Scribefire, এবার সাইটে না ঢুকেই পোষ্ট করুন ইচ্ছা মত নিমেষের মধ্যেই খুব সহজে

অনলাইনে যারা ওয়ার্ডপ্রেস-এ লেখা লেখি করেন অর্থাৎ ব্লগিং করেন, তারা একটা সমস্যায় প্রায়ই পড়েন। সেই সমস্যাটি হল যেকোন লেখা অনলাইনে লেখার চেয়ে প্রথমে নিজের কম্পিউটারে ওয়ার্ড বা নোটপ্যাডে লেখেন এর পর সাইটে ঢুকে এডমিন প্যানেলে গিয়ে পোস্ট নিউ তে ক্লিক করে এর পর পেস্ট করেন। এরপর আবার এক এক করে ছবি এড করা, ফরম্যাটিং করা। কত কি !
অনেক ধৈর্য লাগে। একারনেই অনেকে পোস্ট লেখেন না।

এখন যদি বলি, সাইটে না গিয়েই এটা সম্ভব? শুধুমাত্র আপনার ফায়ারফক্স বা ক্রোমেই একটা এড-অন বা এক্সটেনসন দিয়েই এটা সম্ভব? তাও ব্লগে না ঢুকেই?


স্ক্রাইব ফায়ারএড-অন বা এক্সটেনসন দিয়ে আপনি পারবেনঃ

  1. ইচ্ছে মত লেখার ফরম্যাটিং করতে। যেমনঃ ইচ্ছে মত ফন্ট দেয়া, ফন্ট বড়-ছোট করা, কালার পালটানো, বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন ইত্যাদি কত কি।
  2. ইচ্ছে মত প্যারাগ্রাফগুলো এডিট করা, এলাইন করা,
  3. HTML ট্যাগ যোগ করা।
  4. স্পেশাল ক্যারেক্টার যোগ করা।
  5. ছবি যোগ করা।
  6. ইউটিউব ভিডিও এড করা।
  7. এমনকি রিলেটেড আর্টিকেল খুঁজে তা এড করা।
  8. লিঙ্ক দেয়া।
  9. লেখা দেয়ার সাথে সাথেই তা ফেইসবুক, ডিগ, রেডিট ইত্যাদিতে শেয়ার করার সুযোগ।

Scribefire এর আরো কিছু বৈশিষ্ট্যঃ

  1. ওয়েবপেইজ না ওপেন করেই তাতে লেখা পোস্ট করতে পারবেন।
  2. Wide variety ব্লগ সাইট সাপোর্ট করে। এমনকি আপনি আপনার নিজের কেনা ব্লগেও পাঠাতে পারবেন।
  3. Internet Explorer ছাড়া প্রায় সব ওয়েব ব্রাউজার সাপোর্ট করে।
  4. নেট ব্রাউজ করতে করতে ব্লগ লেখা যায়, এজন্য ব্রাউজিং-এর কোন ক্ষতি হয় না।
  5. দরকার অনুযায়ী পুরো স্ক্রিন বা ইচ্ছে মত সাইজের স্ক্রিন বানিয়ে তাতে কাজ করা যায়।
  6. এই সফটওয়্যার আপনাকে আপনার ব্লগের Control panel বা Dashboard এর চেয়েও বেশি স্পিড ও সুবিধা দিবে।
  7. হঠাৎ কম্পিউটার বন্ধ হয়ে গেলেও বা ফায়ারফক্স ক্রাশ করলেও লেখা অটুট থাকে। কোন ছবি বা শব্দ হারানো যায় না।
  8. এক ক্লিকে পাবলিশ হয়ে যা, এমন কি আপনার ব্লগে লেখাটি কেমন দেখাবে তাও প্রিভিও করা যায়।
  9. মোট কথায় বলা যায় এটি একটি পরিপূর্ণ ব্লগিং টুল।

এখানে ইউটিউব ভিডিও দেখুন কি করে Scribefire ব্যবহার করতে হয়ঃ

Scribefire Tutorial: A great blogging tool for WordPressTechnorati Tags: , , , ,

Related articles

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালোই তো।দেখি চেষ্টা করে।ধন্যবাদ শেয়ারের জন্য…

Level 0

এত অসাধারণ একটা এড অন শেয়ার করলেন আর মন্তব্য মাত্র একটা!!!! শিরোনাম চেঞ্জ করুন, "scribefire: এবার সাইটে না ঢুকেই টিউন পোষ্ট করুন ইচ্ছা মত নিমেষের মধ্যেই খুব সহজে " এই টাইপের কোনো শিরোনাম দিন। আসলেই যারা মিস করছেন তাদের জন্য দুর্ভাগ্য।

    সমস্যা না। আমি যদি এখন একটা টিউন করতাম এমন যে – "এক্ষুনি ডাউনলোড করে নেন ক্যাসপারস্কি এন্টিভাইরাস with ১০০ বছরের মেয়াদ আর বসে বসে ভাইরাস মারেন", তাহলে মানুষ এম্নিই পড়ত। but, আমার তো তা দরকার নাই।
    এই যে, আপনি তো করেছেন 😀 তাতেই খুশি !

    Level 0

    নামটি চেঞ্জ করার জন্য ধন্যবাদ। শিরোনামের সামান্য পরিবর্তনে ভিজিটরও পরিবর্তন হয়। আপনি যদি শিরোনামে পোষ্ট করুন না লিখে "টিউন করুন" কথাটি লিখতেন তাহলে মনে হয় আরো ভালো হত।

    মিঠু ভাই সমস্যা হল আমি টেকটিউন্স কে এড করতে পারছি না।
    আপনি পারেন?
    আমারে শেখাবেন ?

    নামের জন্য ধন্যবাদ, টিউন দেই নাই কারন আমি এটা দিয়ে কি করে টিটিতে টিউন করতে হয় জানি না

    Level 0

    ইদানিং পিসিটা নিয়ে একটু প্রব্লেমে আছি,তাই টেস্ট ক্রে দেখতে পারছি না। পিসি ঠিক হলে ট্রাই করব। পারলে জানাব,ধন্যবাদ।

Level 0

দেখি কি কাজে আস…..ধন্যবাদ শেয়ারের জন্য….

Level 0

অসাধারণ! শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ!

কাজের জিনিস। খুব উপকার হল। ধন্যবাদ।

ধন্যবাদ আপনার চমৎকার টিউনের জন্য। তবে কেমন হল এটা বলার আগে একটু চেখে দেখতে হবে………। 🙂

অনেক কাজের টিউন

    কাজ হলে জানাবেন, এই অ্যাড অন দিয়ে টিটিতে সরাসরি লেখা পাঠাতে পারলে জানাবেন।

অনেক কাজের।

    এই অ্যাড অন দিয়ে টিটিতে সরাসরি লেখা পাঠাতে পারলে জানাবেন।

Thank u ….eibar amio blogging kormu …..hahaha…..