বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেটের গতি ও মূল্য [সামগ্রিক ও মহাদেশভিত্তিক পরিসংখ্যান]

আমাদের দেশ বিশ্বের সবচেয়ে কম গতির ইন্টারনেট ব্যবহারকারি দেশগুলোর মধ্যে অন্যতম। ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা কর্তৃপক্ষের অবহেলা ও অনিচ্ছার কারনে উচ্চমূল্য ও স্বল্পগতির ইন্টারনেট ব্যবহারে বাধ্য হই। একটা কথা আমরা প্রায়ই বলে থাকি পৃথিবীর অন্যান্য দেশে ব্রডব্যান্ড স্পিড এত কম না এবং এর চেয়ে সস্তা। এটি কতটুকু সত্যি? আসুন দেখে নেইঃ

ব্রডব্যান্ডঃ
প্রথমেই বলে রাখা ভাল ব্রডব্যান্ড ইন্টারনেট বলতে কি বোঝায়।
ব্রডব্যান্ড বলতে ন্যুনতম 256 কিলোবিট/সেকেন্ড গতির ইন্টারনেটকে বোঝায়। সূত্রঃ Here

ITIF এর রিপোর্টে দেখা যায় উচ্চগতির ব্রডব্যান্ড প্রাপ্তিতে সবচাইতে এগিয়ে আছে জাপান।

দেখা যাক সবগুলো দেশের রিপোর্ট-

CountryHighest Speed(mbps)Price Per megabit(US Doller)
মন্তব্য
1. Japan610.27খুবই উচ্চগতির ও সস্তা
2. Korea*46.45উচ্চগতিরো সস্তা
3. Finland222.77উচ্চগতির
4. Sweden18.63উচ্চগতির ও সস্তা
5. France181.64উচ্চগতির ও রিজনেবল
6. Netherlands94.31উচ্চগতির ও দামী
7. Portugal810.99উচ্চগতির কিন্তু খরুচে
8. Canada7.66.50উচ্চগতির কিন্তু দামী
9. Poland7.513উচ্চগতির ও খরুচে
*15. USA4.83.33মধ্যম গতির কিন্তু রিজনেব

Month- February,2011 >

*এখানে উল্লেখ্য যে কোরিয়ায় ইন্টারনেট ব্যবহারের হার সবচাইতে বেশি ও তা প্রায় ০.৯০/প্রতি বাসা।

এখন চলুন দেখি akamai এর সমীক্ষায় বিভিন্ন মহাদেশের প্রথম Topper দেরঃ

এশিয়াঃ

দেশএভারেজ স্পিড kbps
ম্যাক্সিমাম স্পিড kbps
Japan786325790
South Korea1202132708
Hong Kong901029570

ইউরোপঃ

দেশএভারেজ স্পিড kbpsম্যাক্সিমাম স্পিড kbps
Sweden618119209
Portugal398316014
Belgium476816509

মিডল ইস্টঃ

দেশএভারেজ স্পিড kbpsম্যাক্সিমাম স্পিড kbps
Israel298810922
Saudi Arabia21897213
Syria30345911

লাতিন আমেরিকা:

দেশএভারেজ স্পিড kbpsম্যাক্সিমাম স্পিড kbps
Chile22028896
Colombia15306248
Argentina14266196

উত্তর আমেরিকাঃ

দেশএভারেজ স্পিড kbpsম্যাক্সিমাম স্পিড kbps
USA468416207
Canada479614590

সম্প্রতি জানা গিয়েছে বাংলাদেশ সরকার ব্যান্ডউইডথ রফতানি করছে। এটি সম্পূর্ণ ভুল একটি সিদ্ধান্ত বলে আইটিসি সেক্টরের বিশেষজ্ঞরা মনে করেন। যে দেশে ইন্টারনেটের গড় স্পিড মাত্র ১০-৩০কিলোবাইট/সেকেন্ড, ব্যান্ডউইডথের দাম  আকাশছোঁয়া, সরাসরি স্ট্রিমিং করে কোন উচ্চমান সম্পন্ন ভিডিও দেখা যায় না, সাধারন লাইনে কোন ভিডিও কনফারেন্স করা এমনকি VOIP কল করা কঠিন হয়ে দাড়ায়, আর SSC/HSC-র ফলাফল বের হবার দিনে রাষ্ট্রীয় শিক্ষাবোর্ডের সাইটে জনগন ফলাফল দেখতে ঢুকতে পারে না ব্যান্ডউইডথ -এর অভাবে, সে দেশ কি করে ব্যান্ডউইডথ রফতানির সিদ্ধান্ত নিতে পারে তা এখন আপনারাই ভেবে দেখুন।

Technorati Tags: , ,

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হতাশ হয়ে গেলাম।

অ হ্যা, এসব জানানোর জন্য ধন্যবাদ।

কষ্ট পেলাম কারণ আমরা এরকম সুবিধা আদৌ পাব কিনা জানিনা।

    আমরা পাব কি না তা বাদ দেন, আমাদের পরের প্রজন্ম পাবে কিনা তাই দেখার বিষয়।

    সহমত। ইচ্ছে সরকারের আক্কেলের উপর এটম বোমা মারি!

    Level 0

    বাংলাদেশে জন্মে গর্বিত কিন্তু এই চার্ট দেইখা মনডা খারাপ হয়ে গেলো 🙁

    কিছু করার নাই ভাইয়া

রপ্তানী করা ভুল সিদ্দান্ত না, পাগলের কাজ।

    ভাল বলেছেন

    Level 0

    টিটির মেম্বার ও ভিজিটরদের কাছে সাহায্য প্রার্থনা করছি সরকারকে পাগল থানায় ভর্তি করানোর জন্য টাকা দান করুন । অনুগ্রহ করে আমার ডাকে কেউ সারা দিবেন না

    আমাদের কি কিছুই করার নাই? ধন্যবাদ এরকম একটি postএর জন্য।

    সেটাই! কিছু কি করার নাই?

    আমরা কি কিছু সাজেস্ট করি ?

    সেটা ই-মেইল করে পাঠানো হবে তথ্য মন্ত্রনালয়ে । সবাই মতামত দিন

last few months, our connection improves twice as much without any extra penny. but abroad they uses 2 mbps for 4500 bdt or more which we can afford

    ভাই, কোন দেশের কথা বলেন? আমার বন্ধু ৮ এম্বিপিএস ব্যবহার করে মাত্র ১৫ পাউন্ডে

ভাল হয়েছে ভাই। তবে হতাশ হই যখন আমাদের দেশের কথা চিন্তা করি। কিভাবে আমরা ডিজিটাল হব?

ভাই বাংলাদেশর ব্যান্ডওয়াইথ এর দামটা বললেন না !

1mbps=198 USD !

    ভাই যাই বলেন না কেন আমাদের এত দাম দিয়ে নেট ইউজ করতে হয় না। 198USD=198*70tk=13860টাকা!!!!!!!

    এই দাম কি করে কম হল ?

তথ্য বহুল টিউন…………
……….আহা রে……জাপানের যদি জম্নগ্রহন করতে পারতাম……………..???
ধন্যবাদ টিউনটি করার জন্য । বাংলাদেশে কবে এমন হবে

    জাপানও তো একদিনে উন্নতি করে নি। ঘুর্নিঝড় বোমা ভূমিকম্প কত কিছু হয় তবু তারা এমন মাথা উঁচু করে দাঁড়িয়ে

Haire bangladesh .je 20GB ace tar 25% ekon use hoe .abar 100GB kentace.poran pagoler vat nai noton pagoler amdani

আসল সমস্যা টা কথায় জানেন, যারা দেশ চালাছেছ (!!!) বা চালিয়েছে (!!!) তারা এইসব এর কিছুই বুঝে না, খালি ক্যামনে নিজের পকেট ভরা যায়, এইটা দেখে। আর চিপায় পরি , আমরা, জেনারেল পাবলিক। একজন মিনিস্টার কে একটা গেম ডাউনলোড করতে দেয়া উচিত । :@

    হা হা হা! ভাল বলেছেন !
    এটাই আমাদের জাতীয় দাবি হোক না?

    সকল মিনিস্টারকে গেইম ডাউনলোড করা জানতে হবে।

ভাই যারা আইসিটি সম্পর্কে জানে না তারা যদি আইটিসি সেক্টরের নেতৃত্ব দেয় তাহলে এই অবস্থা ছাড়া উপায় নাই।

    যারা জানে তারাই বা কই থাকে? মুনির হাসান স্যার আইটিসি মন্ত্রনালয়ের উপদেষ্টা। উনি কিছু জানান না কেন?

Level 0

জটিল হইছে ভাই…:))

ami aj theke 2 year's dore regular tt pori. kinto kono din tune & montobbo dei nai. aj apnar tune pore na dia parlam na. vai apnar tune ta "o-shadaron" khobi sondor hoiche. a rokom tune koren onek kichu jana jabe……….

    আমি কৃতজ্ঞ ! আমি সত্যিই কৃতজ্ঞ!
    থেমে থাইকেন না? শুরু যখন করেছেন, চালিয়ে যান?

Level New

ব্যান্ডউইডথ রফতানির কথা আসলে সঠিক ???? মামলা করে দেয়া উচিৎ সরকারের বিরুদ্ধে

    আমার মনে হয় চিন্তাভাবনা চলছে এই স্টেজে আছে। তবে কথাটা সত্যি

Level 0

Are vai Mathamota Lovir Dol sob power e jai, eder diya Golabazi chara r kisu hobe na… R sob Desh Technologyte amader samne unnoto hoy, r amra bekuber moto liner ise jaite jaite ekdom get er baire chole jai

আমাদের বন্ধু দেশ ভারতে রপ্তানী করবে তাও আবার !!!!!!!!!!!!!

    হ্যা ! হবে না? ছেলে আমার বালকদাসী, ভালমন্দ খেতে ভালবাসি !

Level 0

Ak ta FAltu sorkar koy digital korbo desh-re, kintu desh-re boshaia rakhse gadar opure………..

Level 0

ওরা ডাউন লোড বলতে বুঝে অন্যের টাকা নিজের পকেটে রেখে ভারি করা। আবার স্পিড বলতে হয়তো বুঝে গাড়ির গতি ।

চিন্তার কোন কারণ নাই। দুবাই চলে আসেন। গণসংবর্ধণা দেব…………. আমিও আছি আপনার সাথে……………..।

    না ভাই, নিজের দেশে বসেই কিছু করতে চাই। দরকার হলে আমেরিকার মত অন্য দেশকে খালি করে নিজের দেশ ভরতে চাই

সম্প্রতি জানা গিয়েছে বাংলাদেশ সরকার ব্যান্ডউইডথ রফতানি করছে। এটি সম্পূর্ণ ভুল একটি সিদ্ধান্ত বলে আইটিসি সেক্টরের বিশেষজ্ঞরা মনে করেন। যে দেশে ইন্টারনেটের গড় স্পিড মাত্র ১০-৩০কিলোবাইট/সেকেন্ড, ব্যান্ডউইডথের দাম আকাশছোঁয়া, সরাসরি স্ট্রিমিং করে কোন উচ্চমান সম্পন্ন ভিডিও দেখা যায় না, সাধারন লাইনে কোন ভিডিও কনফারেন্স করা এমনকি VOIP কল করা কঠিন হয়ে দাড়ায়, আর SSC/HSC-র ফলাফল বের হবার দিনে রাষ্ট্রীয় শিক্ষাবোর্ডের সাইটে জনগন ফলাফল দেখতে ঢুকতে পারে না ব্যান্ডউইডথ -এর অভাবে, সে দেশ কি করে ব্যান্ডউইডথ রফতানির সিদ্ধান্ত নিতে পারে তা এখন আপনারাই ভেবে দেখুন।………………। jotil bolechen

Level 0

Jotil Tune 🙂 Thanks Vai Khub Shundor Hoyeche. Jekhane Amader Nejeder Net Speed Ato Kom Saekhane Sarkar Bandwith Roptani Korbe. Ato Dakhe Desher Jonogoner pete Lathi Marar Moto…

Level 0

সুইডেন এ সবোচ্চ গতি হলো ৪৫ এম.বি। আমি যেটা ব্যবহার করি সেটা হলো ২৪ এম.বি লাইন। বিল দিতে হয় ৩৪৯ ক্রাউন প্রতি মাসে।

কি আর কইতাম সেইদিন স্পীড টেস্ট ডট নেট এর ফেসবুক ফ্যান পেজ এ দেখলাম একজন ৯৭এমবিপিএস স্পীড এর নেট ব্যাবহার করে মাত্র ২৭ ইউরো তে। 🙁 সত্যি না মিথ্যা জানি না। লেখাটা আপনার ব্লগে পরছিলাম আগে এখানেও আবার পড়লাম । খুব কষ্ট লাগে
🙁

Level 0

many many thanks.

ভাই জাপানে পার এমবি ডাঊনলোড করতে ০.২৭ ইউএসডি ডলার লাগে আর এইটা আপনার কাছে সস্তা মনে হয় !!!!!!! আমি প্রতি মাসে কমপক্ষে ৩ কি ৪ জিবি ডাঊনলোড করিই । মাঝে মাঝে ১০ জিবিও পার হয়ে যায় । সে ক্ষেত্রে আমি এই মূল্যে যদি ৩.৫০ জিবি এর মূল্য পরিশোধ করতে যাই তবে আমাকে ৯৬৭.৬৮ ইউএসডি ডলার গুনতে হবে । যদি প্রতি ডলার এর মূল্য বাংলাদেশের ৬৮ টাকাও হয় তবে বিল হবে বাংলাদেশি মুদ্রায় ৬৫,৮০২.২৪ টাকা । ভাই আমি অনেক বেশি শান্তিতে আছি । মাসে নেট বিল দেই ৪০০ টাকা । না খাইয়া মরতে চাই না । মরিতে চাই না এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই ।।