কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্র রহমতে সবাই ভাল। আজ আমি একটি ছোট কম্পিউটার সম্পর্কে লিখব। ব্রিটেনের একটি দাতব্য প্রতিষ্ঠান এটি তৈরি করছে। খুবই ছোট এ কম্পিউটার টি সামনের বছর বাজারে আসবে বলে জানিয়েছেন দ্য রাসপবেরি পিআই ফাউন্ডেশন এ প্রতিষ্ঠানের প্রধান ডেভিড ব্রাবেন। তিনি আরও বলেন এই কম্পিউটারটির আকার একটি ইউএসবি মেমোরি সমান। আনেক ছোট হওয়ায় কম্পিউটারটি পকেটে করেই বহন করা যাবে। কম্পিউটারটির সাথে কোন মনিটর নেই কিবোর্ড ও নেই । কিবোর্ড লাগানোর জন্য একসাইডে একটি usb পোর্ট আছে। মনিটর লাগানর জন্য এর এক পাসে একটি HDMI পোর্ট আছে।
কি কি আছে ছোট এ কম্পিউটারে…………..
১. ১২ mega pixl ক্যামেরা
২. ৭০০ mhz প্রসেসর
৩. ১২৮ mb রাম
৪. যে কোন টেলিভিশনকে কম্পিউটারটির মনিটর হিসেবে ব্যবহার করা যাবে।
৫. উবুন্তু, সহ সব ধরনের ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করা যাবে
সব সুবিধা থাকার পরও কম্পিউটারটির দাম কম হবে এ ব্যাপারে ডেভিড ব্রাবেন বলেন মুলত এটি স্কুল শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার বিজ্ঞান এবং সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান বিস্তার করা তাদের মুল ল্যক্ষ কম্পিউটারটির দাম কম হওয়ার শিক্ষার্থীদের প্রোগ্রামিং এবং কম্পিউটিং বিষয়ে আগ্রহী হয়ে উঠবে এবং এটি শিক্ষার্থীরা সহজে কিনতে পারবে।
আরও জানতে ভিডিও দেখতে পারেন।
আমি rasel japan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 983 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার প্রযুক্তি বিষয়ে আনেক আগ্রহ। আমাকে পেতে ইমেল করুন [email protected] ফেসবুক ওয়েবসাইট
ভাল খবর জানানোর জন্য ধন্যবাদ।