পিডিএফ ফাইলের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত । ফন্ট ঝামেলা এবং ডকুমেন্টের ফরমেট অক্ষুন্ন রাগার জন্য প্রয়োজন পড়ে পিডিএফ এর । সাধারনত আমরা বিভিন্ন সফ্টওয়্যার ব্যবহার করে থাকি পিডিএফ ফাইল তৈরির জন্য । পিডিএফ ফাইল তৈরির সফ্টওয়্যার আপনার কাছে না থাকলেও আপনি সহজেই অনলাইনে তৈরি করতে পারবেন পিডিএফ ফাইল । ইমেজ,ওয়েব পেইজ,মাইক্রোসফ্ট অফিস,হেল্প ফাইল, ভিজিএফ ফাইলকে পিডিএফ ফাইলে রুপান্তর করতে পারবেন । পিডিএফ ফাইলকে মাইক্রোসফট ফরমেটে রুপান্তর করতে পারবেন । এজন্য আপনাকে যেতে হবে
http://www.freepdfconvert.com
সাইটে প্রবেশ করার পর Source file অংশে Convert form এর অপশন বাটনে সিলেক্ট থাকা অবস্থায় কম্পিউটারের ফাইল (অনলাইনের ফাইল হলে Convert form এর url অপশন সিলেক্ট করে ফাইলটির ঠিকানা দিতে হবে ।) তারপর ইমেইল Adress অংশে আপনার ইমেলটি লিখুন । তারপর Attach files to email চেক বস্ক চেক করে কনভার্ট বাটনে ক্লিক করুন । কনভার্ট বাটনে ক্লিক করার পর আপনার সিলেক্ট করা ফাইলটি সাইটে আপলোড হয়ে যাবে এবং পিডিএফ ফাইলে রুপান্তরিত হবে । পিডিএফ ফাইলে রুপান্তর হবার পর তারা আপনার মেইলে পিডিএফ ফাইলকে জিপ করে পাঠিয়ে দেবে । আমার টিউনটি যদি আপনাদের সামান্যতম উপকারে তাহলে একটি কমেন্টস দিয়ে যাবেন প্লিজ ।
আমি champ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 203 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আর মানে প্র্রতমেআপলোড তারপর ডাইনলোড।
আমি ভাবলম যে পিসিতে ই মনে হয় এমন কোন ব্যাবস্থা আছে যা দিয়ে পিডিএফ করা যায়।