অনলাইনে যারা ওয়ার্ডপ্রেস-এ লেখা লেখি করেন অর্থাৎ ব্লগিং করেন, তারা একটা সমস্যায় প্রায়ই পড়েন। সেই সমস্যাটি হল যেকোন লেখা অনলাইনে লেখার চেয়ে প্রথমে নিজের কম্পিউটারে ওয়ার্ড বা নোটপ্যাডে লেখেন এর পর সাইটে ঢুকে এডমিন প্যানেলে গিয়ে পোস্ট নিউ তে ক্লিক করে এর পর পেস্ট করেন। এরপর আবার এক এক করে ছবি এড করা, ফরম্যাটিং করা। কত কি !
অনেক ধৈর্য লাগে। একারনেই অনেকে পোস্ট লেখেন না।
এখন যদি বলি, সাইটে না গিয়েই এটা সম্ভব? শুধুমাত্র আপনার ফায়ারফক্স বা ক্রোমেই একটা এড-অন বা এক্সটেনসন দিয়েই এটা সম্ভব? তাও ব্লগে না ঢুকেই?
স্ক্রাইব ফায়ারএড-অন বা এক্সটেনসন দিয়ে আপনি পারবেনঃ
Scribefire এর আরো কিছু বৈশিষ্ট্যঃ
এখানে ইউটিউব ভিডিও দেখুন কি করে Scribefire ব্যবহার করতে হয়ঃ
Scribefire Tutorial: A great blogging tool for WordPressTechnorati Tags: scribefire, dihan91, blogging, শেখাচ্ছি কি ভাবে Scribefire দিয়ে সরাসরি ব্লগে লেখা পাঠানো যায়, স্ক্রাইবফায়ার
আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।
ভালোই তো।দেখি চেষ্টা করে।ধন্যবাদ শেয়ারের জন্য…