নিম্ন লিখিত কোড গলো কপি করে নোটপেডে পেস্ট করে নিন
$ips=array(’xxx.xx.xx.x’,'yyy.yy.yy.y’);
if (!in_array($_SERVER[’REMOTE_ADDR’],$ips))
{$adsense_file=”adsense.txt”;
$file = fopen($adsense_file, “r”);
$adsense = fread($file, filesize($adsense_file));
fclose($file);
}
else
{$adsense=”";}
এখানে xxx.xx.xx.x’,'yyy.yy.yy.y এর স্থলে যে আইপি দিয়ে এডসেন্স এ লগ ইন করেছেন সে আইপি গুলো দিয়ে পরিবর্তন করে দিন। তারপর adsense.txt এর স্থলে আপনার এডসেন্স কোড পেস্ট করুন। এই বার আপনার ওয়েব পেজে যেখানে এড দেখাতে চান সেখানে পুরু কোড পেস্ট করুন। ব্যাস হয়ে গেল। এখন আপনি যদি অন্য কন আইপি তে এড দেখাতে না চান তাহলে সেটিও লিখে দিতে পারেন। তাহলে ঐ আইপি তে এড দেখাবে না।
টিউনার ভাইয়েরা কিছু মনে করবেন না আমার সিম কার্ড টা কাল সন্ধ্যা থেকে রেজিস্ট্রেসন ফেইলড দেখাচ্ছিল তাই কাল টিউন করতে পারি নাই। আজ নতুন সিম তুলে তারপর টিউন করতে বসলাম। ভাইয়েরা অনিচ্ছাকৃত দেরির জন্য দুঃখিত।
আমি Tunemaster। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Very good brother