটি মনে হয় ২ মিনিট ও থাকবে না। কারন টেকটিউনস এর নীতিমালায় পরিষ্কার লেখা আছে যে ১.২১ অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য টিউনে ব্যবহার করা যাবে না।

আজ আমার এক বন্ধু আমাকে এসে বলছে যে টিউনারপেজ নাকি একটা পোস্ট হয়েছে সেখানে টেকটিউনস সম্বন্ধে অনেক বাজে কথা লেখা হয়েছে। এই কথাটি শুনে আমার মাথার ১৫-২০ তার এক সাথেই ছিরে গেলো! আমি ভাবলাম এতো বড় একটি বাংলা সাইট এর সম্বন্ধে এই ধরনের কথাবার্তা? এর মধ্যেই অবশ্যয় কিন্তু আছে তাই ওপেন করলাম টিউনারপেজ দেখলাম কি অবস্থা! ছোট্ট একটা ব্যপার নিয়ে অনেক বড় কথা। তাই সেখানে মন্তব্য লিখতে লিখতে অনেক কথা মনে হল এই জন্যই এই পোস্ট টি লিখা হল।

আমি যেহেতু একজন অনেক ছোট বালক সবে মাত্র টেকনোলজি ভুবনে এসেছি তাই এই ব্যপারে আমার জ্ঞান কম তার পরেও একটা কথা সবার উদ্যেসে বলছি যে পরের আইডিয়া, কপি পেস্ট করা কোন সময় ঠিক কাজ মনে করবেন না! তবে আপনি তার কাছে আইডিয়া ও অনুমতি চান তাহলে সে আপনাকে অবশই স্বাগত জানাবেন।

আমি জীবনের প্রথম বাংলা লিখতে শিখে  প্রথমেই টেকটিউনস এর সাথে পরিচয় হয়েছি এবং আমি সেই থেকে অন্যান্য ব্লগ গুলকেও অনুসরণ করেছি। কিছুদিন আগে দেখলাম টেকটিউনস এর পুরো আইডিয়া থেকেই বানানো হল টিউনারপেজ নামক একটা ওয়েব সাইট । সাধারণ লেখক বা পাঠক নীতিমালা কিছু না বুঝেই আজে বাজে পোস্ট ও মন্তব্য লিখে চলেছেন। টিউনারপেজ একটা পোস্ট পড়লাম যেখানে টেকটিউনস কে বাজে ভাবে উপস্থাপন করা হয়েছে। শুধু তাই নই টেকটিউনস এডমিন (যোগাযোগ) সম্বন্ধেও লিখেছেন। আজকাল যে কেউ কোন কিছু লিখতে পারলেই মনে হয় আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে। তারা কি নীতিমালা পড়ে? নাকি পড়ে না? নীতিমালা না পড়ার কারনেই তারা এই ধরনের ধরনের ভুল করছে। আসলে তারা পরিষ্কার করে বুঝতে চেষ্টা করে না যে আসলে কোন ওয়েব সাইট দোষ না প্রশাসকের দোষ নাকি লেখকের দোষ। শুধু শুধু প্রশাসক এর দোষ দিলে হবে? নীতিমালা রক্ষা করতে তারা সব কিছুই করতে সক্ষম সেটাও নিতিমালায় লেখা আছে।

আমি নতুন লেখক ও পাঠকগন কে অনুরোধ করছি যে আপনার কোন নেগেটিভ পোস্ট বা মন্তব্য করার আগে নিজেকে একবার প্রশ্ন করে নিবেন যে আসলে আপনি ঠিক করছেন না ভুল করছেন। আর আপনারা বিশেষ করে কপি পেস্ট থেকে বিরত থাকবেন। যদি নিজে কিছু লিখেন তাহলে আপনারা  Gamer-sofiq এর মত অবস্থা থেকে বেচে যাবেন ও বাংলা ব্লগ সাইট গুলো সম্মান রক্ষা করবেন। যদি নিজে কিছু কষ্ট করে লিখেন তাহলে দেখবেন আপনার অনেক বেশিই আনন্দ লাগবে।

আসলে আমি কাউকে আঘাত করার জন্য এই পোস্টটি লিখি নাই যদি কারোও কোন আপত্তি থাকে তাহলে আমাকে জানান আমি পোস্ট মুছে দেব।

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই অপ্রিয় হলেও কথা গুলো সত্যি। টিউনার পেজ আমার বেস কিছু কমেন্ট ছিল কিন্তু অগুলো ওরা পাবলিশ করে নাই বিশেষ করে ঐ দুইটা লেখা মাহবূবে খোঁদা আর টেক টিউন কে Challenge শিরোনামেরঢণয়বাড। অনেক গুছিয়ে লিখছেন।
যাক আপনার টিউনটা নতুনদের অনেক কাজে দেবে। ধন্যবাদ।

    হুম ভাইয়া। আমার কমেন্ট ডিলেট করেছে তাতে আমার মন খারাপ হয়নি কিন্তু না জেনে না বুঝে আগে বাজে কথাগুলোই অনেক খারাপ লেগেছে। কেউ যদি সেই সাইট সম্পর্কে আজে বাজে কথা অন্য সাইটে লিখত তাহলে সেই ওয়েব সাইট এর প্রশাসকের কি মনে হত?

    আরে ওদের সাইট এর এডমিন রাই দায়ী এর জন্য। টেকটিউনস এ কোন নীতি বিরোধী টিউন হলে সেটা আমাদের মডারেটররা ডিলিট করে দেয় আর ওরা দেয় লেখকের সাথে তাল। আপনি ওবাক হবেন আমার কমেন্ট গুলাতে কোন বাজে কথা ছিলোনা, তার পরো পেণ্ডিং।
    আপনার লেখাটা টেকটিউনস এর নতুন টিউনারদের গাইড লাইন হিসাবে কাজে লাগবে।

    যে সাইটে নীতিমালার বাইরে পোস্ট প্রকাশ করা হয় সেটা আবার কোন ব্লগ হল নাকি।

সাজানো নাটক নিয়ে মাথা ঘামানোর কিছু নাই।
টিটির অগ্রগতির জন্য অনেকের ঘুম হারাম হয়ে গেছে। তাই তারা অসৎ পথ বেছে নিয়েছে। এটা কোন ব্যাপার না। পাবলিক বুঝে আসল ঘটনা কি। শুধু এই সাইট না অন্য সাইটও টিটির বিরুদ্ধে লিখে শান্তি পায়। তবে এগুলা পড়তে আমার মজাই লাগে। 😉 😛
http://forum.projanmo.com/topic26803.html

    সহমত। প্রজন্ম ফরামের লেখটা গত কালি পরেছি…
    সাজানো নাটক 🙂 ভালো ই বলেছেন 🙂
    আসলে আমার ও এসব পরতে ভালো লাগে।

    আগে পড়িনি তবে এখন পড়লাম। সবই সাজানো নাটক।

    যখন প্রথম টিউনারপেজ রিলিজ হয় তখন আপনারা কেউ কি টিউনারপেজের নীতিমালা পরেছিলেন? নীতিমালা সম্পুর্ন টেকটিউনস থেকে কপি করা ছিল। এখন কেমন আছে সেটা দেখে এসে বলতে হবে।

    টেকটিউন্সের বদনাম টেকটিউন্সে করত ভাল হইত, প্রজন্মতে কি জন্য। ব্লগ আর ফোরামের মইধ্যে পার্থক্য শিখা লাগব।

    আপনি পাবলিক ফোরাম এবং মাল্টিইউজার ব্লগের মধ্যে পার্থক্যটা জানেন?
    আমি তো প্রজন্মের অফিসিয়াল কেউ নই। টেটির মত আমার কোন সাইটও নেই। টেটির সাথে আমার শত্রুতা কিসের?
    পাবলিক ঠিকই বুঝতে পারত ঘটনাটা গঠনমূলক সমালোচনা, যদি না আপনারা তাদের মাথা আউলে না দিতেন।
    টেটির বিরুদ্ধে লিখে আমি কি করে শান্তি পাই, তা আমার এই ছোট্ট মাথায় এখনো ঢোকেনি।

আসলে আমাদের সাইট এর বদনাম বেশি হইছে ptc বিষয়ক টিউনে। কেউ techtunes এ আসলে প্রথম পেজ এ দেখে ৩-৪ টা টিউন ptc নিয়ে।

কেউ আসলে প্রথম পেজ এ দেখে ১ দিনে ইনকাম করুন ১০০ ডলার। ফেসবুক থেকে ইনকাম করুন ১০০ ডলার। কেউ যদি আগে techtunes এ না এসে থাকে তবে সে মনে করবে এটা বাচ্চাদের ব্লগ। এই ptc পাবলিক দের জন্য আমাদের techtunes এর এই বদনাম।

তবে এখন খুব ভাল লাগে এই ptc পাবলিক গুলোকে পাওয়া যাচ্ছে না।এটা আমাদের জন্য সুখবর।

ভাই অনেকে বলে techtunes এ পাইরেছি শিখায়।

তাদের জন্য বলি কি করব ভাই আমরা জন্মেছি এই গরিব দেশে। যেখানে একজন first class officer সরকারী চাকুরীজিবীদের বেতন হয় ৩৫০০০-৪০০০০ টাকা। সেখানে একটা adobe premier suite এর দাম পরে ১ হাজার ডলার। বাংলাদেশি টাকায় ৭০০০০ টাকা। বলেন পাইরেছি ছাড়া উপায় আছে। অবশ্যই যারা লিনাক্স ব্যবহার করতে পারে তারা আলাদা। কিন্তু যারা পারেনা তারা কি এই গরিব দেখে জন্মানোর অপরাধে কম্পিউটার ব্যবহার ছেড়ে দিবে।

i dont know.

    টেকটিউনস এর নীতিমালা ঠিকরাখার কারনে মোডারেটর PTC সাইট নিয়ে টিউন গুলকে আপসারিত করছে সেই কারণেই আর দেখতে পাওয়া যাচ্ছে না।

    পাইরসি সফটওয়্যার! আমি আপনার সাথে একমত আমি কেন যে গরিব হয়ে জন্ম নিলাম?

      @আমিনুল: আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে সেটা আপনার ব্যার্থতা না,আপ্নি যদি গরীব হয়ে মৃত্যুবরণ করেন তাহলে সেটা আপনার ব্যার্থতা – বিল গেটস

Level 0

আসলে কে কি বলল না বলল তা কানে তুলে কান অপরিষ্কার করার কোন মানে হয় না……………….আমি ২০০৯ এ আমামর মামার মাধ্যমে টেকটিইউনস্ এর সাথে পরিচিত হয়। এই লম্বা সময়ের মধ্যে অনেক টিউনার,কমেন্টারদের আসতে দেখেছি।তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে টেকটিইউনস্ কে সমৃদ্ধ করে তুলেছেন। আর ইদানিং দেখা যায় অনেক ব্লগে বিভিন্ন প্রলোভন দেখিয়ে টিউনারদের আকৃষ্ট করে চলেছেন, আর তাতে উনারা কতটুকু সফল উনারাই ভাল জানেন। অথচ টেকটিইউনসে রওনক ভাই(প্রবাসী),হাসান যোবায়ের (আল-ফাতাহ্),ডিজে আরিফ,সোহান ভাই(দুঃসাহসী টিনটিন),হাসিব ভাই,মামুন ভাই(সাবটাইটেল মামুন),রনি ভাই,রিয়া আপু,সাবিহা,মেহেদী আকরাম,ফাহিম রেজা বাঁধন,শাকিল আরেফীন ভাই,আতাউর রহমান ভাই সহ এ মূহূর্তে নাম মনে পড়ছে না এমন অসংখ্য টিউনার তাদের অভিজ্ঞতা সবার সাথে নিঃস্বার্থভাবে শেয়ার করেছেন এবং চলেছেন। তাই টেকটিইউনসের সকলের প্রতি অনুরোধ কারও সাথে বিতর্কে না গিয়ে টেকটিইউনসের পাশে থাকা………..

    হুউম ভাই! তাই!

    টেকটিউনস অনেক এগিয়ে ও আরও এগিয়ে যাবে পেছনে ফেলার মত কেউ নাই।

    ঈপন ভাই আপাতত সে চেষ্টাই করে যাচ্ছে টেকটিউনস… আমরা বিতর্কে জড়াতে চাইনা… শান্তিপূর্ণ সমাধান চাই।

যেসব প্রজন্ম এর পাবলিকেরা techtunes কে পাইরেছির আড্ডাখানা বলে তাদের বলছি আপ্নারা তো নিজেরাই চোর। একথা শুনে সবাই লাফ দিয়ে উঠবেন। কি বলে কত বড় সাহস।

তাদের বলছি cool.

আমার কথা শুনেন।

আশা করি প্রজন্ম এর পাবলিকেরা পড়ালেখা করে। তাদের মধ্যে কেউ যদি varsity তে পরে তাদেরকে বলছি। যদি তারা পড়ালেখা না করে তবে আলাদা কথা। আপনারা পড়ালেখার জন্য বই কিনেন। আচ্ছা আপ্নারা তো বই নিলখেত থেকে কিনেন। যেখান থেকে কিনেন সমস্যা নেই।

আচ্ছা আপনার varsity থেকে আপনাকে ১২ টা বই কিনতে বলল। আপ্নারা নিলখেত থেকে গড়ে ২০০ টাকা ধরে ২০০০ টাকার বই কিনলেন। জানেন সেগুলো পাইরেছি কপি। জানেন যেগুলো original কপি সেগলোর এক এক্টার দাম পরবে ২-৩ হাজার টাকা করে। সব মিলিয়ে ২০-২৫ হাজার টাকা।

ভাই আপনাদের বাপের মনে হয় অনেক টাকা আছে তাই আপ্নারা original বই কিনেন। আমরা বাংলাদেশি , তাই আমাদের এতো টাকা নেই, যে এতো টাকা দিয়ে বই কিনব।

আমি সিউর আমার এই প্রশ্নের উত্তর প্রজন্ম ফোরামের একজন ও দিতে পারবে না।

    আপনি একদম খাটি কথা বলেছেন।

    সহমত সাবিহা আপনার সাথে।

    আমার, সেই পোস্টের সূচনাকারীর, কোন পাইরেটেড বই কেনা লাগে না, বোর্ডই দিয়ে দেয়।
    পাইরেটেড সফটওয়্যার নাই। পাইরেটেড গান, ভিডিও, মুভি তাও নাই। গান শুনি mangatune, grooveshark থেকে। মুভি টিভিতেই দেখি।
    সুতরাং, কথাটা আমি অবশ্যই বলতে পারি।

    varsity বই বোর্ড দেয়। ভাত, ওটা কোন varsity.

    ভাই স্কুল লেভেল এ বই ফ্রী দেয়। আর, varsity তে গেলে বই ফ্রী সেটা সপ্নে।

ভাই আপনাদের মনে হতে পারে এতো মাথা গরম করছি কেন?

ভাই সবকিছু নিয়ে বলেন। কিন্তু techtunes নিয়ে বলবেন না। techtunes এর একটা বদনাম ও সহ্য করতে পারি না।

এটা যদি পাগলের লক্ষন হয়, তবে আমি পাগল।

    তাই তো আমি বলেছি যে আমার মাথার ১৫-২০ টা তার এক সাথেই ছিড়ে একাকার হয়ে গেছে।

আমিনুল ভাই আপনার সাথে সাথে আমার কমান্ডটিও মুছে ফেলা হয়েছে ।

    @কাকতাড়ুয়া ভাই বুঝেই দেখুন আমারায় সেই ব্লগটিকে উন্নত করবো নাকি তারাই করবে? আমাদের মন্তব্য মুছলে আর কোনদিন সেই ব্লগে ভিজিত করবো না। আর আজ থেকে পুরা না করে দিয়েছি। 🙂

Level 0

সব বাংলা ব্লগ একসাথে যদি টিটির বদনাম শুরু করে দেয় তবুও টিটির কিচ্ছুটি হবে না, টেকটিউনস এগিয়ে চলবে তার আপন গতিতে। 😀

    আপনি কি বদমান এবং সমালোচনার মধ্যে পার্থক্য বোঝেন?
    আমি পোস্টে সরাসরি সমালোচনা করিনি, কারণ অনেকেই তা অতীতে করেছেন এবং তাতে কিছুই হয়নি। আপনি নিশ্চয়ই জানেন, আনন্দের মাধ্যমে কোন কিছু শিখলে মানুষের তা অনেকদিন মনে থাকে এবং সহজে বুঝতে পারে। তাই আমি এভাবে রসালো আলোচনা করেছিলাম।
    টেকটিউনস এর বদনাম করে আমার কি কোন লাভ আছে? আমি কি কোন মাল্টিইউজার ব্লগের এডমিন? নাকি টেটির এডমিন আমার জন্মের শত্রু? আপনারাই বলুন। আমি কি স্বার্থে এত বাক্যব্যয় করেছি?

    @M H BULBUL ভাই আপনি ঠিকই বলেছেন আমি আপনার সাথে একমত। কেউ টেকটিউনস কে ঠ্যাকাতে পারবে না।

টেকটিউনসের অনুকরনে গড়ে উঠেছে নানান নামে মাত্র, মানহীন প্রযুক্তি ব্লগ। ডাউলোড আর টিপস আর কিছু প্রযুক্তির সংবাদ প্রচার করেই বলছে প্রযুক্তি ব্লগিং প্লাটফরম। একটি ব্লগিং প্লাটফরম আর ব্লগ এক জিনিস নয়। কমিউনিটি একটি পরিবার একটি শক্তি। কিন্তু টেকটিউনসের আদলে গড়ে ওঠা এইসব নামে মাত্র ও মানহীন প্রযুক্তি ব্লগ গুলো টেকটিউনসের ধারেকাছেও নেই। অথচ টেকটিউনসের তুচ্ছ কিছু বিষয় নিয়ে নিজেরাই এইসব ব্লগে নিজেরাই লেখে আর নিজেরাই কমেন্ট করে। এসব সাইটের এলেক্সা রেংকে বিশ্বে ১০,০০০ তো দুরে থাক ২০,০০০ এর মধ্যেও নেই। কিন্তু যেন টেকটিউনসের মত বিশাল কমিউনিটির সাথে তারা প্রতোযোগীতার ঘোড়া দৌড়াচ্ছে। 😀

এসব ব্লগের লোকজন আবার টেকটিউনসের টিউনাদের সাথে ব্যক্তিগত ভাবে কথা বলে নিজের ব্লগে লেখতে বলে। আবার অনেক টিউনার কোন কিছু চিন্তা না করেই তাদের ব্লগে লেখা শুরু করে। যে কেউ যে কোন জায়গায় লেখতে পারে কিন্তু কোনটা ব্লগ আর কোনটা ব্লগিং প্লাটফরম সেটা একজন সচেতন টিউনারের বোঝা উচিত। প্রযুক্তির কমিউনিটির যে শক্তি টেকটিউনস দেশে তৈরি করেছে তা আমাদের আগামী প্রজন্মেকে আরও উন্নত করছে।

টেকটিউনসের অনুকরনে গড়ে ওঠা নামে মাত্র ও মানহীন এসব প্রযুক্তি ব্লগ পুরো টেকটিউনস কমিউনিটিকে বিভ্রান্ত করছে। এসব মানহীন এবং নামে মাত্র ব্লগের প্রতি এখনই ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে আমি মনে করি। এবং টেকটিউনসের টিউনাররা সচেতন হোন এইসব অযাচিত ব্লগের প্রতি।

"Pudina Pata on Facebook 31-05-2011, 22:20 (2 দিন আগে বলেছেন)

এটা কোন লজিকে পরে? যে কেউ পোস্ট কপি করলে সেটার জন্য সেই ব্লগের এডমিন অবশ্যই দায়ই নয়। তবে কেউ যদি কপি পেস্ট পোস্ট এর অভিযোগ করার পরেও এডমিন কিছু না করে তখন বলতে পারতেন। আপীনই কি অভিযোগ করেছিললেন? যদি না করে থাকেন তাহলে ব্লগ কে দায়ই না করে সেই ব্লগার কে দোষ দিন যিনি আপনার লিখা কপি করেছে। ধন্যবাদ। শিরনাম চেঞ্জ করে দিন প্লিজ"

পুদিনা পাতা ভাইয়ের সাথে একমত…

    আমিও পুদিনা পাতা ভায়ের সাথে একমত। কিন্তু তার কথা অনুযায়ী সেখানে কোন ব্যবস্থা নেয়া হয়নি।