ইন্টারনেট থেকে কম দামে কল ও এসএমএস

সালাম সবাইকে অনেক দিন থেকে ভাবতেছি লিকব কিন্তু কেন যেন মনে সাহস পাচ্ছিলাম না। আবার ভাবলাম যে ডুবে যাওয়ার চিন্তা করে সে কখনও সাতার কাটতে পারে না।  তাই ভাবলাম ভুল হুক তবুও লিকব।

প্রতমে সন্মান জানাই টপ টিউনার দের যাদের অক্লান্ট পরিশ্রম এর ফলে আজ এই ওয়েবসাইট এর বিসাল জন প্রিয়তা।ধন্যবাদ জানাই টিনটিন ভাই মঈন ভাই মামুন ভাই মেহেদি ভাই সাকিল ভাই ফাইসাল ভাই যাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি। আর যাদের কথা না বললেই নই তারা হলেন techtunes কতৃপক্ক অনেক ধন্যবাদ সুন্দর ওয়েবসাইট উপহার দেওয়ার জন্য।

ভুমিকা অনেক বর হওয়াই মাফকরবেন।  আর হে আমি ইতালি প্রবাসি আর আমরা মানে যারা প্রবাসি তাদের প্রিয় বন্দু হচ্চে টেলিফোন কারন দেশের প্রিয় জনদের সাথে যোগাযোগের এক মাত্র মাধ্যেম তাই সব সময় খুজি কিভাবে কম দামে কথা বলা যাই।আর এই প্রয়োজনে খুজে পাই একটা ওয়েব সাইট http://progx.ch/home-voip-prixbetamax-3-1-1.html যেখানে german এর company betamax পৃথিবীর সব দেশের price list দেয়া আছে এবং lowrate নীল  দাগ  high rate লাল দাগ দেয়া আছে এতে করে।সহযে নিজের কাংখিত টা বেছে নেয়া যাই।অনেক সময় rate দেখার জন্য ভিবিন্ন সাইট ঘুরতে হই।কিন্তু এই খানে এক সাথে সব।লিখায় ভুল হলে মাফ করবেন সবাই ভাল থাকুন।

Level 0

আমি wahidur rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

হুম। ভালো একটা জিনিস। ফ্রী voip Solution নিয়ে কিছু জানা থাকলে অবশ্যই লিখবেন। টেকটিউনস এ আপনাকে সাগতম।

ধন্যবাদ এই খানে চোখ রাখুন ওরা হঠাৎ দেকবেন ফ্রী দিয়ে দিয়েছেন কারন যেমন আগে lowrate ফ্রী ছিল।ওরা কিছু দিন পর পর update করে থাকেন

ভুল কোথায়?? কোনো ভুল নাই। ভাই আপনি আজই ভয়কে ঝেড়ে ফেলে আরও অনেক টিউন করা শুরু করুন। দেখবেন একদিন আপনার নামও টপ টিউনারের মাঝে দেখা যাবে। দোয়া,ভালবাসা,স্নেহ,সম্মান সবই রইল।

ধন্যবাদ ফয়সল ভাই