আমাদের দেশ বিশ্বের সবচেয়ে কম গতির ইন্টারনেট ব্যবহারকারি দেশগুলোর মধ্যে অন্যতম। ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা কর্তৃপক্ষের অবহেলা ও অনিচ্ছার কারনে উচ্চমূল্য ও স্বল্পগতির ইন্টারনেট ব্যবহারে বাধ্য হই। একটা কথা আমরা প্রায়ই বলে থাকি পৃথিবীর অন্যান্য দেশে ব্রডব্যান্ড স্পিড এত কম না এবং এর চেয়ে সস্তা। এটি কতটুকু সত্যি? আসুন দেখে নেইঃ
ব্রডব্যান্ডঃ
প্রথমেই বলে রাখা ভাল ব্রডব্যান্ড ইন্টারনেট বলতে কি বোঝায়।
ব্রডব্যান্ড বলতে ন্যুনতম 256 কিলোবিট/সেকেন্ড গতির ইন্টারনেটকে বোঝায়। সূত্রঃ Here
ITIF এর রিপোর্টে দেখা যায় উচ্চগতির ব্রডব্যান্ড প্রাপ্তিতে সবচাইতে এগিয়ে আছে জাপান।
দেখা যাক সবগুলো দেশের রিপোর্ট-
Country | Highest Speed(mbps) | Price Per megabit(US Doller) | মন্তব্য |
---|---|---|---|
1. Japan | 61 | 0.27 | খুবই উচ্চগতির ও সস্তা |
2. Korea* | 46 | .45 | উচ্চগতিরো সস্তা |
3. Finland | 22 | 2.77 | উচ্চগতির |
4. Sweden | 18 | .63 | উচ্চগতির ও সস্তা |
5. France | 18 | 1.64 | উচ্চগতির ও রিজনেবল |
6. Netherlands | 9 | 4.31 | উচ্চগতির ও দামী |
7. Portugal | 8 | 10.99 | উচ্চগতির কিন্তু খরুচে |
8. Canada | 7.6 | 6.50 | উচ্চগতির কিন্তু দামী |
9. Poland | 7.5 | 13 | উচ্চগতির ও খরুচে |
*15. USA | 4.8 | 3.33 | মধ্যম গতির কিন্তু রিজনেব |
Month- February,2011 >
*এখানে উল্লেখ্য যে কোরিয়ায় ইন্টারনেট ব্যবহারের হার সবচাইতে বেশি ও তা প্রায় ০.৯০/প্রতি বাসা।
এখন চলুন দেখি akamai এর সমীক্ষায় বিভিন্ন মহাদেশের প্রথম Topper দেরঃ
এশিয়াঃ
দেশ | এভারেজ স্পিড kbps | ম্যাক্সিমাম স্পিড kbps |
---|---|---|
Japan | 7863 | 25790 |
South Korea | 12021 | 32708 |
Hong Kong | 9010 | 29570 |
ইউরোপঃ
দেশ | এভারেজ স্পিড kbps | ম্যাক্সিমাম স্পিড kbps |
---|---|---|
Sweden | 6181 | 19209 |
Portugal | 3983 | 16014 |
Belgium | 4768 | 16509 |
মিডল ইস্টঃ
দেশ | এভারেজ স্পিড kbps | ম্যাক্সিমাম স্পিড kbps |
---|---|---|
Israel | 2988 | 10922 |
Saudi Arabia | 2189 | 7213 |
Syria | 3034 | 5911 |
লাতিন আমেরিকা:
দেশ | এভারেজ স্পিড kbps | ম্যাক্সিমাম স্পিড kbps |
---|---|---|
Chile | 2202 | 8896 |
Colombia | 1530 | 6248 |
Argentina | 1426 | 6196 |
উত্তর আমেরিকাঃ
দেশ | এভারেজ স্পিড kbps | ম্যাক্সিমাম স্পিড kbps |
---|---|---|
USA | 4684 | 16207 |
Canada | 4796 | 14590 |
সম্প্রতি জানা গিয়েছে বাংলাদেশ সরকার ব্যান্ডউইডথ রফতানি করছে। এটি সম্পূর্ণ ভুল একটি সিদ্ধান্ত বলে আইটিসি সেক্টরের বিশেষজ্ঞরা মনে করেন। যে দেশে ইন্টারনেটের গড় স্পিড মাত্র ১০-৩০কিলোবাইট/সেকেন্ড, ব্যান্ডউইডথের দাম আকাশছোঁয়া, সরাসরি স্ট্রিমিং করে কোন উচ্চমান সম্পন্ন ভিডিও দেখা যায় না, সাধারন লাইনে কোন ভিডিও কনফারেন্স করা এমনকি VOIP কল করা কঠিন হয়ে দাড়ায়, আর SSC/HSC-র ফলাফল বের হবার দিনে রাষ্ট্রীয় শিক্ষাবোর্ডের সাইটে জনগন ফলাফল দেখতে ঢুকতে পারে না ব্যান্ডউইডথ -এর অভাবে, সে দেশ কি করে ব্যান্ডউইডথ রফতানির সিদ্ধান্ত নিতে পারে তা এখন আপনারাই ভেবে দেখুন।
Technorati Tags: internet speed, internet, internet speed comparison
আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।
হতাশ হয়ে গেলাম।
অ হ্যা, এসব জানানোর জন্য ধন্যবাদ।
কষ্ট পেলাম কারণ আমরা এরকম সুবিধা আদৌ পাব কিনা জানিনা।