কপি-পেষ্ট করে কখনো ভাল এবং সেরা ব্লগার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা যায় না

সকলে আমার সালাম নিবেন। আশাকরি সকলে ভাল আছেন।

অনলাইনের এই জগতে বাংলাদেশ একটি পরিচিতি দেশ। কিন্তু আমরা কেন পারবোনা। নিজেকে একজন সফল ব্লগার হিসেবে কেন গড়ে তুলতে পারবোনা। আমরা শুধু মুখে বুলি উড়াই, কিন্তু কাজের বেলায় আমরা অন্য এক মানুষ। এটাই আমাদের সবচেয়ে খারাপ দিক। অন্যের সমালোচনা, হিংসা, স্বার্থপরতা আর কপি-পেষ্টের মত জঘন্য একটি কাজ করতে তাই আমরা দ্বিধাবোধ করিনা।

আজ তাই আমাদের এত পদে পদে বাধা। আজকাল যে প্রতিযোগিতা সবচেয়ে বেশি লক্ষ করা যায় তা শুধূ আয় নিয়ে। কিন্তু অনলাইনে আয় সম্পর্কে অনেকেই অবগত নয়। ফলে বিভিন্ন লোভনীয় লেখার পিছনে ছুটে কিছুদিন পর বুঝতে পারেন যে এই পথটি আসলে ভুল ছিল। কিন্তু তাই বলে কি অনলাইনে আয় করবোনা। হ্যা করবো। তবে সবকিছু বুঝে শুনে তারপর করবো।

এখানে অনেকেই আছেন। সামান্যতম জ্ঞান নিয়ে নেমে পড়েন অনলাইনে আয় করার অভিযানে। ফলে যা হয় তা তো বোঝেন আর কি!

আসল কথায় আসি কিভাবে ইউনিক কন্টেন্ট লিখে নিজেকে সারা পৃখিবীর বুকে পরিচিত করাবেন।

  • ১। অবশ্যই ইউনিক কন্টেন্ট লিখতে হবে। ইউনিক শব্দের মানে অনেকেই বুঝেনা। যার কারনে ব্যর্থ হয়। মনে রাখবেন সত্য পথে চললে আপনাকে কেউ আটকাতে পারবে না। তাই বলে নিরীহ মানুষের মত থাকলে চলবে না।
  • ২। প্রতিদিন কমপক্ষে ৫ টি করে ব্লগ লিখুন।
  • ৩। অবশ্যই ব্লগের সবগুলো ছবি আপনি ক্যাপচার করবেন। অর্খাত ইউনিক ছবি তুলবেন যা অন্য কারো সাথে না মিলে অথবা কারো ছবি কপি করে জুড়ে দিবেন না।
  • ৪। অনেককেই দেখছি বিভিন্ন অ্যাড সাইটে বসাচ্ছেন। কন্ন্টে ইউনিক লিখছেন কিন্তু ছবি? এটা দেখা যাচ্ছে কোন সাইটের ছবি কপি করা। তাহলে কি ইউনিক হলো।
  • ৫। একবার ভেবে দেখুন তো? আপনি যে ছবিটি কপি করে আপনার ব্লগের সাথে লাগিয়ে দিলেন তাতো আর একজন কত কষ্ট করে বানিয়েছে। আসল ব্যাপার সেটি নয় ভাবছেন ছবি ধরার কোন উপায় নেই। আছে। কারন প্রতিটি ছবির একটি প্রপার্টিজ থাকে। যেটা ইন্টারনেটে ছাড়লে তা সার্চ ইঞ্জিনে ধরা পড়ে।
  • ৬। আপনি যা পারেন তাই দিয়ে টিউটোরিয়াল লিথুন। দেখুন প্রতিদিন যদি কমপক্ষে ৫ টি ব্লগ লিখতে পারেন। তাহলে মাসে আপনার ১৫০ টি ইউনিক ব্লগ হয়ে যাবে। যা কিন্তু অনেক। এভাবে চালাতে থাকলে আর আপনার সবগুলো ব্লগইন্টারনেটে আপনার সাইটে প্রকাশিত হলে আপনি অটোমেটিক বিশ্বের দরবারে পরিচিতি হয়ে যাবেণ।
  • ৭। বিভিন্ন ফ্রি সাইট করার সুযোগ রয়েছে। তারা শুধু চায় ইউনিক লেখা। লিখুন আর আয় করতে থাকুন। আপনার কন্টেট যদি কপি না হয় তাহলে আপনি সেরা হবেনই।
  • ৮। তবে ভাই কষ্ট কিন্তু একটু হবেই। জানেন তো সহজ পথে আপনাকে কেউ টাকা দিবে না।
  • ৯। সবসময় ইউনিক কিছু লেখার।

আশাকরি আরো কিছু পরে লিখব।

Level 0

আমি simon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একেবারে সত্যি কথা বলেছেন।

Level 0

ধন্যবাদ বাংলাসেন্স ভাই

Level 0

আপনার লেখা টি খুব সুন্দর এবং সব কথাই সত্য।
আপনার ওয়েবসাইট টি দেখলাম।ভালই।তবে আপনি ইংরেজি তে অনেক কাঁচা।আরো ভালো ভাবে ব্লগ জানতে হবে।আপনার Alexa Ranking নাই।
আমার ব্লগ টি দেখুন।http://softmukut.blogspot.com/ মাত্র ২মাস এ ৯৬লাখ র‍্যাংকিং থেকে এখন ২৭লাখ এ আছে.

আপনার ব্লগ কে আরো ভালো ভাবে বানাতে এই ব্লগ টি দেখুন।এখানে অনেক কিছু দেয়া আছে।http://bloggertricksfilter.blogspot.com/

    Level 0

    ভাই এই ব্লগটি কেবল গতকালকে সদ্য এবং নতুন চালু করেছি মাত্র। তাই এর অনেক কাজ বাকী। করে ফেলবো।

Level 0

আপনার লেখা টি খুব সুন্দর এবং সব কথাই সত্য।
আপনার ওয়েবসাইট টি দেখলাম।ভালই।তবে আপনি ইংরেজি তে অনেক কাঁচা।আরো ভালো ভাবে ব্লগ জানতে হবে।আপনার Alexa Ranking নাই।
আমার ব্লগ টি দেখুন। http://softmukut.blogspot.com/ মাত্র ২মাস এ ৯৬লাখ র‍্যাংকিং থেকে এখন ২৭লাখ এ আছে.

আপনার ব্লগ কে আরো ভালো ভাবে বানাতে এই ব্লগ টি দেখুন।এখানে অনেক কিছু দেয়া আছে। http://bloggertricksfilter.blogspot.com/

    Level 0

    গতকালকের চালু করা ব্লগে কিভাবে alexa তে পৌছবে। গতকালকে চালু করেছি সুতরাং এই ব্লগটির বয়স মাত্র ১ দিন।