ব্লগে ইদানিং এই ধরণের পোস্ট দেখি, "ডাউনলোড করুন লেটেস্ট মুভি রেজিউমে সাপোর্ট সহ" আদতে লিঙ্কগুলো ঢুঁ মারলে রেজিউমে সাপোর্ট তো দূরে থাক একেক ফাইলের গিগাবাইট সমান সাইজের দেহ দেখে যখন মাথা চক্কর মারে তখন এই ৩০-৪০ কিলোবাইটের এই ম্যারম্যারা কানেকশনে মুভি ডাউনলোড করার আর সাহস হয় না।
তাই খুঁজতে খুঁজতে এমন একটা সাইটের সন্ধান পেলাম যেটাতে সুত্যিকারের রেজিউমে সাপোর্ট আছে সেই সাথে ফাইলের সাইজও মারাত্মক রকমের ছোট। তাই সাহস করে ডাউনলোড করে ফেললাম হিন্দি "নিউ ইয়র্ক" ইংলিশ "ট্রান্সফরমার ২" "আইস এজ-৩" এর মতো ছবিগুলো একদিনেই।
আসুন এর ভালো মন্দ দিকগুলো দেখি-
একবার ঘুরে এসে দেখুন, লো কানেকশনে আমার জানামতে এরচেয়ে ভালো কোন সাবস্টিটিউট হতে পারে না।
আমি saifimam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি মনে হয় টেকটিউন-এ নতুন? কারন, এই টিউনটা এর আগে কয়েক বার করা হয়েছে। এই লিংকটা একটু দেখতে পারেন……
https://www.techtunes.io/download/tune-id/3136/