আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন। আশাকরি ভালই আছেন। আমিও ভাল আছি আপনাদের ভালবাসা ও শুভকামনায়। চারদিকে বিরাজ করসে থমথমে আবহাওয়া । যেকোনো সময় তুফান বা ঝড় এসে লন্ডভন্ড করে দিতে পারে বাড়ি ঘর। আমি থাকি যমুনা সংলগ্ন এলাকা সিরাজগঞ্জে। আমার এলাকার সবার জন্য দোয়া করবেন,যাতে ঝড়ের গতিবেগ একটু কম হয়। ঝড় না হলে তো আরও ভাল হবে।
আপনারা মনে হয় একটু বিরক্ত হচ্ছেন এত কথা বলসি, আসল কথা বলসি না।তাই আর কথা বলবো না আসল এবার কথা বলি। যারা slow speed ও কম নেটওয়ার্ক বিশিষ্ট এলাকার ব্যবহারকারি তারা এখন থেকে অন্য ব্রাউজার বাদ দিয়ে Google Chrome! ব্রাউজার ব্যবহার করুন অনেক ভাল ফল পাবেন। আমি আমার কলেজের প্রায় ১০ জনকে বলি Google Chrome! ব্যবহার করতে। কেননা আমি এটা ব্যাবহার করে অনেক সুফল পেইয়েসি। ১০ জনই আমাকে ধন্যবাদ জানায় এবং বলে তাদের অনেক উপকার হয়েসে। তাই চিন্তা করলাম আপনারা আবার উপকার থেকে বাদ যাবেন কেন। যারা Google Chrome! ব্যবহার করেন তাদেরকে আমিও ধন্যবাদ জানাই, যারা ব্যবহার করেন তাদের জন্য এই টুইটস না। আর যারা ব্যবহার করেন না তাদের বলসি, স্পীড বাড়ানোর জন্য Google Chrome! এর পাশাপাশি অন্য কোন সফট ব্যাবহার করতে হবেনা।
গুগল ক্রোমের স্পিডের পাশা পাশি মজার একটি ফিচার হচ্ছে স্পিড ডায়াল, আপনি যে সকল সাইটে সবচেয়ে বেশি প্রবেশ করেন সেগুলোর থাম্বানাইল হোম পেইজে থাকবে। ফলে সহজেই আপনার পছন্দের সাইট ভিজিট করতে পারবেন।
তাই আর দেরি না করে ডাউনলোড করে নিন। ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কে গিয়ে Accept and Install এ কিল্ক করুন।
Download link:Google Chrome!
সবাই ভাল থাকবেন । নিজের শরীরের জত্ন নিবেন। তারাতারি বিছানায় যাবেন
এটি প্রথমে প্রকাশিত হয়েসে techtweets.com.bd
আমি zahid hassan@। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল লাগে বৃষ্টিতে ভিজতে , আর সাথে যদি পাশের বাড়ির মেয়েটি থাকে তাহলে তো কথাই নেই, ভাল লাগার সীমা ছাড়িয়ে যায় । আগুলোর চেয়ে বেশি ভাল লাগে কম্পিউটারের সাথে গল্প করতে ।আমার ফেসবুকঃ http://www.facebook.com/home.php#!/profile.php?id=100001514299668
যমুনা সংলগ্ন এলাকা সিরাজগঞ্জ থেকে কি লেখলা ভাই? Google Chrome! চিনেনা এরকম কি কেউ আছে?
টিউনের শেষে লিখছ তারাতারি বিছানায় যাবেন, এইটা কাজে লাগতে পারে 😉
যাইহোক আরও ভালো কিছু লিখবার চেষ্টা করবা আশা রাখি