বের হল মজিলা ফায়ারফক্সের ডেভেলপার এডিশন অরোরা (Aurora)


  • ফায়ারফক্স ৫ এখনো বেটা পর্যায়ে থাকতে থাকতেই ফায়ারফক্স ৬ এর আগমন অনেকটা বিষ্ময়কর হলেও মজিলার এই পদক্ষেপে মনে হচ্ছে মজিলা একই সাথে দুটি দু'রকম রিলিজ নিয়ে ভাবছে।

ফায়ারফক্স ৬ আরোরা হল ফায়ারফক্স ৬ ফাইনার ভার্সনের অপরিপূর্ণ বেটা ভার্সন। এতে নতুন নতুন যে ফিচারগুলো দেখা যাচ্ছেঃ

  • ডাটা ম্যানেজমেন্ট উইন্ডোজ যা নাকি বিভিন্ন ওয়েবসাইটকে আপনার ব্রাউজারের পার্সোনাল ডাটা (কুকি, ক্যাশ ইত্যাদি) ব্যবহার করা নিয়ন্ত্রন করতে সাহায্য করবে।

  • বিল্ট ইন প্লাগিন ম্যানেজার
  • প্যানোরামা গ্রুপ অন ডিমান্ড ব্রাউজারের স্টার্টিং টাইম বাড়িয়ে দিবে।
  • জাভাস্ক্রিপ্ট স্নিপেট চেক করার জন্য ডেভেলপারদের সুবিধার্থে স্ক্র্যাচপ্যাড
  • ওয়েব কনসোল যা কনসোলকে আলাদা জায়গায় বা সম্পূর্ণ নতুন উইন্ডোতে নিতে সাহায্য করবে।
  • ওয়েব ডেভেলপার মেনুতে ওয়েব ডেভেলপার টুল আছে কিছু

ডাউনলোড করতে ব্রাউজ করুন

●●●▬▬▬▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬▬▬●●●

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাউনলোড দিলম দেখি কেমন লাগে আমি ফায়ারফক্স এর বক্ত………….হিমায়িত দিহান ভাই আনেক ধন্যবাদ

Level New

install করলাম, দেখি কি অবস্থা , কেমন লাগে।

আমি ও ডাউনলোড এ দিলাম। দেখি কি অবস্থা।

ডাউনলোড করে ইন্সটল করেছি দু'সপ্তাহ হল। খুব বেশী পার্থক্য চোখে পড়েনি – আপনার লেখা পড়ে এখন মনে হয় পার্থক্যগুলো বুঝতে পারব। ধন্যবাদ।

ধন্যবাদ শেয়ার করার জন্য

ধন্যবাদ দিহান ভাই… দেখি ডাউনলোড করে… কেমন হলো অরোরা…

বলেন কি দিহান ভাই!!! ফায়ারফক্স 6 নেমে পরলো আর আমি তো এখনো 3.6.8 এই আটকে আছি। এত জোরে দৌড়াইলে কেমনে… খবরটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

এখনও আমি ফায়ারফক্স ৬ এ আছি…………………………

কমেন্টের জন্য সবাইকে ধন্যবাদ।