ফ্রিতে নিয়ে নিন ১ টেরাবাইট বা ১০২৪ গিগাবাইট স্টোরেজ

আমাদের অনেকেই Cloud Storage এ ফাইল Store করে রাখি। অনেকের মুভি বা বড় কোন ফাইল রাখার জন্য অনেক Storage এর প্রয়োজন হয়। কিন্তু গুগল সহ অনেক Storage কোম্পানি লিমিটেড Storage ফ্রি তে দেয় ফাইল রাখার জন্য।

1tb free storage

যেমন গুগল দেয় ১৫ জিবি। আবার অনেক কোম্পানি Unlimited Storage দেয় তবে তা নির্দিষ্ট সময় পর ফাইল ডিলিট হয়ে যায়। যদি এমন হত যে আপনাকে 1 TB Storage সম্পুর্ন ফ্রি দিবে আজীবনের জন্য তাহলে কেমন হবে। হ্যাঁ ঠিকি শুনছেন 1 TB Storage সম্পুর্ন ফ্রি। এটি এখন বেটা Stage এ আছে তাই হয়ত দিচ্ছে। এ জন্য যত দ্রুত সম্ভব অ্যাকাউন্ট করে রাখায় ভাল।

Dubox নামে একটি কোম্পানি সম্প্রতি এই Storage সুবিধা দিচ্ছে। ফাইল এর নিরাপত্তা নিয়ে আমি তেমন কিছু বলতে পারছি না। তবে শুনেছি চিনের বাইদু নামের কোম্পানি এটি লঞ্চ করেছে। তাই কোম্পানি উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে।

তাই নিশ্চিন্তে ব্যবহার করতে থাকুন। Dubox ছাড়া আমার মনে হয় না অন্য কোন কোম্পানি এত Storage Free দিতে পারবে।

লিঙ্কঃ https://dubox.com

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি Saddam Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস