VPS কি? এর ব্যবহার ও কিছু প্রশ্ন

কিছুদিন আগে আমি ফ্রি লিনাক্স ভিপিএস নিয়ে টিউন করেছিলাম। সেই টিউন এ আমি কিছু প্রশ্ন পেয়েছি যেমন এটা দিয়ে কি করা যায়? এটিতে কি মুভি ডাউনলোড করা যাই? এরকম। তাই আজকে সেই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকে লিখতে বসেছি।

ভিপিএস আসলে কি?

VPS (Virtual Private Server)

সহজ ভাবে বলি। এটি খুব কঠিন বিষয় নয়। ভিপিএস হল একটি নরমাল কম্পিটার এর মতো। তবে এখানে আপনি সেটা Physically টাচ করতে পারবেন নাহ। কিন্তু দূর থেকে সেটি ব্যবহার করতে পারবেন। এটিই VPS।

এখন আমি কিছু প্রশ্নের উত্তর ও এর ব্যবহার সম্পর্কে বলব।

VPS এর ব্যবহার

VPS অনেক ভাবে ব্যবহার হয়। তার মাঝে কিছু  আমি বলছি।

  • ধরেন আপনি একটি Cracked Game/App ডাউনলোড করবেন। কিন্তু বুঝতে পারছেন নাহ সেটিতে ভাইরাস আছে কি না। সেই সময় এই VPS দিয়ে সেই ফাইলটি Download করে টেস্ট করতে পারবেন যে সেটিতে ভাইরাস আছে কি নাহ।
  • তারপর ধরেন আপনি কোথাও থেকে একটি ফাইল এক জাইগা থেকে অন্য জাইগাই Upload করবেন। কিন্তু আপনার কাছে সেই পরিমান সময় বা এম্বি নেই। এখন সেই ফাইল টা সহযে ভিপিএস এ ডাউনলোড করে Upload দিতে পারবেন। যেমন Google Drive থেকে MediaFire এ আপলোড করবেন। তখন এটি ব্যবহার করা যাবে।
  • আপনি একজন APP Developer এখন সেই এপ এর জন্য একটি সারভার দরকার তখন এই ভিপিএস টি আপনার সারভার এর কাজ করবে।
  • এখন আপনি কোন সাইট এর কোন ইউজার এর Account Crack করবেন। তখন আপনি Wordlist ব্যবহার করে Crack করবেন। কিন্তু আপনার সেরকম সময় নেই। কারন এগুলাহ করতে অনেক সময় লাগেহ। তখন ভিপিএস এর মাদ্ধমে সেটি করতে পারবেন।

[4th point was only for Educational Purpose]

এছাড়াও আর অনেক ব্যবহার আছে আমি শুধু এই পর্যন্ত বললাম 🙂

Question & Answers

VPS কি ফ্রি নেট এর জন্য?

না কোন ভাবেই নাহ। এটি কোন ভাবেই ফ্রি নেট এর জন্য ব্যবহার করা যাবেহ নাহ। এটি ব্যবহার করতে আপনার Internet থাকতে হবে।

VPS দিয়ে মুভি ডাউনল্ড করা যাবে?

আসলে নাহ। হ্যাঁ আপনি ডাউনল্ড করতে পারবেন কিন্তু তাতে কোন লাভ নেই। এটি প্লে করলে Lag করবে। আর এতে কোন লাভ ও নেই কারণ এটিতে এমবি কাটবেই।

 

আশা করি আপনার সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি। নাহ পারলে নিছে টিউমেন্ট করুন আমি বলে দিব।

Connect with me:- Click Here

My Website:- BanglaBbcNews.com

Level 0

আমি অমিত হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস