আমাদের প্রায় সবারই ব্লগ আছে, কারো কারো প্রফেশনাল ওয়েবসাইটও আছে। আমরা অনলাইন থেকে আয়ের উদ্দেশ্যই হয়তোবা যার যার ওয়েবসাইট তৈরি করছি। আমাদের এই প্রিয় ওয়েবসাইটটির মূল্য কত?? আসুন জেনে নিই আমাদের কাংক্ষিত ওয়েবসাইটের মূল্য।
আমি এখন আপনাদের এমন একটি ওয়েবসাইটের কথা বলব যেখানে আপনি আপনার ওয়েবসাইটটির মূল্য জানতে পারবেন। তো জেনে নিন আপনার প্রিয় ওয়েবসাইটটির মুল্য।
প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন। উপরে দেখুন লিখা আছে “How much is your website worth”। এখন নিচে খালি জায়গায় আপনার ওয়েবসাইটটির URL দিন। তারপর ক্লিক করুন “Estimate Website Value” । কিছুক্ষন এর মধ্য আপনার ওয়েবসাইট এর মূল্য জেনে যাবেন। নিচের ছবিটা দেখুনঃ-
টেকটিউনের দাম ১০,৫৭০$!! আবার দেখুন যদি টেকটিউন এই সাইটে তাদের ভাড়া দেয় তবে ৬১৮$ প্রতি মাসে আয় করতে পারে!!আমার মনে হয় অনেকে এই ব্যাপারে জানেন। যারা জানেন তাদেরকে পোস্টটা পড়ার জন্য ধন্যবাদ। কোন ভূল হলে তা জানাতে ভুলবেন না। আপনাদের মন্তব্য পরবর্তী লিখা লিখতে আমাকে উৎসাহ প্রদান করবে।
বি.দ্র. - পূর্বে বিজ্ঞান প্রযুক্তি ব্লগে প্রকাশিত।
আমি ভূত রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিবেকের দংশনে মরে গিয়ে আজ ভূত আমি?? আপনি??
বাবারে বাবা! টেকটিউনসের মূল্য ………….
এটা কতটুকু বাস্তব ? আমার তো ধারণা নাই।