সুপ্রিয় পাঠকবৃন্দ,
আসসালামু আলাইকুম, আশাকরি আপনারা সবাই ভাল আছেন, আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালই আছি। আজকে আমরা আলোচনা করব খুব জনপ্রিয় একটি ব্রাউজার নিয়ে জার নাম ক্রোম।
ক্রোম হলো গুগলের তৈরি ওয়েব ব্রাউজার। এটি ২০০৮ সালে প্রথম মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য প্রকাশিত হয়। এরপর ক্রমান্বয়ে এটি লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রোসহ অন্যান্য অপারেটিং সিস্টেমের জন্য তৈরি হয়।
গুগলের সাবেক প্রধান নির্বাহী এরিক এমারসন ছয় বছর ধরে একটি ওয়েব ব্রাউজার তৈরির জন্য চেষ্টা করছিলেন। তিনি বলেছিলেন, "তখন, গুগল ছিল খুবই ছোট একটি কোম্পানি। " আর এ কারণেই, তিনি ওয়েব ব্রাউজারের প্রতিযোগিতামূলক বাজারে প্রবেশ করতে চাননি। কিন্তু পরে সের্গেই ব্রিন ও ল্যারি পেইজ কে নিয়ে যখন গুগল আরো পুনরুজ্জীবিত হয়ে ওঠে তখন তিনি মোজিলা ফায়ারফক্স থেকে কিছু ওয়েব ডেভেলপারকে ভাড়া করে আনেন এবং ক্রোম নামে একটি খসড়া ওয়েব ব্রাউজার তৈরি করেন। এ ব্যাপারে পরে এরিক বলেন, "এটা এতোটাই ভালো ছিল যে আমি একটি ওয়েব ব্রাউজার তৈরিতে যথেষ্ট সাহস পাই।
গুগলের তৈরি ব্রাউজার ক্রোম ব্যবহার করে এখন থেকে আগের চেয়েও দ্রুতগতিতে কোনো কিছু খুঁজতে পারবেন ব্যবহারকারীরা। সার্চ ইঞ্জিনটির অমনিবক্স (ব্রাউজারের অ্যাড্রেস ও সার্চ বার) আপডেট করার ফলে এ সুবিধা পাবেন ক্রোম ব্যবহারকারীরা।
ক্রোমের প্রডাক্ট ম্যানেজার ইয়ানা ইউশকিনার এক টিউনে এমনটা জানা যায়। টিউনে উল্লেখ করা হয়, অনুসন্ধানের ফলাফল প্রিফেটেক করার সময় থেকে বর্তমানে ক্রোমে কোনো কিছু অনুসন্ধান করা এখন আরো সহজ।
অমনিবক্সে কোনো বিষয় বা ওয়েব অ্যাড্রেস অনুসন্ধানের সময় সম্ভাব্য সব ফলাফল প্রদর্শন করে থাকে গুগল। তবে এক্ষেত্রে অটোকমপ্লিট সার্চেস অ্যান্ড ইউআরএলস অপশনটি সেটিংসে গিয়ে চালু করে নিতে হবে। এ পদ্ধতি অনুসন্ধানের মাত্রাকে আরো দ্রুত ও কার্যকর করে তোলে। এ সুবিধার ফলে ব্যবহারকারীদের পুরো বিষয় বা ওয়েব অ্যাড্রেসটি টাইপ করার প্রয়োজন হয় না এবং খুব সহজেই তাদের প্রত্যাশিত ফলাফল পেয়ে যায়।
গুগল জানায়, বর্তমানে আগের চেয়ে চার গুণ দ্রুতগতিতে তারা অনুসন্ধানের ফলাফল ব্যবহারকারীদের কাছে তুলে ধরতে পারবে। অমনিবক্সে ব্যবহারকারীরা কোনো কিছু টাইপ করার ৫০০ মিলিসেকেন্ডের মধ্যেই ক্রোম সম্ভাব্য ফলাফল তুলে ধরবে। তবে এ সুবিধা পেতে হলে ব্যবহারকারীদের ডিফল্ট ব্রাউজার হিসেবে গুগল ক্রোম বাছাই করে নিতে হবে। এর মাধ্যমে বিভিন্ন উত্তর প্রদানকারী ওয়েবসাইটগুলো এ ফিচারের দ্বারা প্রভাবিত হয়ে তাদের কোয়্যারি সাজেশন ক্রোমের সার্ভারে প্রেরণ করবে।
পাশাপাশি মার্চে উন্মুক্ত করা ক্রোমের এম৮৯ ভার্সনে আগের তুলনায় মেমোরি ইউজেস ও পারফরম্যান্সের উন্নতি ঘটিয়েছে গুগল।
আজকের টিউনটি কেমন লাগলো? আশাকরি ভালোই লেগেছে, ভাল লাগলে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। পরবর্তী টিউন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ!
আমি মোঃ মোজাহেদুল ইসলাম মিয়া। মাস্টার ইলেকট্রিশিয়ান, হোভার ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লিমিটেড, চট্টগ্রাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি স্পষ্টভাবে নিখুঁত নই, তবে সীমিত সংস্করন।