ইন্টারনেট থেকে ফ্রি এস এম এস করার সাইট এর অভাব নেই কিন্তু তারা এস.এম.এস ফ্রি দেলেও তাদের সাইট থেকে এস, এম, এস করতে ইচ্ছা করেনা । কারন ওরা এস. এম. এস এর সাথে ওদের সাইট এর এডভারটাইজ এর লিঙ্ক যুক্ত করে দিয়ে থাকে যার ফলে এস. এম .এস এর প্রাপক সহজেই বুঝতে পারে যে এস. এম. এস টি ইন্টারনেট থেকে ফ্রি পাঠানো হয়েছে । আর এসব সাইটে বার বার ঢুকে এস এম এস করতেও ভাল লাগেনা আবার বেশিরভাগ সাইট থেকে মুবাইল দিয়ে এস এম এস করা যায়না। আর এসব সাইট থেকে এস এম এস করলে প্রাপক সহজে বুঝতেও পারেনা যে আপনি তাকে এস এম এস করেছেন কারন আপনার নম্বর তার কাছে দেখাবেনা । কিন্ত এখন থেকে আর ফ্রি এস এম এস করতে ফ্রি এস এম এস সাইটে দওরা দওরি করতে হবেনা , কম্পিউটার থেকেও এস এম এস করতে হবেনা ।। মুবাইল দিয়ে ই করবেন তাও আবার কোন সাইটে প্রবেশ না করেই একটা ইন্সটেন্ট এস এম এস মেসেঞ্জার দিয়ে প্রতিদিন ১০ টি করে একটি ID দিয়ে এবং এখন থেকে আপনার প্রিয় নম্বরটিই সেন্ডার নম্বর হিসেবে প্রাপক এর কাছে যাবে । সফটওয়ারটির নাম "বিনু এস এম এস সেন্ডার" । এটি ডাওনলোড এবং ইন্সটল করার প্রক্রিয়া অনেক সহজ তাই ওসব নিয়ে আমার কিছু বলে দিতে হবেনা আপনি নিজেই পারবেন ।
তাহলে মনে হয় এখন আপনার মনে প্রশ্ন হল ১০ টি করে প্রতিদিন হলে আনলিমিটেড কিভাবে ? হা আনলিমিটেড ই । আপনি আপনার মুবাইল নম্বর দিয়ে একবার একাওন্ট করে করে ১০ টি এস এম এস পাটাতে পারবেন তাই নিশ্চই আপনার সিম একটি নয় যদি আপনি বাংলাদেশের নাগরীক হন । তাইনা ? আর যদি সিম একটিই থাকে তাহলেও কোন সমস্যা নেই আপনি মেসেঞ্জার এর menu তে গিয়ে Account এ যান । তারপর আবার মেনুতে গেলেই পেয়ে জাবেন account delete . আপনার ১০ টি এস এম এস সেশ হয়ে গেলে একাওন্ট ডিলিট করে দিন এবং আবার একাওন্ট বানান । আর একাওন্ট বানাতে হলে অন্যান্য একাওন্ট এর মত এত ঝামেলা করে বানাতে হবেনা । শুধু মাত্র আপনার ইউজারনেম ও মোবাইল নম্বর দিলেই হবে যেটি দিয়ে আপনি লগিন করবেন । এভাবেই আনলিমিটেড এস এম এস পাঠান একদম ফ্রি
তাহলে আর দেরি করে কি লাভ ? সুরু করে দিন নিজের নম্বর থেকে ফ্রি এস এম এস করা
সরাসরি মুবাইল দিয়ে http://developer.binu.com/dc/1/binu_v.jad এখানে ক্লিক করে ইন্সটল করুন । অথবা http://m.binu.com/ অথবা http://www.binu.com/sms/ এখানে গিয়ে আপনার মুবাইলের জন্য উপযোগী সফটওয়ারটি ডাওনলোড করুন। ডাওনলোড করে ইউজার নেম দিন আর আপনার মুবাইল ভেরিফাইড করুন মুবাইলে প্রদত্ত পিন কোড নম্বর দিয়ে ।
আশা করি আপনাদের ভাল লাগবে । আর এটি অনেকেই হয়ত আগে থেকে জানেন । যারা না জানেন এখনো তাদের উপকার হবে মনে করে টিউনটি করলাম । ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার চোখে দেখবেন । ভাল থাকবেন ।
বোনাস হিসেবে আরেকটি তথ্য শেয়ার করছি । যারা অনলাইলে টাকা কামানোর চেস্টায় আছেন বা কামাচ্ছেন তারা হয়ত বেশির ভাগই নিজেদের কস্ট করে আয় করা ডলারকে এখনো নিজের চোখে দেখতে পারেনি বা হাত দিয়ে স্পর্স করতে পারেনি । কিন্ত আপনি আপনার প্রতিদিনের অবসর সময় টুকুতে যদি খুব সহজ ও মজার ৪ টি কুইজ এর সঠিক উত্তর দিয়ে মুবাইলে ফ্লেকজি লোড পান তাহলে কেমন হবে বেপার টা ? হয়ত মন্দ হবেনা । তাহলে এখনই রেজিস্ট্রেশন করে কুইজে অংশ নিতে এখানে যান http://bit.ly/kIHUlX
আর আরও ভাল ভাবে জানতে ওদের ফেইজবুক ফেন পেইজে জয়েন করতে পারেন এখানে http://www.facebook.com/Tkquiz
খোদা হাফেজ !
আমি পাগল রাজপুত্র। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 255 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ফয়সাল আহমেদ প্রিন্স । প্রযুক্তি বিষয়ে খুব আগ্রহ তাই এক সাইট থেকে আরেক সাইটে ঘুরে বেড়াই প্রযুক্তি পিপাসু পাখি হয়ে । নিজের সম্মন্ধে বলার আর কিছু নেই । ইংরেজিতে একটা কথা আছে The person who like me Doesn't need it, And the person who dislikes me Wont believe it...
ফাইলটি ডাউনলোড করুন এখান থেকে http://www.mediafire.com/?sunm9u0dtcujyow