কেমন আছেন সবাই? নিশ্চই খুব ভাল! আমি আজ একটু বেশী ভাল আছি কারণ, আজ আমার পরীক্ষা শেষ হল! যাক বাজে কথা, কাজের কথায় আসি।
আমরা যারা ইন্টারনেটে ডাউনলোডের কাজে জড়িত তাদের জন্য আজকে নিয়ে এলাম IDM (internet download manager) আমার মনেহয় আপনারা ভাবছেন এই পাগোল পুরানো জিনিস নিয়ে কেন টিউন করতে আসছে! আসলে ব্যাপার খানা তা না। এটা IDM ঠিকই কিন্তু সবচেয়ে লেটেস্ট টা। আবার এটার কোন রেজিসট্রেশন করার দরকার নেই। কারন এটা প্রি-একটিভেট। তো খামাখা কষ্ট করে ক্রাক, প্যাচ করে সময় কেন নষ্ট করবেন। তার থেকে ভাল হয় এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করা!
পোস্টটি ভাল আমার ফেসবুক পেজে একটা লাইক ভোট দিয়েন। আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ভল থাকবেন সবাই।
আমি সুমন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শিরোনাম দেখে ভাবছিলাম নতুন কিছু হবে এখন দেখি আবার সেই পুরান মাল নিয়া আইলেন ।