আসসালামু আলাইকুম।
#keep_it_please
আজকে আমি এই টিউটোরিয়াল এ ভিপিএন সম্পর্কে বিস্তারিত জানাব। ভিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটয়ার্ক এর সংক্ষিপ্ত রূপ। শুধু ভার্চুয়াল জগতে বিচরণ করাই যদি আপানার কাজ হয় তাহলে আপনাকে ভিপিএন এর সাহায্য অবশ্যই নিতে হবে। ভিপিএন আপনাকে সামগ্রিক ভাবে সকল নিরাপত্তা প্রদান করবে। এখন আসি বিস্তারিত আলোচনায়।
এর মজার উত্তর টা হয়তো সবার কাছে জানা আছে। কেউ কেউ বলবে ভিপিএন খুব একটা জঘন্য জিনিস।
আবার কেউ কেউ বলবে ভিপিএন কি ভাই? আমি তো জানি না। আচ্ছা কোনো সমস্যা নাই। আপনি গুগল থেকে সার্চ করেন পেয়ে যাবেন।
ভিপিএন তৈরি করা হয়েছে মুলত ইন্টারনেট ব্যবহারকারীদের সামগ্রিক নিরাপত্তার কথা চিন্তা করে। কোনো খারাপ কাজের জন্যে ভিপিএন তৈরি করা হয় নি। বরং ইন্টারনেট ব্যবহারে স্বাধীনতা রক্ষার জন্যে ভিপিএন তৈরি করা হয়েছে।
আপনি জেনে হয়তো অবাক হবেন যে, ইন্টারনেটে সার্ভিস প্রভাইডার রা নিয়মিত আপনার ব্রাউজিং হিস্ট্রি চেক করে। এমনকি আপানার ব্রাউজার কতৃপক্ষ এই কাজ টা করার ক্ষমতা রাখে। এমনটা প্রায়ই হয় যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে কারও ব্রাউজিং হিস্ট্রি বিক্রি পর্যন্ত করে। বিশ্বাস না হলেও এটাই সত্যি। ভিপিএন আপনাকে এর থেকে বাচাবে।
ভিপিএন আপনার লোকাল নেটওয়ার্ক এর ভিতোর একটি সুরঙ্গ তৈরি করে। যার ভিতর দিয়ে আপনি নিরাপত্তার সাথে যেকোনো কিছু ব্রাউজ করতে পাবেন। আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হয়তো আপনার জন্য অনেক ওয়েসাইট ব্লক করে দিয়ে রাখতে পারে। কিংবা কোনো গেম বা অ্যাপ ব্লক করলে আপনি চাইলেও সেখানে ঢুকতে পারবেন না। এজন্য আপনাকে সেই গোপণ সুরঙ্গ অর্থাৎ ভিপিএন ব্যবহার করতে হবে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যদিও দেখতে পাবে যে আপনি ভিপিএন ব্যবহার করতেছেন কিন্তু আপনি কি ব্রাউজ করছেন আর কোথা থেকে ব্রাউজ করছেন কিছুই বুঝবে না। আপনার আইপি এ্যড্রেস তখন লুকানো থাকবে। এবং কোনো অজানা আইপি এ্যড্রেস দিয়ে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন।
আরো পড়ুন,
১। ব্রাউজিং হিস্ট্রি।
আপনি সাধারণ ভাবে ইন্টারনেটে কখনো স্বাধীন নন। ইন্টারনেটে আপনি যেখানে ঘুরেন না কেনো, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও ব্রাউজার কতৃপক্ষ রীতিমতো আপানার ব্রাউজিং হিস্ট্রি চেক করে। এমনকি কিছু ওয়েবসাইট ও এই কাজ গুলো করতে পারে। ব্রাউজার কতৃপক্ষ আপানার ভিজিটকৃত ওয়েবসাইট এর তালিকা গুলো আপনার আইপি এ্যড্রেস এর সাথে সংরক্ষণ করে রাখে। যা পরবর্তীতে আপনার জন্য মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে।
এখন বলি,
আপনি কেনো ব্রাউজিং হিস্ট্রি প্রাইভেট করতে যাবেন?
আপনাদের সুবিধার্তে আমি দুটি উদাহরণ তুলে ধরি।
ধরুন আপনি কোনো মেডিকেল ফর্মুলার জন্যে স্বাস্থ্য বিষয়ক কোনো ওয়েবসাইট ভিজিট করলেন। এতে কিন্তু কোনো সমস্যা নেই। সমস্যা হবে একটু পরে, আপনি যখন আবার কিছু ব্রাউজ করবেন তখন দেখবেন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিজ্ঞাপণ আপনার ব্রাউজার শো করছে। তাহলে কি বুঝলেন? আপনার ব্রাউজার দ্বারা আপনি নিরাপদ নন।
আবার আপনি যখন ভ্রমণের জন্যে এয়ারলাইনস কতৃপক্ষ হতে তাদের ওয়েবসাইটে অনলাইনে টিকিট কিনবেন। তখন তারা আপনাকে এমন কিছু তথ্য দিবে যা আপনার জন্যে অনেক দামি। আর ইন্টারনেটে দক্ষ কেউ একজন চেষ্টা করলে অনায়াসে আপনার এই তথ্য গুলো হাতিয়ে নিতে পারবে।
এগুলো হচ্ছে মাত্র দুটি বাস্তব উদাহরন। আপনি হয়তো ভাবছেন যে আমি প্রাইভেট ব্রাউজার ব্যবহার করি। কিন্তু না প্রাইভেট ব্রাউজার গুলো আপনার জন্য নিরাপদ নয়। তারাও একি কাজ করে।
ভিপিএন আপনার ব্রাউজিং হিস্ট্রিকে পুরোপুরি নিরাপদ করবে।
২। নন স্টপ গেমিং
আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যদি কোনো গেম খেলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে কিংবা ব্লক করে দেয় তাহলে আপনি এগুলো খেলতে পারবেন না। ভিপিএন ব্যবহার করে আপনাকে এগুলো খেলতে হবে। কিছু কিছু গেমার মনে করেন যে ফ্রি ভিপিএন গুলো এর জন্যে যথেষ্ট তাহলে ভুল ভাবছেন। ফ্রি ভিপিএন এ নিরাপত্তাসহ সবকিছু লিমিটেড থাকে। যেমন ব্যান্ডউইথ নির্দিষ্ট করা থাকে, নিরাপত্তা বিহীন এবং সাইবার পুলিশ যেকোনো মুহূর্তে ট্রাক করতে পারে। ফ্রি ভিপিএন ব্যবহার করে ধরা খাওয়ার আশংকা ৯৯.৯ শতাংশ। এসব বিষয় নিয়ে আমরা অন্য একটা পস্য এ আলচনা করবো।
সর্বোচ্চ নিরাপত্তার জন্যে আপনাকে অবশ্যই একটা ভালো ভিপিএন খুঁজে নিতে হবে।
৩। আপনার আইপি এড্রেস ও লোকেশন।
কেউ যদি আপনার আইপি আড্রেস কোনোমতে যেনে নিতে পারে। তাহলে আপনি যখন ইন্টারনেট কোনোকিছু সার্চ করবেন, তখন সে ইচ্ছা করলে আপনার লোকেশন খুঁজে বের করতে পারবে। মনে রাখবেন আপনার আইপি এড্রেস আপনার ডিভাইসের ডাটা বহন করে। যদি আপনার আইপি এড্রেস নিরাপদ না থাকে তাহলে আপনার ডাটা ঝুঁকিতে থাকবে।
আপনি যদি ভিপিএন ব্যবহার করেন তাহলে আপনার আইপি পুরোপুরি নিরাপদ থাকবে। এবং সাথে যে আইপি এড্রেস আপনার না, সে আইপি এড্রেস দিয়ে আপনার অনলাইন প্রাইভেসি নিয়ন্ত্রণ করা হবে। এতে আপনার আইপি এড্রেস সুরক্ষিত থাকবে।
৪। লাইভ স্ট্রিমিং এ আপনার লোকেশন।
আপনি যদি প্রোফেশনাল কোনো স্পোর্টস দেখতে চান তাহলে আপনাকে স্ট্রিমিং সার্ভিস এর জন্যে অবশ্যই টাকা পে করতে হবে। আবার দেশে আপনি যে সকল স্ট্রিমিং ইন্টারনেট এ দেখেন, বিদেশে গেলে আপনি তা দেখতে পারবেন না। এর কারন হচ্ছে আপনার লোকেশন। অর্থাত আপনি দেশের বাহিরে অবস্থান করছেন। সে সব দেশের কিছু ধরাবাধা নিয়ম এর জন্যে এ সমস্যায় ভুগতে হবে আপনাকে। অবশ্য এটা কোনো সমস্যা না। ভিপিএন ব্যবহার করলে সমস্যার সমাধান হয়ে যাবে। ভিওইএন এ আপনার লোকেশন পরিবর্তন করে নিলেই হলো।
৫। আপনার ডিভাইস এর সুরক্ষা
ভিপিএন আপনার সব ধরনের ডিভাইসের নিরাপত্তা দিতে সক্ষম। যেমন, ডেক্সটপ কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট ফোন ইত্যাদি। বর্তমানে প্রায় সব ধরনের ডিভাইসের সাথে বিল্ট ইন ভিপিএন সিস্টেম থাকে। ইন্টারনেট ব্যবহারের সময় আপনার ডিভাইস এর নিরাপত্তা যদি না থাকে। তাহলে যেকোনো মুহুর্তে সাইবার ক্রিমিনালদের তার্গেট আপনি হতে পারেন।
মনে রাখবেন, আপনি যদি পাবলিক ওয়াই-ফাই কিংবা সাইবার ক্যাফেতে ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই ভিপিএন কানেক্ট করেই চালাবেন। কেননা একই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত অন্য একজন দক্ষ ইউজার ইচ্ছা করলে আপনার সব ডেটা হাতিয়ে নিতে পারে।
এক্ষেত্রে ভিপিএন আপনাকে নিরাপদে ডেটা পাঠাতে বা গ্রহণ করতে সাহায্য করবে। যা হ্যাকারদের নাগালের বাইরে।
৬। ওয়েবসাইটের কার্যক্রম ও ইন্টারনেটে স্বাধীনতা।
ভিপিএন কর্তৃপক্ষের কাজ হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের বিরুদ্ধে গিয়ে আপনার নিরাপত্তা নিশ্চিত করা। ভিপিএন ব্যবহারের ফলে আপানার ব্রাউজিং হিস্ট্রি লুকানো থাকবে। ফলে আপনার ব্যপারে সরকার থেকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এর কাছে যদি ব্রাউজিং রেকর্ড চাওয়া হয়। তবুও তারা এ কাজ টি করতে পারবে না। এতে আপনার ইন্টারনেটে স্বাধীনতা নিশ্চিত হলো।
এই গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করাই ভিপিএন এর কাজ।
Technically this post written by:skilljano
এখানে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি। যেসব প্রতিষ্ঠান ফ্রি তে ভিপএন সেবা প্রদান করে থাকে তাদেরও কিন্তু একটা উদ্যেশ্য আছে। এতো বড় একটা ভিপিএন সেবা ফ্রি তে প্রদান করে শুধুমাত্র আপনার ব্রাউজিং হিস্ট্রি হাতিয়ে নেয়ার জন্যে। আপনি যদি ফ্রি ভিপিএন ব্যবহার করে থাকেন তাহলে যেনে রাখুন, অধিকাংশ ফ্রি ভিপিএন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আপনার ব্রাউজিং হিস্ট্রি সেল করে। তাই এখন থেকে সাবধান হওয়াই ভালো। তবে পেইড ভিপিএন এর যা দাম।
আজকের টপিক নিয়ে এই পর্যন্তই লিখলাম। আর হ্যা, আমাদের কম্পানিতে পেইড ভিপিএন সার্ভিস রয়েছে। এখানে রয়েছে মাসিক, অর্ধ-বার্ষিক ও বার্ষিক ডিস্কাউন্ট। আপনারা চাইলে এখান থকে নিতে পারেন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ভাল থাকবেন। ধন্যবাদ।
আমি মিঃ অক্সিডেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Harder than the hardest | Softer than the softest