কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল।ফেসবুকের নোটিফিকেশনসহ সবকিছু আপনার মোবাইফোনে জানা যাবে।তাহলে এখনি সেটিং করে নিন আর উপভোগ করুন ফেসবুকের নোটিফিকেশন ।
চলুন দেখে নিন কিভাবে সেটিং করবেন
প্রথমে ফেসবুকে লগ-ইন করুন।
Account এ ক্লিক করে Account Settings-এ গিয়ে ওপরে Mobile-এ ক্লিক করুন
এখন Register for Facebook Text Messages এ যান
your country and mobile service provider এখানে দেশ এবং মোবাইল প্রোভাইটর নির্বাচন করে দিন।
বাংলালিংক, সিটিসেল,এয়ারটেল বা রবি যে কোন একটি নির্বাচন করে Next-এ ক্লিক করুন।
এখন confirmation code চাবে কোড পেতে আপনার মোবাইলফোন থেকে F লিখে 32665-এ এসএমএস পাঠান ফিরতি এসএমএস আপনার কাছে একটি কোড নম্বর আসবে, সেই কোডটি লিখুন এবং Next-এ ক্লিক করুন।
এখানে গ্রামীণফোন নেই চিন্তর কারন নেই কিভাবে গ্রামীণফোন সেটিং করবেন দেখে নিন।গ্রামীণফোন থেকে Fb লিখে 2555 নম্বরে এসএমএস পাঠান ফিরতি এসএমএস আপনার মোবাইলে একটি কোড নম্বর আসবে এবার যেখানে Register for Facebook Text Messages দেখছেন তার নিচে দেখবেন Already received a confirmation code? লিংকে ক্লিক করে কোড নম্বরটি কোড বক্সে লিখে Confirm-এ ক্লিক করুন।
এখন কোন কোন নোটিফিকেশন মোবাইলেফোনে পেতে চান, সেগুলো নির্বাচন করুন।বাস আপনার কাজ শেষ এখন থেকে ফেসবুকের নোটিফিকেশন আপনার মোবাইফোনে চলে আসবে।
আমি rasel japan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 983 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার প্রযুক্তি বিষয়ে আনেক আগ্রহ। আমাকে পেতে ইমেল করুন [email protected] ফেসবুক ওয়েবসাইট
আমি ইউজ করতেছি। ভালো ই লাগে।
আমি এমন করে দিছি জেনো লগইন করা না থাকলে মেসেজ চইলা আসে।
ধন্যবাদ শেয়ার করার জন্য।