আমরা যারা ইন্টানেট ব্যবহার করি তাদের প্রতিনিয়ত বিভিন্ন প্রকার ফাইল আপলোড/ডাউনলোড করতে হয় । সেক্ষেেএ বেশীর ভাগ সময় বিভিন্ন হোস্টিং সাইট থেকে আমরা আপলোড করি বা ডাউনলোড করি ।যেমন Rapidshar ., Hotfile, Media fire , Megauplod, easy share ,Depositfiles, uploading , sharingmatrix, file factory সাইট থেকে । এখন আপনি একটি সাইটে ফাইলে আপলোড করিবেন এবং তার বিনিময়ে পাবেন আপনার পছন্দের এবং জনপ্রিয় ১৪ টি হোস্টিং সাইটে ডাউনলোড লিঙ্ক । এতে আপনার সময় বাচবে এবং ফাইল ডাউনলোড এর কোন সমস্যা হবে না। সাইটি হল www. Mirrorcreator.com
এই সাইটে কোন প্রকার রেজিস্টশন করতে হবে না । প্রিমিয়াম সদস্য হবার প্রয়োজন নেই । শুধু মাএ সাইটি তে প্রবেশ করে আপনার ফাইলের আপলোড করুন এবং আপনার পছন্দের হোস্টিং সাইটগুলো নিবার্চন করে দিন । সব জনপ্রিয় হোস্টিং সাইটের তালিকা থেকে আপনার পছন্দের যে কোন ১৪ টি সাইট নির্বাচন করতে পারবেন । আপনার ফাইলটি আপলোড হবার পর স্বয়ক্রিয় ভাবে আপনার নির্বাচিত হোস্টিং সাইটের ডাউনলোড লিংক আপনি পেয়ে যাবেন ।
ভাল লাগলে কমান্ড করবেন । সবাই ভাল থাকবেন ।
আমি সজিব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার নেট স্পিড গড়ে ২০ বা ২২ কেবিপিএস তার আপলোড করতে কত সময় লাগবে?? জানাবেন। যদি আপলোড করতেই ডাউনলোডের সমান সময় নেয় তাহলে এ পদ্ধতি কার্যকর না।