অনেক সময় টিউন করার জন্য আমাদের পিসির স্ক্রিন শট কেপচার এর দরকার হয়ে থাকে। তখন হাতের কাছে কিছু না পেয়ে আমরা প্রিন্ট স্ক্রীন ব্রেক প্রেস করে স্ক্রীন শট নিয়ে থাকে কিন্তু তাতে দেখা যায় আমরা যেমন চাইছি ঠিক তেমন মনের মত আউটপুট পাছছি না।আবার অনেকেই অনেক সফটওয়্যার ব্যবহার করছেন কিন্তু পছন্দ অনুযায়ী আউটপুট পাচ্ছেন না।তাই আজকে ছোট একটা সফটওয়্যার দিলাম ।এটি ব্যাবহার করলেই বুঝবেন এটি কতো জরুরী।এটা দিয়ে খুব সহজে যে কোন কিছুর ঝকঝকে স্ক্রীন সট নিতে পারবেন একদম নিজে যেমনটি চান।
ডাউনলোড
যেগুলোর স্কীনশর্ট নেয়া যায়ঃ
• সম্পুর্ন ওয়েব পেজ। (অটোমেটিক স্ক্রল করে নিবে)
• আপনার ইচ্ছামত বক্স টেনে
• বৃত্ত আকারে
• সম্পুর্ন ফ্রিওয়্যার
• সম্পুর্ন স্ক্রীন ক্যাপচার ( ডুয়লে মনিটর সাপোর্ট করে)
• চলমান উইন্ডো
• কালার পিকআপ
• কালার প্যালেট
• ফ্রি হ্যান্ড রাইটিং ( আপনার পছন্দমত মাউস ড্রাগ করে)
• ইমেজ এডিটর
• মাইক্রোসফট পেইন্ট এর সব ফিচার আছে। আরো আছে- ইফেক্ট, অপাসিটি, ব্লুর, সারপেন, ব্রাউটনেস, কনট্রাস্ট, হিউয়ি, স্টারেশন, ফ্লিপ, রোরেট ইত্যাদি।
• মাইক্রোসফট পেইন্ট এর সব ফিচার আছে। আরো আছে- ইফেক্ট, অপাসিটি, ব্লুর, সারপেন, ব্রাউটনেস, কনট্রাস্ট, হিউয়ি, স্টারেশন, ফ্লিপ, রোরেট ইত্যাদি।
আমি sumon@। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ছবি সহ দিলে অনেক উপকার হত।