আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যারা গ্রামীনফোন বা একটেল ইন্টারনেট ব্যবহার করেন তারা প্রতিবার ইন্টারনেটে কানেক্ট হলে তাদের আইপি পরিবর্তিত হয় বা আমরা ব্রডব্যান্ডে আইপি পরিবর্তন করতে পারি কিংবা আপনি কোনো কারনে সাইবার ক্যাফে থেকে আপনার এডসেন্স একাউন্টে লগ ইন করেছেন। মনে করুন আপনি যে আইপি দিয়ে এডসেন্স একাউন্টে লগ ইন করেছেন সেই আইপি দিয়ে অন্য কেউ পরে আপনার ওয়েবসাইট ভিসিট করে আপনার এড এ ক্লিক করে তখন কি হবে? অবশ্যই আপনার একাউন্ট বেন্ড হবে? তাহলে আপনি কি করতে পারেন? আপনি হয়ত বা আইপি ব্লক এর মাধ্যমে আপনার ওয়েবসাইটি ঐ আইপির জন্য ব্লক করবেন। তাহলে ত আপনি ভিসিটর হারাবেন। তাহলে কি করবেন?
যদি কেউ জানেন তবে লিখুন। যদি কেউ না জানেন তবে আমি লিখব। আপনারা জানতে চাইলে কমেন্ট দিন।
আমি অনেক দিন যাবত টেক টিউন এ টিউন পড়ছি কিন্তু লেখা হয় নাই। আসলে কি লিখব খুজে পাচ্ছিলাম না অবশেষে লিখলাম। এটা আমার প্রথম পোস্ট জানিনা কেউ এরকম পোস্ট করেছেন কিনা? যদি কেউ লিখে থাকে তবে আমাকে কমেন্ট এর মাধ্যমে জানান।
আমি Tunemaster। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আরে ভাই এটো talk করা লাগে নাকি?। tune করার দরকার tune করবেন। আমরা আপনার tune-এর ওপেককা করতাসি।
তাড়াতা-re