ফাইভারের সকল সমস্যা কমপ্লিট সমাধান দেয়ার চেষ্টা করলাম
গিগ
অ্যাকাউন্ট করার পর ভাল মত গিগ সাযাবেন, ৩টা পিক যেহেতু দিবেন, তাই সুন্দর করে পিক(গিগ ইমেজ) দিবেন, যেটা কভার পিক থাকবে সেটা জেনো সুন্দর হয়, এমন কালার ইউজ করবেন জেনো গিগে ফুটে উঠে ।
ডেসক্রিপশন
গিগের ডেসক্রিপশন সব সময় ইউনিক করে দেয়ার চেষ্টা করবেন, অন্যরা কিভাবে গিগ সাজাইছে সেটা আগে দেখুন, ওদের থেকে কপি করার দরকার নাই, আপনি নিজের মত করে লেখুন, তবে অন্যদের সাথে কিছু টা মিলে গেলে ও সমস্যা নাই
যেমনঃ
- 100% money back guarantee
- 100% satisfaction
এই গুলা প্রায় সবার ই এক হয়ে যায়, সো প্রব্লেম নাই, কিন্তু বাকি ডেসক্রিপশন গুলা নিজের মত করে ইউনিক করে লিখেন।
গিগ টাইটেল
গিগ টাইটেল ইউনিক রাখার চেষ্টা করবেন, বেশি বড় টাইটেল না রেখে সর্ট টাইটেল রাখবেন।
কি-ওয়ার্ডস
যেহেতু ৫টা কি-ওয়ার্ডস আপনি দিতে পারবেন, সো আপনি যেই রিলেটেড কাজ করেন সেগুলার সাথে সামঞ্জস্য রেখে কি-ওয়ার্ডস গুলা দেন
কয়েকমাস হলো গিগের মধ্যে একটা পরিবর্তন এনেছে, যেটা আগে ছিল না সেটা হচ্ছে গিগ পারপাস, নিন্মে কয়েকটা ক্যাটাগরির গিগ পারপাস একত্রে দেয়া হলোঃ-
- Promotional
- Corporate
- Music & Concerts
- Restaurant
- Bar
- Spa & Beauty
- Movies
- Media Kit
- Real Estate
- Travel
- Medical
- Academic
More Article:- healthanytips.com
চেষ্টা করেন স্পেসিফিক কিছু নিয়ে কাজ করার, কারন প্রত্যেকটা ক্যাটাগরির কাজ আছে
এক্সামপলঃ যাদের স্পা রিলেটেড কাজ দরকার তারা প্রথমে স্পা flyer/brochure/poster etc etc লিখেই সার্চ করবে (এটা আমার পার্সোনাল মতামত, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মত করতে পারেন)
গ্রাফিক্স, ওয়েব, যে যেই রিলেটেড কাজ করেন, স্পেসিফিক কিছু করেন, সব কিছুর ই কাজ আছে।
বায়ার রিকুয়েস্ট
অ্যাকাউন্ট করলেন + গিগ করলেন কিন্তু কাজ পাচ্ছেন না, হতাস হয়ে যাচ্ছেন, ভাই অ্যাকাউন্ট করলেই কাজ পাওয়া যায়না, আপনাকে শুরুতে বায়ার রিকুয়েস্ট সেন্ড করতে হবে (ভাগ্য ভাল হলে অনেকে কিছু দিনের মধ্যেই অনেকে পেয়ে যায়)
প্রতিদিন আপনি ১০টা রিকুয়েস্ট সেন্ড করতে পারবেন, এই ১০ টা বায়ার রিকুয়েস্ট আপনি প্রতিদিন কিছু সময়ে ভাগ ভাগ করে সেন্ড করবেন
- দুপুরে ২.৩০-৪ টার দিকে চেক করবেন
- সন্ধার পর ৬/৭ টার
- রাত ১০- ১২টার পর
এই সময়ে বায়ার রিকুয়েস্ট বেশি থাকে, বায়ার রিকুয়েস্ট বেশি দেখলে ১০ টা একবারে শেষ করবেন্ননা, কয়েকবারে ১০ টা সেন্ড করবেন (আমি যখন ফাইভারে কাজ শুরু করেছিলাম এভাবে কাজ করতাম)
বায়ার রিকুয়েস্টে কি লিখবেনঃ
আমরা সবাই এক ই কভার লেটার(মানে আপনি জবে বিড করার সময় যেটা লিখেন) কপি করে মেরে দেই, কোন বড় ভাই/কেউ একটা কভার লেটার দিলো ওইটাই সেন্ড করে দেই, এইরকম কেউ করবেন্না, বায়ার কি চাইছে সেটা দেখুন, বেশি বড় ডেসক্রিপশন না লিখে শর্ট করে লেখুন, যতটুকু দরকার ততটুকু লেখেন
নোটঃ যারা নতুন অ্যাকাউন্ট + নতুন গিগ করেছেন তাদের বায়ার রিকুয়েস্ট অপশনে শুরুতে কিছুদিন বায়ার রিকুয়েস্ট একদম ই থাকেনা, অনেকে হতাস হয়ে টিউন দেন "বায়ার রিকুয়েস্ট নাই", শুরুতে এমন ই হয়, কিছু দিন পরে ঠিক হয়ে যায়, সুতরাং টেনশন করবেন্না।
বায়ার
নতুনদের খুঁজে খুঁজে ইন্ডীয়ান/পাকিস্তানী বায়ার রা নক করে বেশি(যারা পুরাতন ওদের ও করে), কারন নতুনদের দিয়ে অনেক কাজ করানো যায়, এদেশি বায়ার গুলা কাজ করিয়ে নিয়ে পরে রিফান্ড নেয়, অনেক ঝামেলার, সবাই জানেন ওরা কেমন, ওদের কাজ না করাই ভাল, কিছু হলে আপনি সাপোর্টে কথা বলার আগে ওরাই সাপোর্টে কথা বলে ফেলে, তখন আপনার কাজ ও গেলো + আপনার সময় গেলো, আবার ওয়ার্নিং ও খাবেন আপনি। মনে রাখবেন আপনার চেয়ে ফাইভার বায়ারদের মূল্য দেয় বেশি, সো অদের থেকে দূরে থাকেন
নোটঃ সবাই যে খারাপ সেটা না, আমি ও অদের কাজ করছি ভাল বায়ার পাইছি, তবে বাঁশের পরিমান বেশি ছিল, কাজ করিয়ে মানিব্যাক নেয়, মেক্সিমাম ই এমন করে।
আবার, কিছু ক্লায়েন্ট বড় লম্বা মেসেজ দিবে, ওদের সাথে কাজ করার জন্য, আপনাকে ইমেইল দিবে, আপনাকে স্কাইপ দিবে, ওদের ইগ্নোর করবেন, ওরা স্পামার, আপনি এইসব মেসে পাওয়ায় কিছুক্ষণ পর দেখবেন ফাইভার ওদের আইডি খেয়ে দিছে
অনেক ভাল বায়ার কাজ করিয়ে নেয়ার আপনার ইমেইল বা স্কাইপ চাইবে, কিন্তু আপনি ভুল করে ও দিবেন্না, ফাইভার ধরতে পারলে আপনার আইডি শেষ, যদি কোন উপায়ে আপনি দিতে পারেন তাহলে ত বেশ! তবে সাবধান, আর ক্লায়েন্ট যদি ইমেইল/স্কাইপ দেয় দেয় আপনি চাইলে উনাদের সাথে যোগাযোগ করতে পারেন, তবে বলে দিয়েন আপানাদের যে ইমেইল বা স্কাইপে কথা হইছে সেটা জেনো ভবিষ্যতে ফাইভারে ম্যানসন না করে।
ব্রডব্রান্ড / আইপি / ওয়াইফাই
অনেকে টিউন দেন
আমি কি এক ই আইপি দিয়ে ৩-৪ টা অ্যাকাউন্ট চালাতে পারবো?
- না আপনি পারবেন্না
(অনেকে আবার বলে পারবেন, অরা ক্যামনে করে জানা নাই আমার, ভাই যদি আপনি অ্যাকাউন্ট করতে পারেন ২টা, তাহলে আপনি ৫০০ টাকার জন্য কেন রিস্কে যাবেন, ৫০০ টাকা হলে নতুন লাইন নেয়া যায়, মোট কথা রিস্কে না যেয়ে একটা নেট লাইন দিয়ে একটা আইডি ইউজ করেন)
অনেকে আবার বলেন, আমি কি ফাইভারের সাথে সাথে অন্য মার্কেটপ্লেসে ও এক ই আইপি দিয়ে কাজ করতে পারবো?
= জী হা পারবেন
রিয়েল আইপি না শেয়ার আইপি ইউজ করবো?
৩-৪ এম্বির লাইন গুলা আপানাকে বা আমাকে যারা ৫০০ টাকায় যারা দিয়ে বলে এটা রিয়েল আইপি, ওরা নাম্বার ওয়ান বাটপার, রিয়েল আইপি আপনি ১ এম্বি নিতে গেলে মিনিমাম ১০০০ টাকার বেশি লাগে, কথা হচ্ছে আপনি ৫০০ টাকার ঐসব লাইন নিয়ে ও কাজ করতে পারবেন, কোন সমস্যা হবেনা (এক্সাম্পল দেয়ার জন্য ৫০০ টাকা বললাম, এলাকা বেধে ৫০০/৬০০+ ও হয়ে থাকে)
পেমেন্ট মেথড
পেমেন্ট মেথড হিসেবে Payoneer আপনার লাগবে, আপনার যদি পাসপোর্ট বা NID না থাকে তাহলে আপনি আপনার বাবা, মা, ভাই, বোন বা রিলেটিভ যে আছে তার নামে Payoneer অ্যাকাউন্ট করে পেমেন্ট নিতে পারবেন, সমস্যা নাই
নোটঃ অনেকে Paypal এ পেমেন্ট নেয়, অনেকে অনেক ভাবে
বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট করে ফাইভার থেকে পেমেন্ট নেয় (যেহেতু আমাদের দেশে পেপাল লিগ্যাল না তাই ওটা নিয়ে আমি কিছু বল্লাম না)
২৪ ঘণ্ট অনলাইন/একটিভ থাকা
২৪ ঘণ্টা অনলাইনে থাকবেন, যতক্ষণ পিসিতে থাকবেন মোবাইল থেকে ফাইভার অফ করে নিবেন, ঘুমাইতে গেলেন, মোবাইলে অন রাখলেন, বাসার বাইরে কোথাও গেলেন মোবাইলে ফাইভার অন রাখলেন (২৪ ঘণ্টা একটিভ থাকলে ভাল তবে আপনি যতটুকু পারেন একটিভ থাকার চেষ্টা করেন)
আমি কি মোবাইলে অ্যান্ড পিসিতে এক ই সাথে ফাইভার অন রাখতে পারবো? কোন সমস্যা হবে?
উত্তরঃ জি! আপনি মোবাইলে অ্যান্ড পিসিতে এক সাথে অন রাখতে পারবেন + ব্রাউজ ও করতে পারবেন, কোন সমস্যা হবেনা।
অ্যাকাউন্ট কার নামে? NID/Passport আছে?
ফাইভার ভেরিফিকেশন চাইলে আপনাকে ১৪ দিন সময় দিবে, ১৪ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন।
আগে ফাইভারে কোন ভেরিফিকেশন চাইতো না, অনেকে বিভিন্ন পিসি দিয়ে নিজের নামের হাল্কা চেইঞ্জ করে ২-৩টা অ্যাকাউন্ট করে ইউজ করত, ফাইভারে এখন আপনার ফটো ভেরিফিকেশন চাইবে, আপনার NID/Passport ভেরিফিকেশন চাইবে, যাদের NID/passport আছে তাদের তো প্রব্লেম নাই, যদি আপনার NID/passport না থাকে তাহলে আপনি কিভাবে ভেরিফাই করবেন? আর আপনার বয়স যদি ১৮ না হয়ে থাকে তাহলে ত আপনি NID করতে পাবেন্না, তাহলে?
চালাকি উপায়ঃ আপনি আপনার নামে অ্যাকাউন্ট করলেন, কাজ ও করতেছেন, হঠাৎ ফাইভার আপনার ভেরিফাই চাইলো, আপনার নিজের NID/passport নাই, কোন উপায় না পেয়ে আপনি প্রোফাইলে গিয়ে আপনার নাম পরিবর্তন করে আপনার বাবা/মা/ভাই/বোনের নাম দিয়ে দিলেন, এখন আপনি ভেরিফিকেসন করতে পারবেন।
এভাবে ভেরিফাই গত ১ মাস আগে ও করা যেতো, আমি নিজে করে দিছি এক ছোট ভাইয়ের
কিছুদিন আগে এক ছোট ভাইয়ের অ্যাকাউন্টে ভেরিফাই চাইছে, সে যখন তার নিজের নাম পরিবর্তন করে তার বড় ভাইয়ের নাম দিতে চাইলো তখন আর নাম পরিবর্তন হচ্ছেনা, পরবর্তীতে অনেকবার চেষ্টা করাহ হইছে কিন্তু নাম চেইঞ্জ হয়নি, তারপর অ্যাকাউন্ট টা বাদ হয়ে গেলো।
নোটঃ অন্য কারো এইসব হইছে কিনা জানা নাই, আমার ও আর চেক করার অয়ে নেই, এটা ত আর নিজের কাছে না যে ভেরিফিকেশন চাইলে নাম চেইঞ্জ হয় কিনা চেক করা যাবে )।
একটা কাহিনীঃ এক ছোট ভাই কাজ করছিলো, কাজ ও পাচ্ছিলো, হঠাৎ তার ভেরিফিকেসন চাইলো, সময় ১৪ দিন, একটা মজার ব্যাপার হলো সে পাসপোর্ট করতে দেয়ার ৩দিন পর তার ভেরিফিকেশন চাইলো, আমাদের দেশে ত ২২ দিনে দিবে বলে পাসপোর্ট কিন্তু ১ মাস লেগে যায় রেগুলার সময়, ১৪ দিন ফাইভারের ভেরিফিকেসন টাইম আর পাসপোর্ট পেতে প্রায় ৩০ দিন
নোটঃ যদি আপনি ১৪ দিনের মধ্যে পাসপোর্ট/ন্যাশনাল আইডী(NID) না দেখাতে পারেন, সাপোর্টে কথা বলতে পারেন, দেখেন কি বলে উনারে, আমি বলিনি তাই জানিনা।
সঠিক উপায়ঃ আপনার NID নাই আপনি একটা পাসপোর্ট করে নেন, ফাইভারে/ আপওয়ার্ক এ কাজ করার আগেই করে নেন, পাসপোর্ট থাকলে লস নাই, কখন না কখন ভেরিফিকেসন চায় আর আপনি কিছু না দিতে পারলে আপনার অ্যাকাউন্টটাই না চলে যায়, মনে রাখবেন লাইফে কোন প্যারা নেয়া যাবেনা
কিছু কথাঃ
ভালো লাগলে আমার সাইট থেকে একটু ঘুরে আসবেনঃ- healthanytips.com
আর আপনাদের বলি এভাবে কাজ করে যান, আশা করি কাজ পাবেন, তবে.
রিজিক আল্লাহ্র হাতে, এখন অনেক কম্পিটিটর, প্রত্যেকটা ক্যাটাগরিতে অনেক অনেক মানুষ কাজ করতেছে, দিন দিন অনেক নতুন ফ্রিলেন্সার মার্কেটপ্লেসে ঢুকতেছে, আপনি চান আপনি জেনো কাজ পান, অরা ও চায় অরা জেনো কাজ পায়, সো আপনাকে ধৈর্য ধরতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, রিজিকের মালিক আল্লাহ্, আমি জাস্ট সম্পূর্ণ প্রসেস টা বললাম, আশাকরি ভাল কিছু হবে, আপনি শুধু কষ্ট করে যান, আল্লাহ্র উপর ভরসা রাখেন, আল্লাহ্ ত আছেন, সবার জন্য দোয়া রইলো সবাই ভাল কিছু করেন
আমি নিলা খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 13 টিউনারকে ফলো করি।
https://www.tipsnewsbd.com